শিলিগুড়ি, 26 ডিসেম্বর : বিমলের পালটা পাহাড়ে পরিবর্তন যাত্রা বিনয়-অনিতপন্থী গোর্খা জনমুক্তি মোর্চার । 'নয়া সোচ, নয়া বিচার' এই স্লোগানকে সামনে রেখে শনিবার সকালে সোনাদা থেকে দার্জিলিঙের চকবাজার পর্যন্ত মিছিল করেন অনিত থাপা । বিমল গুরুং পাহাড়ে ফিরতেই পাহাড়ের রাজনীতির পারদ চড়ছে । দার্জিলিঙে বিমলের জনসভার পর এদিন পালটা মিছিল করে শক্তি প্রদর্শন করেন অনিত থাপারা ।
এদিকে আগামীকাল সিটং-এর লাতপাঞ্চারে জনসভা করবেন বিমল গুরুং। শিলিগুড়িতে জনসভা করার পর পাহাড়ে বিমলের প্রত্যাবর্তন রাজ্য রাজনীতিতে নয়া সমীকরণ তৈরি করেছে । বিজেপির সঙ্গে জোট সম্পর্ক ছিন্ন করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলাখুলি সমর্থনের কথা জানিয়েছেন বিমল গুরুং । এতে পাহাড়ের রাশ আগামীতে মোর্চার কোন নেতৃত্বের হাতে যাবে তা নিয়েই শুরু হয়েছে জল্পনা । পাহাড়ে পা রাখতেই মানুষের কাছে পৌঁছাতে টানা কর্মসূচি নিয়েছেন বিমল গুরুং । কিন্তু বিমল গুরুং যাতে কোনওভাবেই পাহাড়ে জায়গা না করে নিতে পারে সেজন্য পালটা ময়দানে অনিত থাপা-বিনয় তামাংয়ের অনুগামীরা ।
আরও পড়ুন : ডুয়ার্সে মোর্চা-আদিবাসী চাপা দ্বন্দ্বে হিমশিম খাচ্ছে তৃণমূল !
এদিন মিছিলের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনিত থাপা বলেন, "আমরা মানুষের কাছে যাচ্ছি । মানুষকে বোঝাচ্ছি । বিমল গুরুংয়ের জন্যই পাহাড় একসময় অশান্ত হয়েছিল । কিন্তু সেই সময় বিমল গুরুং পাহাড়ের মানুষকে ছেড়ে চলে গিয়েছিল । আমরা মানুষের সঙ্গেই ছিলাম । অনেক কাজ করতে হবে পাহাড়ের উন্নয়নের স্বার্থে ।"