ETV Bharat / state

পাক মহিলা গ্রেফতার কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য! কথা বলতে পারেন ঝরঝরে বাংলায় - পাকিস্তানের নাগরিক

Illegal Entry into India: ভারত-নেপাল আন্তর্জাতিক সীমান্তে পানিট্যাঙ্কি থেকে গ্রেফতার হন এক মহিলা ও তাঁর নাবালক ছেলে ৷ জানা গিয়েছে, ওই মহিলা পাকিস্তানি নাগরিক ৷ এই ঘটনায় বেশ কয়েকটি চাঞ্চল্যকর তথ্য হাতে এলো।

ETV Bharat
অবৈধ উপায়ে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেফতার পাকিস্তানি মহিলা
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 17, 2023, 9:46 AM IST

Updated : Nov 17, 2023, 9:53 AM IST

শিলিগুড়ির খড়িবাড়ি থেকে পাকিস্তানি নাগরিক শাইস্তা হানিফকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে

খড়িবাড়ি, 17 নভেম্বর: অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে পাকিস্তানি মহিলা ও তাঁর নাবালক পুত্রকে গ্রেফতার করেছে সশস্ত্র সীমা বল বা এসএসবি ৷ শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ি ব্লকের ইন্দো-নেপাল আন্তর্জাতিক সীমান্তের পানিট্যাঙ্কি থেকে তাঁদের বুধবার ধরে এসএসবি ৷ পাকিস্তানি নাগরিক হলেও তিনি বাংলায় কথা বলতে পারেন ৷ তাঁর বোন উত্তর 24 পরগনায় থাকে বলে দাবি করেছেন ওই মহিলা ৷

এই ঘটনায় সমান্তরাল তদন্ত শুরু করল ভারতীয় সেনার গোয়েন্দা বিভাগ বা মিলিটারি ইন্টেলিজেন্স ৷ অন্যদিকে, বৃহস্পতিবার ওই মহিলাকে খড়িবাড়ি থানার পুলিশ শিলিগুড়ি মহকুমা আদালতে তুললে বিচারক সাতদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷ পাশাপাশি ওই মহিলার ছেলেকে দার্জিলিং জুভেনাইল আদালতে পেশ করা হয় ৷ বিচারক তার বয়ান গ্রহণ করেন এবং তাকে নিরাপদ হেফাজতে রাখারও নির্দেশ দিয়েছেন ৷ হেফাজতে নিয়ে ওই পাকিস্তানি মহিলাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ । তার পাশাপাশি গোয়েন্দা বিভাগ ও মিলিটারি ইন্টেলিজেন্স এবং এসএসবির আধিকারিকরাও জেরা করছেন ৷

সরকারি আইনজীবী সুদীপ রায় বাসুনিয়া বলেন, "এই মহিলা কীভাবে ভারতে এলেন, তাঁর উদ্দেশ্য কী ছিল, তা জানা প্রয়োজন ৷ তিনি বয়ানে যেসব দাবি করেছেন, সেগুলির সত্যতা যাচাইয়ের প্রয়োজন রয়েছে ৷ সেজন্য বিচারক সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷" পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানের নাগরিক ওই মহিলা ঝরঝরে বাংলা ভাষায় কথা বলতে পারেন ৷ এমনকী আদালতে তোলার সময় সাংবাদিকদের তিনি বাংলায় উত্তর দেন ৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ওই পাকিস্তানি মহিলা বিয়ের পর ধর্মান্তরণ করেন ৷

তাঁর আসল নাম গৌরী দে। আদিবাড়ি অসমে ৷ পরে পুরো পরিবার উত্তর 24 পরগনায় চলে আসে ৷ বহু বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি ৷ পরিবারের অমতে উত্তর 24 পরগনা থেকে দিল্লি চলে যান ৷ 1979 সালে বিয়ে করেন এবং স্বামীর সঙ্গে তিনি পাকিস্তানের করাচিতে চলে যান ৷ সেখানে বহু বছর থাকার পর কাজের সূত্রে স্বামীর সঙ্গে সৌদি আরবে পাড়ি দেন শাইস্তা ৷ পাকিস্তানের নাগরিকের সঙ্গে বিয়ে করার ফলে সেই দেশের নাগরিকত্ব পান মহিলা ৷

শাইস্তা হানিফ নিজেই জানিয়েছেন, ভারতে আসার জন্য ভিসার আবেদন করলেও তা খারিজ হয়ে যায় ৷ তাই সৌদি আরবের জেড্ডা বিমানবন্দর থেকে প্রতিবেশী দেশ নেপালের কাঠমান্ডুর টিকিট কেটেছিলেন তিনি ৷ আসার সময় জেড্ডা থেকে মুম্বই হয়ে কাঠমান্ডু পৌঁছন ৷ আবার কাঠমান্ডু হয়েই ফিরে যাওয়ার কথা ছিল তাঁর ৷

পুলিশের প্রাথমিক অনুমান, ইন্দো-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি মুক্ত সীমান্ত হওয়ায় সেখান থেকে কোনওভাবে ভারতে প্রবেশ করে কলকাতায় যাওয়ার পরিকল্পনা করছিলেন তিনি ৷ উত্তর 24 পরগনায় তাঁর বোন থাকেন বলেও দাবি করেছেন অভিযুক্ত ৷ তাঁর দেওয়া তথ্য যাচাই করতে সংশ্লিষ্ট জেলার পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে দার্জিলিং জেলা পুলিশ ৷

বুধবার ভারত-নেপাল আন্তর্জাতিক সীমান্তের পানিট্যাঙ্কি থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় শাইস্তা হানিফ ও তার 11 বছরের ছেলেকে গ্রেফতার করে এসএসবি ৷ পরে জানা যায়, তারা দু'জনেই পাকিস্তানের নাগরিক ৷ ভারতে প্রবেশের জন্য তাদের কাছ থেকে কোনও বৈধ নথি পাওয়া যায়নি ৷ এরপরই দুজনকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় এসএসবি ৷ তবে তাঁর ভারতে প্রবেশের নেপথ্যে পারিবারিক কারণ নাকি গুপ্তচরবৃত্তি বা অন্য কোনও মতলব ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ ৷

আরও পড়ুন:

  1. স্ত্রীর জন্য 9 মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশ, খবর পেতেই গ্রেফতার পাকিস্তানি যুবক
  2. 'পাকিস্তানে আমার জন্য মৃত্যু অপেক্ষা করছে', পুলিশের কাছে আবেদন সীমা হায়দারের
  3. বিএসএফের গুলিতে মৃত্যু বাংলাদেশি চোরাচালানকারীর! মিলল নিষিদ্ধ কাশির সিরাপ

শিলিগুড়ির খড়িবাড়ি থেকে পাকিস্তানি নাগরিক শাইস্তা হানিফকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে

খড়িবাড়ি, 17 নভেম্বর: অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে পাকিস্তানি মহিলা ও তাঁর নাবালক পুত্রকে গ্রেফতার করেছে সশস্ত্র সীমা বল বা এসএসবি ৷ শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ি ব্লকের ইন্দো-নেপাল আন্তর্জাতিক সীমান্তের পানিট্যাঙ্কি থেকে তাঁদের বুধবার ধরে এসএসবি ৷ পাকিস্তানি নাগরিক হলেও তিনি বাংলায় কথা বলতে পারেন ৷ তাঁর বোন উত্তর 24 পরগনায় থাকে বলে দাবি করেছেন ওই মহিলা ৷

এই ঘটনায় সমান্তরাল তদন্ত শুরু করল ভারতীয় সেনার গোয়েন্দা বিভাগ বা মিলিটারি ইন্টেলিজেন্স ৷ অন্যদিকে, বৃহস্পতিবার ওই মহিলাকে খড়িবাড়ি থানার পুলিশ শিলিগুড়ি মহকুমা আদালতে তুললে বিচারক সাতদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷ পাশাপাশি ওই মহিলার ছেলেকে দার্জিলিং জুভেনাইল আদালতে পেশ করা হয় ৷ বিচারক তার বয়ান গ্রহণ করেন এবং তাকে নিরাপদ হেফাজতে রাখারও নির্দেশ দিয়েছেন ৷ হেফাজতে নিয়ে ওই পাকিস্তানি মহিলাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ । তার পাশাপাশি গোয়েন্দা বিভাগ ও মিলিটারি ইন্টেলিজেন্স এবং এসএসবির আধিকারিকরাও জেরা করছেন ৷

সরকারি আইনজীবী সুদীপ রায় বাসুনিয়া বলেন, "এই মহিলা কীভাবে ভারতে এলেন, তাঁর উদ্দেশ্য কী ছিল, তা জানা প্রয়োজন ৷ তিনি বয়ানে যেসব দাবি করেছেন, সেগুলির সত্যতা যাচাইয়ের প্রয়োজন রয়েছে ৷ সেজন্য বিচারক সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷" পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানের নাগরিক ওই মহিলা ঝরঝরে বাংলা ভাষায় কথা বলতে পারেন ৷ এমনকী আদালতে তোলার সময় সাংবাদিকদের তিনি বাংলায় উত্তর দেন ৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ওই পাকিস্তানি মহিলা বিয়ের পর ধর্মান্তরণ করেন ৷

তাঁর আসল নাম গৌরী দে। আদিবাড়ি অসমে ৷ পরে পুরো পরিবার উত্তর 24 পরগনায় চলে আসে ৷ বহু বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি ৷ পরিবারের অমতে উত্তর 24 পরগনা থেকে দিল্লি চলে যান ৷ 1979 সালে বিয়ে করেন এবং স্বামীর সঙ্গে তিনি পাকিস্তানের করাচিতে চলে যান ৷ সেখানে বহু বছর থাকার পর কাজের সূত্রে স্বামীর সঙ্গে সৌদি আরবে পাড়ি দেন শাইস্তা ৷ পাকিস্তানের নাগরিকের সঙ্গে বিয়ে করার ফলে সেই দেশের নাগরিকত্ব পান মহিলা ৷

শাইস্তা হানিফ নিজেই জানিয়েছেন, ভারতে আসার জন্য ভিসার আবেদন করলেও তা খারিজ হয়ে যায় ৷ তাই সৌদি আরবের জেড্ডা বিমানবন্দর থেকে প্রতিবেশী দেশ নেপালের কাঠমান্ডুর টিকিট কেটেছিলেন তিনি ৷ আসার সময় জেড্ডা থেকে মুম্বই হয়ে কাঠমান্ডু পৌঁছন ৷ আবার কাঠমান্ডু হয়েই ফিরে যাওয়ার কথা ছিল তাঁর ৷

পুলিশের প্রাথমিক অনুমান, ইন্দো-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি মুক্ত সীমান্ত হওয়ায় সেখান থেকে কোনওভাবে ভারতে প্রবেশ করে কলকাতায় যাওয়ার পরিকল্পনা করছিলেন তিনি ৷ উত্তর 24 পরগনায় তাঁর বোন থাকেন বলেও দাবি করেছেন অভিযুক্ত ৷ তাঁর দেওয়া তথ্য যাচাই করতে সংশ্লিষ্ট জেলার পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে দার্জিলিং জেলা পুলিশ ৷

বুধবার ভারত-নেপাল আন্তর্জাতিক সীমান্তের পানিট্যাঙ্কি থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় শাইস্তা হানিফ ও তার 11 বছরের ছেলেকে গ্রেফতার করে এসএসবি ৷ পরে জানা যায়, তারা দু'জনেই পাকিস্তানের নাগরিক ৷ ভারতে প্রবেশের জন্য তাদের কাছ থেকে কোনও বৈধ নথি পাওয়া যায়নি ৷ এরপরই দুজনকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় এসএসবি ৷ তবে তাঁর ভারতে প্রবেশের নেপথ্যে পারিবারিক কারণ নাকি গুপ্তচরবৃত্তি বা অন্য কোনও মতলব ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ ৷

আরও পড়ুন:

  1. স্ত্রীর জন্য 9 মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশ, খবর পেতেই গ্রেফতার পাকিস্তানি যুবক
  2. 'পাকিস্তানে আমার জন্য মৃত্যু অপেক্ষা করছে', পুলিশের কাছে আবেদন সীমা হায়দারের
  3. বিএসএফের গুলিতে মৃত্যু বাংলাদেশি চোরাচালানকারীর! মিলল নিষিদ্ধ কাশির সিরাপ
Last Updated : Nov 17, 2023, 9:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.