শিলিগুড়ি, 12 জুলাই : তিস্তায় তলিয়ে যাওয়া নিখোঁজ চারজনের মধ্যে একজনের দেহ উদ্ধার । আজ সকালে সেবক থেকে কুড়ি কিলোমিটার দূরে গজলডোবায় তিস্তা ক্যানেল থেকে রাজস্থানের বাসিন্দা আমন গর্গের দেহ উদ্ধার হয় । দেহ শনাক্ত করেছেন তাঁর আত্মীয়রা । পরে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।
গত বুধবার শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় কয়েকশো মিটার নিচে তিস্তার জলে পড়ে যায় আমনদের গাড়ি । তলিয়ে যান তিন আরোহী ও গাড়ির চালক রাজেশ রাই । গড়িতে আমন ছাড়াও ছিলেন গৌরব শর্মা, গোপাল নারওয়ানি ।
এখনও খোঁজ পাওয়া যায়নি গৌরব, গোপাল ও রাকেশের । নিখোঁজ তিনজনের বাঁচার সম্ভাবনা আর নেই বলেই মনে করছে পুলিশ । তাঁদের দেহের খোঁজে গজলডোবা ও সেবকে তল্লাশি চলছে ।