ETV Bharat / state

দু'দিন পর উদ্ধার এক পর্যটকের দেহ, তিস্তায় নিখোঁজ এখনও 3 - Car Accident

দু'দিন পর উদ্ধার তিস্তায় তলিয়ে যাওয়া পর্যটক আমন গর্গের দেহ । বাকি তিনজনের খোঁজে তল্লাশি চলছে ।

আমন গর্গের দেহ
author img

By

Published : Jul 12, 2019, 6:27 PM IST

শিলিগুড়ি, 12 জুলাই : তিস্তায় তলিয়ে যাওয়া নিখোঁজ চারজনের মধ্যে একজনের দেহ উদ্ধার । আজ সকালে সেবক থেকে কুড়ি কিলোমিটার দূরে গজলডোবায় তিস্তা ক্যানেল থেকে রাজস্থানের বাসিন্দা আমন গর্গের দেহ উদ্ধার হয় । দেহ শনাক্ত করেছেন তাঁর আত্মীয়রা । পরে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

গত বুধবার শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় কয়েকশো মিটার নিচে তিস্তার জলে পড়ে যায় আমনদের গাড়ি । তলিয়ে যান তিন আরোহী ও গাড়ির চালক রাজেশ রাই । গড়িতে আমন ছাড়াও ছিলেন গৌরব শর্মা, গোপাল নারওয়ানি ।

এখনও খোঁজ পাওয়া যায়নি গৌরব, গোপাল ও রাকেশের । নিখোঁজ তিনজনের বাঁচার সম্ভাবনা আর নেই বলেই মনে করছে পুলিশ । তাঁদের দেহের খোঁজে গজলডোবা ও সেবকে তল্লাশি চলছে ।

শিলিগুড়ি, 12 জুলাই : তিস্তায় তলিয়ে যাওয়া নিখোঁজ চারজনের মধ্যে একজনের দেহ উদ্ধার । আজ সকালে সেবক থেকে কুড়ি কিলোমিটার দূরে গজলডোবায় তিস্তা ক্যানেল থেকে রাজস্থানের বাসিন্দা আমন গর্গের দেহ উদ্ধার হয় । দেহ শনাক্ত করেছেন তাঁর আত্মীয়রা । পরে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

গত বুধবার শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় কয়েকশো মিটার নিচে তিস্তার জলে পড়ে যায় আমনদের গাড়ি । তলিয়ে যান তিন আরোহী ও গাড়ির চালক রাজেশ রাই । গড়িতে আমন ছাড়াও ছিলেন গৌরব শর্মা, গোপাল নারওয়ানি ।

এখনও খোঁজ পাওয়া যায়নি গৌরব, গোপাল ও রাকেশের । নিখোঁজ তিনজনের বাঁচার সম্ভাবনা আর নেই বলেই মনে করছে পুলিশ । তাঁদের দেহের খোঁজে গজলডোবা ও সেবকে তল্লাশি চলছে ।

Intro:গজলডোবায় উদ্ধার নিখোজ পর্যটকের দেহ, এখনো নিখোজ 3

তিস্তায় গাড়ি তলিয়ে যাওয়ায় নিখোজ তিন পর্যটক ও গাড়ি চালকের মধ্যে একজনের দেহ আজ মিলেছে।সেবক থেকে কুড়ি কিলোমিটার দূরে গজলডোবায় তিস্তা ক্যানেলে দেহটি উদ্ধার হয়।

স্থানিয় পুলিশ সুত্রে জানা গিয়েছে জলের স্রোতে পাথরে বাড়ি খেয়ে ভেসে আসে দেহটি। এরপর ক্যানেলে ঢুকে যায় দেহটি। পরিজনেরা চিহ্নিত করে জানান এটি আমন গর্গের দেহ।

গত বুধবার সেবকে দুর্ঘটনাটি ঘটেছিল।এখনো নিখোজ রয়েছেন গৌরব শর্মা,গোপাল নারওয়ানি ও গাড়ি চালক রাকেশ রাই। তাদেরও বাচার সম্ভাবনা আর নেই বলেই মনে করছে পুলিশ। দেহের খোজে গজলডোবা ও সেবকে নজরদারি করা হচ্ছে।

ইতিমধ্যেই আমনের পরিজনেরা গজলডোবায় পৌছেছেন। আজই দেহ ময়না তদন্তে পাঠানো হচ্ছে।Body:।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.