ETV Bharat / state

টানা বৃষ্টিতে পাহাড়ে ধস, বন্ধ একাধিক রাস্তা - Siliguri

ধস নেমে বন্ধ মিরিক যাওয়ার রাজ্য সড়ক ৷ দুধিয়া থেকে পানিঘাটা যাওয়ার রাস্তাতেও একাধিক জায়গায় ধস নেমেছে ৷ গতকাল রাত থেকে উত্তরবঙ্গজুড়ে চলছে ব্যাপক বৃষ্টিপাত ৷

road collapsed for landslide in Siliguri
টানা বৃষ্টিতে পাহাড়ে ধসের ফলে বন্ধ একাধিক রাস্তা
author img

By

Published : Jul 28, 2020, 11:39 AM IST

শিলিগুড়ি, 28 জুলাই : পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে একাধিক এলাকায় ধস ৷ আজ সকালে শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার রাজ্য সড়কে ধস নামে ৷ বন্ধ হয়ে যায় রাস্তা ৷ অপরদিকে, দুধিয়া থেকে পানিঘাটা যাওয়ার রাস্তাতেও একাধিক জায়গায় ধস নেমেছে বলে জানা গিয়েছে ৷

গতকাল রাত থেকেই টানা বৃষ্টি চলছে উত্তরবঙ্গ সহ পাহাড়জুড়ে ৷ শিলিগুড়িতে বৃষ্টির পরিমাণ 081.4 মিমি ৷ কালিম্পঙে বৃষ্টির পরিমাণ 086.6 ৷ সেভকে বৃষ্টির পরিমাণ 081.4 ৷ এছাড়াও মূর্তি, হাঁসিমারা, চম্পাসারি, গাজোলডোবা সহ বেশ কয়েকটি এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হয় ৷ টানা বৃষ্টির জেরে বেশ কয়েকটি এলাকায় ধস নেমেছে ৷ ধসের ফলে বন্ধ হয়ে গিয়েছে একাধিক রাস্তা ৷ এমনকী পাহাড় থেকে পাথর গড়িয়ে পরেও রাস্তা বন্ধ হয়ে গিয়েছে ৷ ঝোড়ো হাওয়ার ফলে একাধিক জায়গায় বড় বড় গাছ উপড়ে পড়েছে ৷ বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল ৷ যান চলাচল স্বাভাবিক করতে দ্রুত সারাইয়ের কাজ চলছে ৷ ধস ও গাছ সরিয়ে রাস্তা সাফাইয়ের কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন ৷

road collapsed for landslide in Siliguri
টানা বৃষ্টিতে পাহাড়ে ধসের ফলে বন্ধ একাধিক রাস্তা

স্থানীয় বাসিন্দারা বলেন, ধসের জেরে বিক্ষিপ্তভাবে পাথর ও গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে ৷ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছে মিরিকের যান চলাচল ৷ এর ফলে ব্যাপক সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা ৷ এই প্রসঙ্গে মিরিক মহকুমা প্রশাসনের তরফে বলা হয়, "বৃষ্টি ও ধসের জেরে বেশ কিছু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ সেগুলো দ্রুত মেরামতির কাজ শুরু হয়েছে ৷ গাছ সরিয়ে রাস্তা খোলার কাজ চলছে ৷ তবে, টানা বৃষ্টির ফলে কাজ করতে বেশ সমস্যা হচ্ছে ৷ আশা করা যায়, আজ বিকেলের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে ৷"

শিলিগুড়ি, 28 জুলাই : পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে একাধিক এলাকায় ধস ৷ আজ সকালে শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার রাজ্য সড়কে ধস নামে ৷ বন্ধ হয়ে যায় রাস্তা ৷ অপরদিকে, দুধিয়া থেকে পানিঘাটা যাওয়ার রাস্তাতেও একাধিক জায়গায় ধস নেমেছে বলে জানা গিয়েছে ৷

গতকাল রাত থেকেই টানা বৃষ্টি চলছে উত্তরবঙ্গ সহ পাহাড়জুড়ে ৷ শিলিগুড়িতে বৃষ্টির পরিমাণ 081.4 মিমি ৷ কালিম্পঙে বৃষ্টির পরিমাণ 086.6 ৷ সেভকে বৃষ্টির পরিমাণ 081.4 ৷ এছাড়াও মূর্তি, হাঁসিমারা, চম্পাসারি, গাজোলডোবা সহ বেশ কয়েকটি এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হয় ৷ টানা বৃষ্টির জেরে বেশ কয়েকটি এলাকায় ধস নেমেছে ৷ ধসের ফলে বন্ধ হয়ে গিয়েছে একাধিক রাস্তা ৷ এমনকী পাহাড় থেকে পাথর গড়িয়ে পরেও রাস্তা বন্ধ হয়ে গিয়েছে ৷ ঝোড়ো হাওয়ার ফলে একাধিক জায়গায় বড় বড় গাছ উপড়ে পড়েছে ৷ বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল ৷ যান চলাচল স্বাভাবিক করতে দ্রুত সারাইয়ের কাজ চলছে ৷ ধস ও গাছ সরিয়ে রাস্তা সাফাইয়ের কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন ৷

road collapsed for landslide in Siliguri
টানা বৃষ্টিতে পাহাড়ে ধসের ফলে বন্ধ একাধিক রাস্তা

স্থানীয় বাসিন্দারা বলেন, ধসের জেরে বিক্ষিপ্তভাবে পাথর ও গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে ৷ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছে মিরিকের যান চলাচল ৷ এর ফলে ব্যাপক সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা ৷ এই প্রসঙ্গে মিরিক মহকুমা প্রশাসনের তরফে বলা হয়, "বৃষ্টি ও ধসের জেরে বেশ কিছু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ সেগুলো দ্রুত মেরামতির কাজ শুরু হয়েছে ৷ গাছ সরিয়ে রাস্তা খোলার কাজ চলছে ৷ তবে, টানা বৃষ্টির ফলে কাজ করতে বেশ সমস্যা হচ্ছে ৷ আশা করা যায়, আজ বিকেলের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.