শিলিগুড়ি, 7 জানুয়ারি : শিলিগুড়িতে আগুনে পুড়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের । নাম প্রভাসচন্দ্র পাল(68) । শিলিগুড়ির হাকিমপাড়ার রাজা রামমোহন রায় রোডের ঘটনা ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িতে ওই সময় প্রৌঢ় একাই ছিলেন । আজ বিকেল নাগাদ তাঁর স্ত্রী, ছেলে এবং বউমা কাজে বাইরে গিয়েছিলেন । এরপর রাতের দিকে আচমকা ওই প্রৌঢ়ের বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা । স্থানীয়রা গিয়ে দেখে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ রয়েছে । সঙ্গে সঙ্গে পুলিশ এবং দমকলে খবর দেওয়া হয় । স্থানীয়রাই প্রথম দরজা ভেঙে আগুন নেভানোর কাজ শুরু করে । পরে শিলিগুড়ি দমকল কেন্দ্রের দু'টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে । এরপরই ঘরের ভিতর থেকে ওই প্রৌঢ়ের দেহ উদ্ধার করা হয় ।
আগুনে ঘরের সমস্ত আসবাবপত্র পুড়ে যায় । শিলিগুড়ি থানার পুলিশ ও দমকল কর্মীরা প্রৌঢ়ের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় । স্থানীয়রা জানিয়েছে, প্রভাসচন্দ্র বল বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন । সেকারণেই ঘটনার সময় বেরিয়ে আসতে পারেননি তিনি । দমকল আধিকারিকের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে ।