ETV Bharat / state

সংক্রমণ ঠেকাতে পাহাড়ে এল PPE, থার্মাল স্ক্যানার - কালিম্পঙ

কালিম্পঙে এল পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট বা PPE সহ অন্যান্য সামগ্রী। কালিম্পং সহ পাহাড়ে যাতে আর কোরোনা সংক্রমণ ছড়াতে না পারে সেই চেষ্টার কোনও কসুর করছে না GTA ।

PPE, thermal scanners
পাহাড়ে এলো PPE,থার্মাল স্ক্যানার
author img

By

Published : Apr 4, 2020, 5:46 PM IST


কালিম্পং, 4 এপ্রিল : কোরোনা মহামারী ঠেকাতে কালিম্পঙে এল পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট বা PPE । এসেছে জীবাণুনাশক রাসায়নিক, স্যানিটাইজা়র, গ্লাভস, মাস্ক, থার্মাল স্ক্যানার, বিশেষ থার্মোমিটার সহ অন্যান্য সামগ্রীও ।এগুলির কিছুটা কালিম্পং পৌরসভাকে দেওয়া হয়েছে । বাকিটা দেওয়া হয়েছে কালিম্পং জেলা হাসপাতালকে ।

কালিম্পঙের এক মহিলা কোরোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন । তাঁর সংস্পর্শে আসা পরিবার-পরিজন সহ আরও 10 জন কোরোনা আক্রান্ত । এই অবস্থায় কালিম্পং-সহ পাহাড়ে যাতে আর কোরোনা সংক্রমণ ছড়াতে না পারে সেই চেষ্টার কোনও কসুর করছে না GTA ।

জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় পাহাড়কে কোরোনা মুক্ত করতে কালিম্পঙে চারটি সহ দার্জিলিঙ পাহাড়ে মোট 18 টি কোরোনা কোয়ারান্টাইন সেন্টার খোলা হয়েছে । এই 18টি কোয়ারানটাইনে 529 জনকে রাখার ব্যবস্থা করা হয়েছে ।

GTA চেয়ারম্যান অনিত থাপা বলেন, দার্জিলিঙের প্রাক্তন বিধায়ক অমর সিংহ রাই তাঁর 6 মাসের পেনশনের টাকায় কেনা PPE-র একটা অংশ কালিম্পঙে পাঠানো হয়েছে । শুক্রবার সন্ধ্যা নাগাদ ওই PPE সহ অন্যান্য সামগ্রী কালিম্পঙে পৌঁছেছে ।


কালিম্পং, 4 এপ্রিল : কোরোনা মহামারী ঠেকাতে কালিম্পঙে এল পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট বা PPE । এসেছে জীবাণুনাশক রাসায়নিক, স্যানিটাইজা়র, গ্লাভস, মাস্ক, থার্মাল স্ক্যানার, বিশেষ থার্মোমিটার সহ অন্যান্য সামগ্রীও ।এগুলির কিছুটা কালিম্পং পৌরসভাকে দেওয়া হয়েছে । বাকিটা দেওয়া হয়েছে কালিম্পং জেলা হাসপাতালকে ।

কালিম্পঙের এক মহিলা কোরোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন । তাঁর সংস্পর্শে আসা পরিবার-পরিজন সহ আরও 10 জন কোরোনা আক্রান্ত । এই অবস্থায় কালিম্পং-সহ পাহাড়ে যাতে আর কোরোনা সংক্রমণ ছড়াতে না পারে সেই চেষ্টার কোনও কসুর করছে না GTA ।

জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় পাহাড়কে কোরোনা মুক্ত করতে কালিম্পঙে চারটি সহ দার্জিলিঙ পাহাড়ে মোট 18 টি কোরোনা কোয়ারান্টাইন সেন্টার খোলা হয়েছে । এই 18টি কোয়ারানটাইনে 529 জনকে রাখার ব্যবস্থা করা হয়েছে ।

GTA চেয়ারম্যান অনিত থাপা বলেন, দার্জিলিঙের প্রাক্তন বিধায়ক অমর সিংহ রাই তাঁর 6 মাসের পেনশনের টাকায় কেনা PPE-র একটা অংশ কালিম্পঙে পাঠানো হয়েছে । শুক্রবার সন্ধ্যা নাগাদ ওই PPE সহ অন্যান্য সামগ্রী কালিম্পঙে পৌঁছেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.