ETV Bharat / state

Bengal Safari Park and Darjeeling Zoo: বছরের শুরুতে রেকর্ড ভিড়! অতীতের সব নজির ভাঙল বেঙ্গল সাফারি পার্ক ও দার্জিলিং চিড়িয়াখানা

ইতিহাসের সব রেকর্ড ভেঙে নতুন বছরের প্রথম দিনে সর্বোচ্চ পর্যটকের ঢল বেঙ্গল সাফারি পার্ক (Bengal Safari Park) ও দার্জিলিং চিড়িয়াখানায়। রেকর্ড আয় ওই দুই পর্যটন কেন্দ্রে।

Bengal Safari Park and Darjeeling Zoo
দার্জিলিং চিড়িয়াখানা ও বেঙ্গল সাফারি পার্ক
author img

By

Published : Jan 2, 2023, 5:55 PM IST

Updated : Jan 2, 2023, 8:01 PM IST

শিলিগুড়ি, 2 জানুয়ারি: অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিল উত্তরের দুই বিখ্যাত পর্যটন কেন্দ্র। একটি শিলিগুড়ি সংলগ্ন বেঙ্গল সাফারি পার্ক (Bengal Safari Park) ও অন্যটি শৈলরানি দার্জিলিঙের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক (Darjeeling Zoo) । ইংরেজি নতুন বছরের প্রথম দিনেই পূর্বতন সমস্ত রেকর্ড ভেঙে একদিনে সর্বাধিক পর্যটক সমাগম এবং সর্বাধিক সর্বোচ্চ আয়ের নজির গড়ল ওই দুই পার্ক। যার ফলে উৎফুল্ল বন দফতরের পাশাপাশি পার্ক কর্তৃপক্ষ।

ইংরেজি বর্ষবরণকে সামনে রেখে সেজে উঠেছিল দার্জিলিং চিড়িয়াখানা ও বেঙ্গল সাফারি পার্ক। নতুন বছরে পর্যটকদের জন্য আকর্ষিত করতে উদ্যোগী হয়েছিল ওই দুই পার্ক কর্তৃপক্ষ। শিশুদের পাশাপাশি বড়দের জন্যও সেজে উঠেছিল চিড়িয়াখানা ও সাফারি পার্ক। আর তাতেই ব্যাপক সাড়া মিলেছে পর্যটনমহলের তরফে। বেঙ্গল সাফারি পার্ক ও দার্জিলিং চিড়িয়াখানা সূত্রে জানা গিয়েছে, ক্রিসমাস থেকে ওই দুই পর্যটন কেন্দ্রে পর্যটকদের ঢল নামতে শুরু করেছিল। ক্রিসমাস বা বড়দিনেও রেকর্ড আয় করেছিল বেঙ্গল সাফারি পার্ক ও দার্জিলিং চিড়িয়াখানা।

আরও পড়ুন: প্রথমবার পাহাড়ে ট্যুরিজম ফেস্টিভ্যাল আয়োজনে জিটিএ

বড়দিনে বেঙ্গল সাফারি পার্কের আয় হয়েছিল প্রায় 5 লক্ষ 80 হাজার টাকা। অন্যদিকে, দার্জিলিং চিড়িয়াখানার আয় হয়েছিল প্রায় 2 লক্ষ 50 হাজার টাকা। সেই সংখ্যাটা ছাপিয়ে যায় 1 জানুয়ারি। ওইদিন বেঙ্গল সাফারি পার্কে সাড়ে 5 হাজারেরও বেশি পর্যটক এসেছিলেন। ওইদিনে বেঙ্গল সাফারি পার্কের আয় হয়েছে 6.7 লক্ষ টাকা। অন্যদিকে, দার্জিলিং চিড়িয়াখানায় একদিনে আয় হয়েছে 3 লক্ষ 30 হাজার টাকা। পাশাপাশি ওইদিন 4 হাজার 600 জন পর্যটক টিকিট কেটে পার্কে গিয়েছিলেন। দু'ক্ষেত্রেই শিশুদের সংখ্যা ধরা হয়নি। কারণ দুই জায়গাতেই পাঁচ বছর পর্যন্ত শিশুদের টিকিট লাগে না।

সেই জায়গায় সংখ্যাটা দু'ক্ষেত্রেই প্রায় দ্বিগুণ বলে জানা গিয়েছে। এই রেকর্ড আয় ও রেকর্ড ভিড় ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে বলে দাবি বন দফতরের। বেঙ্গল সাফারি পার্কে ভিড় এতটাই উপচে পড়েছিল যে আজ অর্থাৎ সোমবার পার্ক বন্ধ রাখার কথা থাকলেও পর্যটকরা যাতে বছরের শুরুতে নিরাশ না-হন তার জন্য খোলা রাখা হয়েছে। রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "দার্জিলিং চিড়িয়াখানা ও বেঙ্গল সাফারি পার্ক উত্তরবঙ্গের পর্যটনের মূল কেন্দ্রবিন্দু। রাজ্য সরকারের তরফে ওই দুই চিড়িয়াখানাকে ঢেলে সাজানো হচ্ছে। বেঙ্গল সাফারি পার্কের আয়তন বৃদ্ধি করা হচ্ছে। সিংহ, জেব্রা ও জিরাফের মতো প্রাণী আরও আনা হবে ৷ আগামীতে আরও পর্যটকের ঢল নামবে বলে আমরা আশাবাদী।"

আরও পড়ুন: বর্ষবরণ উপলক্ষ্যে কড়া নিরাপত্তা উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়িতে

দার্জিলিং চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হোলেইয়াচি বলেন, "এবার 1 জানুয়ারিতে রেকর্ড আয় হয়েছে। প্রচুর দেশ-বিদেশের পর্যটকরাও এদিন চিড়িয়াখানায় ভিড় জমান।" বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর কমল সরকার বলেন, "এবার রেকর্ড পর্যটক ও রেকর্ড আয় হয়েছে। পর্যটকদের ঢল নামায় সোমবারও পার্ক খোলা হয়েছে।" প্রসঙ্গত, দার্জিলিং চিড়িয়াখানার মূল আকর্ষণই হল ক্লাউডেড লেপার্ড, হিমালয়ান বিয়ার, রেড পান্ডার মতো প্রাণী ৷ অন্যদিকে, বেঙ্গল সাফারি পার্কের মূল আকর্ষণ হল সাফারি। রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার ও শাবক, লেপার্ড, গণ্ডার, হাতি সাফারি, ভাল্লুক, বহু প্রজাতির পাখি, বাটারফ্লাই পার্ক-সহ ইত্যাদি।

শিলিগুড়ি, 2 জানুয়ারি: অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিল উত্তরের দুই বিখ্যাত পর্যটন কেন্দ্র। একটি শিলিগুড়ি সংলগ্ন বেঙ্গল সাফারি পার্ক (Bengal Safari Park) ও অন্যটি শৈলরানি দার্জিলিঙের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক (Darjeeling Zoo) । ইংরেজি নতুন বছরের প্রথম দিনেই পূর্বতন সমস্ত রেকর্ড ভেঙে একদিনে সর্বাধিক পর্যটক সমাগম এবং সর্বাধিক সর্বোচ্চ আয়ের নজির গড়ল ওই দুই পার্ক। যার ফলে উৎফুল্ল বন দফতরের পাশাপাশি পার্ক কর্তৃপক্ষ।

ইংরেজি বর্ষবরণকে সামনে রেখে সেজে উঠেছিল দার্জিলিং চিড়িয়াখানা ও বেঙ্গল সাফারি পার্ক। নতুন বছরে পর্যটকদের জন্য আকর্ষিত করতে উদ্যোগী হয়েছিল ওই দুই পার্ক কর্তৃপক্ষ। শিশুদের পাশাপাশি বড়দের জন্যও সেজে উঠেছিল চিড়িয়াখানা ও সাফারি পার্ক। আর তাতেই ব্যাপক সাড়া মিলেছে পর্যটনমহলের তরফে। বেঙ্গল সাফারি পার্ক ও দার্জিলিং চিড়িয়াখানা সূত্রে জানা গিয়েছে, ক্রিসমাস থেকে ওই দুই পর্যটন কেন্দ্রে পর্যটকদের ঢল নামতে শুরু করেছিল। ক্রিসমাস বা বড়দিনেও রেকর্ড আয় করেছিল বেঙ্গল সাফারি পার্ক ও দার্জিলিং চিড়িয়াখানা।

আরও পড়ুন: প্রথমবার পাহাড়ে ট্যুরিজম ফেস্টিভ্যাল আয়োজনে জিটিএ

বড়দিনে বেঙ্গল সাফারি পার্কের আয় হয়েছিল প্রায় 5 লক্ষ 80 হাজার টাকা। অন্যদিকে, দার্জিলিং চিড়িয়াখানার আয় হয়েছিল প্রায় 2 লক্ষ 50 হাজার টাকা। সেই সংখ্যাটা ছাপিয়ে যায় 1 জানুয়ারি। ওইদিন বেঙ্গল সাফারি পার্কে সাড়ে 5 হাজারেরও বেশি পর্যটক এসেছিলেন। ওইদিনে বেঙ্গল সাফারি পার্কের আয় হয়েছে 6.7 লক্ষ টাকা। অন্যদিকে, দার্জিলিং চিড়িয়াখানায় একদিনে আয় হয়েছে 3 লক্ষ 30 হাজার টাকা। পাশাপাশি ওইদিন 4 হাজার 600 জন পর্যটক টিকিট কেটে পার্কে গিয়েছিলেন। দু'ক্ষেত্রেই শিশুদের সংখ্যা ধরা হয়নি। কারণ দুই জায়গাতেই পাঁচ বছর পর্যন্ত শিশুদের টিকিট লাগে না।

সেই জায়গায় সংখ্যাটা দু'ক্ষেত্রেই প্রায় দ্বিগুণ বলে জানা গিয়েছে। এই রেকর্ড আয় ও রেকর্ড ভিড় ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে বলে দাবি বন দফতরের। বেঙ্গল সাফারি পার্কে ভিড় এতটাই উপচে পড়েছিল যে আজ অর্থাৎ সোমবার পার্ক বন্ধ রাখার কথা থাকলেও পর্যটকরা যাতে বছরের শুরুতে নিরাশ না-হন তার জন্য খোলা রাখা হয়েছে। রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "দার্জিলিং চিড়িয়াখানা ও বেঙ্গল সাফারি পার্ক উত্তরবঙ্গের পর্যটনের মূল কেন্দ্রবিন্দু। রাজ্য সরকারের তরফে ওই দুই চিড়িয়াখানাকে ঢেলে সাজানো হচ্ছে। বেঙ্গল সাফারি পার্কের আয়তন বৃদ্ধি করা হচ্ছে। সিংহ, জেব্রা ও জিরাফের মতো প্রাণী আরও আনা হবে ৷ আগামীতে আরও পর্যটকের ঢল নামবে বলে আমরা আশাবাদী।"

আরও পড়ুন: বর্ষবরণ উপলক্ষ্যে কড়া নিরাপত্তা উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়িতে

দার্জিলিং চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হোলেইয়াচি বলেন, "এবার 1 জানুয়ারিতে রেকর্ড আয় হয়েছে। প্রচুর দেশ-বিদেশের পর্যটকরাও এদিন চিড়িয়াখানায় ভিড় জমান।" বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর কমল সরকার বলেন, "এবার রেকর্ড পর্যটক ও রেকর্ড আয় হয়েছে। পর্যটকদের ঢল নামায় সোমবারও পার্ক খোলা হয়েছে।" প্রসঙ্গত, দার্জিলিং চিড়িয়াখানার মূল আকর্ষণই হল ক্লাউডেড লেপার্ড, হিমালয়ান বিয়ার, রেড পান্ডার মতো প্রাণী ৷ অন্যদিকে, বেঙ্গল সাফারি পার্কের মূল আকর্ষণ হল সাফারি। রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার ও শাবক, লেপার্ড, গণ্ডার, হাতি সাফারি, ভাল্লুক, বহু প্রজাতির পাখি, বাটারফ্লাই পার্ক-সহ ইত্যাদি।

Last Updated : Jan 2, 2023, 8:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.