ETV Bharat / state

স্কুলে মঞ্চ বেঁধেও রদ হল গান্ধি জয়ন্তীর অনুষ্ঠান - শিলিগুড়ি

গান্ধিজির জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষে শিলিগুড়ির ঘুঘুমারি হাইস্কুলে প্রদর্শনীর আয়োজন করেছিল কেন্দ্রীয় সরকার ৷ আজ প্রদর্শনীর উদ্বোধন হওয়ারও কথা ছিল ৷ স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, অনুষ্ঠান করতে দেওয়া যাবে না ৷

বন্ধ গান্ধিজির স্মৃতিতে আয়োজিত অনুষ্ঠান
author img

By

Published : Oct 16, 2019, 1:07 AM IST

শিলিগুড়ি, 15 অক্টোবর : গান্ধিজির জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষে শিলিগুড়ির ঘুঘুমারি হাইস্কুলে এক প্রদর্শনীর আয়োজন করেছিল কেন্দ্র ৷ স্কুলের তরফে মৌখিক অনুমতিও ছিল ৷ অনুষ্ঠানের জন্য মঞ্চ তৈরি ছাড়াও আমন্ত্রণপত্রও বিলি হয় ৷ আজ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের কথা ছিল ৷ কিন্তু স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, অনুষ্ঠান করতে দেওয়া যাবে না ৷

BJP-র দার্জিলিং জেলা সভাপতি অভিজিৎ রায়চৌধুরি বলেন, "স্কুলে এখন ছুটি চলছে ৷ তাই স্কুল কর্তৃপক্ষের মৌখিক অনুমতি নিয়েই কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক থেকে প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল ৷ শীতাতপ নিয়ন্ত্রিত মঞ্চ বাঁধার কাজও দেখে গিয়েছেন প্রধান শিক্ষক অনুপ সাহা ৷ তিনি নিজেও এতে উৎসাহ প্রকাশ করেছিলেন ৷ মঞ্চ তৈরির কাজ চলাকালীন প্রধান শিক্ষক যে স্কুলে হাজির ছিলেন, তা স্কুলের CCTV ফুটেজ দেখলেও স্পষ্ট হবে ৷" অভিজিৎবাবু জানান, এটা সরকারি অনুষ্ঠান ছিল ৷ দিন তিনেক আগে কেন্দ্রীয় মন্ত্রকের তরফে মন্ত্রী গৌতম দেবকেও আমন্ত্রণ জানানো হয় ৷

আজ হঠাৎ স্কুল কর্তৃপক্ষ জানায়, লিখিত অনুমতি ছাড়া স্কুলের মাঠ দখল করে কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানের মঞ্চ বানানো চলবে না ৷ করা যাবে না অনুষ্ঠান ৷ অভিজিৎবাবু বলেন, "গান্ধিজিকে নিয়ে এমন রাজনীতি কাঙ্খিত নয় ৷ লোকসভা নির্বাচনে ওরা উত্তরবঙ্গে প্রতিটি আসনেই হেরেছে ৷ এসব কারণেই মানুষ ওদের প্রত্যাখ্যান করছে ৷"

রাজনৈতিক চাপেই কি শেষমেশ মৌখিক অনুমতি বাতিল করা হয়েছে ? প্রধান শিক্ষক অনুপ সাহা বলেন, "এই নিয়ে মন্তব্য করব না ৷ স্কুল বন্ধ ছিল ৷ কারা মাঠ দখল করে মঞ্চ বানাচ্ছিল জানি না ৷ কেন্দ্রের অনুষ্ঠান কি না তাও জানি না ৷ এর বেশি প্রশ্ন করবেন না ৷" স্থানীয় তৃণমূল কাউন্সিলর রঞ্জন শীল শর্মা বলেন, "আমার কিছুই জানা নেই ৷ আমি অনুমতিও দিইনি ৷ আপত্তিও জানাইনি ৷"

যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন মন্ত্রী গৌতম দেবও ৷ তিনি বলেন, "আমার কিছু জানা নেই ৷ যা বলার স্কুল কর্তৃপক্ষ বলতে পারবে ৷" অন্যদিকে জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় বলেন, "গায়ের জোরে আজ অনুষ্ঠান করতে দেওয়া হল না ৷ গান্ধিজিকে নিয়ে এরা রাজনীতি করছে ৷ আমি মুখ্য অতিথি ছিলাম ৷ কার্ডও বিলি হয়ে গিয়েছিল ৷ মানুষ এদের বিচার করবে ৷"

শিলিগুড়ি, 15 অক্টোবর : গান্ধিজির জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষে শিলিগুড়ির ঘুঘুমারি হাইস্কুলে এক প্রদর্শনীর আয়োজন করেছিল কেন্দ্র ৷ স্কুলের তরফে মৌখিক অনুমতিও ছিল ৷ অনুষ্ঠানের জন্য মঞ্চ তৈরি ছাড়াও আমন্ত্রণপত্রও বিলি হয় ৷ আজ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের কথা ছিল ৷ কিন্তু স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, অনুষ্ঠান করতে দেওয়া যাবে না ৷

BJP-র দার্জিলিং জেলা সভাপতি অভিজিৎ রায়চৌধুরি বলেন, "স্কুলে এখন ছুটি চলছে ৷ তাই স্কুল কর্তৃপক্ষের মৌখিক অনুমতি নিয়েই কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক থেকে প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল ৷ শীতাতপ নিয়ন্ত্রিত মঞ্চ বাঁধার কাজও দেখে গিয়েছেন প্রধান শিক্ষক অনুপ সাহা ৷ তিনি নিজেও এতে উৎসাহ প্রকাশ করেছিলেন ৷ মঞ্চ তৈরির কাজ চলাকালীন প্রধান শিক্ষক যে স্কুলে হাজির ছিলেন, তা স্কুলের CCTV ফুটেজ দেখলেও স্পষ্ট হবে ৷" অভিজিৎবাবু জানান, এটা সরকারি অনুষ্ঠান ছিল ৷ দিন তিনেক আগে কেন্দ্রীয় মন্ত্রকের তরফে মন্ত্রী গৌতম দেবকেও আমন্ত্রণ জানানো হয় ৷

আজ হঠাৎ স্কুল কর্তৃপক্ষ জানায়, লিখিত অনুমতি ছাড়া স্কুলের মাঠ দখল করে কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানের মঞ্চ বানানো চলবে না ৷ করা যাবে না অনুষ্ঠান ৷ অভিজিৎবাবু বলেন, "গান্ধিজিকে নিয়ে এমন রাজনীতি কাঙ্খিত নয় ৷ লোকসভা নির্বাচনে ওরা উত্তরবঙ্গে প্রতিটি আসনেই হেরেছে ৷ এসব কারণেই মানুষ ওদের প্রত্যাখ্যান করছে ৷"

রাজনৈতিক চাপেই কি শেষমেশ মৌখিক অনুমতি বাতিল করা হয়েছে ? প্রধান শিক্ষক অনুপ সাহা বলেন, "এই নিয়ে মন্তব্য করব না ৷ স্কুল বন্ধ ছিল ৷ কারা মাঠ দখল করে মঞ্চ বানাচ্ছিল জানি না ৷ কেন্দ্রের অনুষ্ঠান কি না তাও জানি না ৷ এর বেশি প্রশ্ন করবেন না ৷" স্থানীয় তৃণমূল কাউন্সিলর রঞ্জন শীল শর্মা বলেন, "আমার কিছুই জানা নেই ৷ আমি অনুমতিও দিইনি ৷ আপত্তিও জানাইনি ৷"

যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন মন্ত্রী গৌতম দেবও ৷ তিনি বলেন, "আমার কিছু জানা নেই ৷ যা বলার স্কুল কর্তৃপক্ষ বলতে পারবে ৷" অন্যদিকে জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় বলেন, "গায়ের জোরে আজ অনুষ্ঠান করতে দেওয়া হল না ৷ গান্ধিজিকে নিয়ে এরা রাজনীতি করছে ৷ আমি মুখ্য অতিথি ছিলাম ৷ কার্ডও বিলি হয়ে গিয়েছিল ৷ মানুষ এদের বিচার করবে ৷"

Intro:স্কুলের তরফে মৌখিক অনুমতি মেলায় স্কুল মাঠে গান্ধীজির জন্মের দেড়শো বছর উপলক্ষে প্রদর্শনীর আয়োজন করেছিল কেন্দ্র সরকার। অনুষ্ঠানের জন্য মঞ্চ তৈরি করা ছাড়াও আমন্ত্রণ পত্রও বিলি হয়ে যায়। যদিও বিজেপির অভিযোগ, আজ অনুষ্ঠানের আগে শাসক দলের চাপে অনুষ্ঠান করতে দেওয়া যাবেনা বলে কেন্দ্রীয় মন্ত্রককে জানিয়ে দেন স্কুল কর্তৃপক্ষ।


Body:বিজেপির অভিযোগ, স্কুলে এখন ছুটি চলছে। এই পরিস্থিতিতে শিলিগুড়িতে ঘুগুমারী হাইস্কুলের মৌখিক অনুমতি নিয়েই কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক থেকে প্রদর্শনীর আয়োজন চলছিল। শীততাপ নিয়ন্ত্রিত মঞ্চ বাধার এর কাজও দেখে গিয়েছেন প্রধান শিক্ষক অনুপ সাহা। তিনি নিজেও এতে উৎসাহিত বোধ করেন। মঞ্চ বানানোর কাজ চলাকালে প্রধান শিক্ষক স্কুলে যে হাজির ছিলেন তা স্কুলের সিসিটিভি ফুটেজ দেখলেও পরিষ্কার হবে। তিনি আরো বলেন, আদ্যপান্ত সরকারি অনুষ্ঠান ছিল। দিন তিনেক আগে শহরের মন্ত্রী গৌতম দেবকেও আমন্ত্রণ জানানো হয় কেন্দ্রীয় মন্ত্রকের তরফে। ঠিক এর পরেই মন্ত্রীর নির্দেশেই স্কুল হঠাত জানায় লিখিত অনুমতি ছাড়াই স্কুলের মাঠ দখল করে কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানের মঞ্চ বানানো চলবে না। করা যাবে না কোনও অনুষ্ঠান। গান্ধীজিকে নিয়ে এমন রাজনীতি কাঙ্খিত না। লোকসভা নির্বাচনা ওরা উত্তরবঙ্গে প্রতিটি আসনেই হেরেছে। এইসব কারণেই মানুষ ওদের প্রত্যাখ্যান করছে। রাজনৈতিক চাপেই কি শেষমেশ মৌখিক অনুমতি বাতিল করা হয়েছে? প্রধান শিক্ষক অনুপ সাহা বলেন যে নিয়ে মন্তব্য করব না। পাশাপাশি তিনি বলেন স্কুল বন্ধ ছিল।করা মাঠ দখল করে মঞ্চ বানাচ্ছিল জানিনা। কেন্দ্র সরকারের অনুষ্ঠান কিনা তাও জানিনা। এর বেশি প্রশ্ন করবেন না। স্থানীয় তৃণমূল কাউন্সিলর রঞ্জন শীলশর্মা বলেন আমার কিছুই জানা নেই। আমি অনুমতিও দেই নি। আপত্তিও জানাই নি এটুকু বলতে পারি। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন মন্ত্রী গৌতম দেবও। তিনি বলেন আমার কিছুই জানা নেই। যা বলার স্কুল কর্তৃপক্ষ বলতে পারবে। জলপাইগুড়ির সংসদ জয়ন্ত রায় বলেন, গায়ের জোরে আজ অনুষ্ঠান করতে দেওয়া হল না। গান্ধীজিকে নিয়ে এরা রাজনীতি করছে। আমি মুখ্য অতিথি ছিলাম । কার্ড বিলিও হয়ে গিয়েছিল। মানুষ এদের বিচার করবে।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.