ETV Bharat / state

পর্যটকদের জন্য সুখবর, 2 মাস পর খুলছে উত্তর সিকিম - উত্তর সিকিম

North Sikkim Re-Open: এবার শীতে বরফ নিয়ে খেলতে আর বাধা নেই ৷ শীত পড়ার আগেই পর্যটকদের জন্য খুলে যাচ্ছে উত্তর সিকিম ৷ তবে বন্ধ থাকবে লাচেন ও গুরুদোংমার ৷ বিস্তারিত জানতে পড়ুন সমগ্র প্রতিবেদন ৷

Etv Bharat
পর্যটকদের জন্য খুলে যাচ্ছে উত্তর সিকিম
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 30, 2023, 6:51 AM IST

দার্জিলিং, 30 নভেম্বর: খুলে গেল সিকিমের বন্ধ থাকা পর্যটন-দরজা । প্রায় দু'মাস বন্ধ থাকার পর 1 ডিসেম্বর থেকে খুলে যাচ্ছে উত্তর ও পশ্চিম সিকিম । তবে পর্যটকদের জন্য থাকছে কিছু বিধিনিষেধ । বুধবারই সিকিম প্রশাসনের তরফে একটি নির্দেশিকা জারি করে উত্তর ও পশ্চিম সিকিম পর্যটকদের জন্য পুনরায় খুলে দেওয়ার বিষয়টি জানানো হয় । তবে এখনই খুলছে না লাচেন ও গুরুদোংমার । উত্তর সিকিমের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা পুনরায় স্থাপনের পিছনে ভারতীয় সেনাবাহিনী, বর্ডার রোড অর্গানাইজেশন ও গ্রিফের অভূতপূর্ব ভূমিকা রয়েছে । বুধ ও বৃহস্পতিবারই লোহার বেইলি ব্রিজ তৈরির সঙ্গে 31 এ জাতীয় সড়ক মেরামতের যাবতীয় কাজ শেষ করেছে বিআরও, গ্রিফ ও মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস ।

North Sikkim
উত্তর সিকিম খুলে যাওয়ার প্রশাসনিক নির্দেশিকা

প্রসঙ্গত, 3 অক্টোবর উত্তর সিকিমে মেঘভাঙা বৃষ্টির জেরে লোনাক হ্রদের বাঁধ ভেঙে হড়পা বানের সৃষ্টি হয় । সেই বন্যার জেরে বিধ্বস্ত হয় গোটা সিকিম । যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় উত্তর সিকিমের সঙ্গে । সেখানে আটকে থাকা পর্যটক ও সাধারণ মানুষকে এয়ারলিফট করে উদ্ধার করে ভারতীয় সেনা । আন্তর্জাতিক সীমান্ত থাকায় পরিস্থিতি স্বাভাবিক হতেই যোগাযোগ ব্যবস্থা পুনরায় স্থাপন করতে সিকিম প্রশাসনের সঙ্গে কোমর বেঁধে নামে ভারতীয় সেনা । চুংথাং, টুং ও জিমা লেকের কাছে পরপর 100 ফুটের তিনটি লোহার সেতু তৈরি করা হয় । শেষমেষ গিয়ে ফের যোগাযোগ স্থাপন হয় উত্তর সিকিমের । মূলত লাচুং, লাচেন, টুং, চুংথাং ও গুরুদোংমার হল উত্তর সিকিমের মূল পর্যটন কেন্দ্র ।

প্রায় 2 মাস উত্তর সিকিম বন্ধ থাকায় বেশ কিছুটা ধাক্কা খেয়েছে সিকিমের পর্যটন শিল্প । কারণ তুষারপাত বেশি হয় উত্তর সিকিমেই । ফলে পর্যটকদের পছন্দের জায়গা উত্তর সিকিমের ইয়ামথাং, ছাঙ্গু ও লাচুংয়ের মতো জায়গাগুলি । সিকিম প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উত্তর সিকিমে যাওয়ার ক্ষেত্রে পর্যটকদের গাড়িকে কনভয়ের নির্দেশে চলতে হবে । সেক্ষেত্রে সঙ্গকলন, টুং হয়ে চুংথান রোড ব্যবহার করতে বলা হয়েছে । তবে বিকেল চারটের পর ওই রাস্তা দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে । পুরোপুরি বন্ধ থাকবে লাচেন ও গুরুদোংমার ।

এই বিষয়ে হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল অ্যান্ড ট্যুর ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, "এটা খুব ভালো খবর যে ফের উত্তর সিকিম পর্যটকদের জন্য খুলে দেওয়া হল ৷ আমাদের কাছে অনেক পর্যটক উত্তর সিকিমে যাওয়ার জন্য যোগাযোগ করছিল । সামনে বড়দিন ও ইংরেজি নতুন বছর আসছে । তার আগে এই উত্তর সিকিম খুলে যাওয়ায় খবর সত্যিই স্বস্তির ।"

আরও পড়ুন :

1 ট্যুরিস্ট ট্যাক্স লাগু করার সিদ্ধান্ত থেকে পিছু হটল দার্জিলিং পৌরসভা

2 শীতের ছুটি জমজমাট, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শুরু সিংহ সাফারি

3 20 নভেম্বর পর্যন্ত ঠাসা ভিড় পাহাড়ের হোটেল ও হোম-স্টেগুলিতে

দার্জিলিং, 30 নভেম্বর: খুলে গেল সিকিমের বন্ধ থাকা পর্যটন-দরজা । প্রায় দু'মাস বন্ধ থাকার পর 1 ডিসেম্বর থেকে খুলে যাচ্ছে উত্তর ও পশ্চিম সিকিম । তবে পর্যটকদের জন্য থাকছে কিছু বিধিনিষেধ । বুধবারই সিকিম প্রশাসনের তরফে একটি নির্দেশিকা জারি করে উত্তর ও পশ্চিম সিকিম পর্যটকদের জন্য পুনরায় খুলে দেওয়ার বিষয়টি জানানো হয় । তবে এখনই খুলছে না লাচেন ও গুরুদোংমার । উত্তর সিকিমের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা পুনরায় স্থাপনের পিছনে ভারতীয় সেনাবাহিনী, বর্ডার রোড অর্গানাইজেশন ও গ্রিফের অভূতপূর্ব ভূমিকা রয়েছে । বুধ ও বৃহস্পতিবারই লোহার বেইলি ব্রিজ তৈরির সঙ্গে 31 এ জাতীয় সড়ক মেরামতের যাবতীয় কাজ শেষ করেছে বিআরও, গ্রিফ ও মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস ।

North Sikkim
উত্তর সিকিম খুলে যাওয়ার প্রশাসনিক নির্দেশিকা

প্রসঙ্গত, 3 অক্টোবর উত্তর সিকিমে মেঘভাঙা বৃষ্টির জেরে লোনাক হ্রদের বাঁধ ভেঙে হড়পা বানের সৃষ্টি হয় । সেই বন্যার জেরে বিধ্বস্ত হয় গোটা সিকিম । যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় উত্তর সিকিমের সঙ্গে । সেখানে আটকে থাকা পর্যটক ও সাধারণ মানুষকে এয়ারলিফট করে উদ্ধার করে ভারতীয় সেনা । আন্তর্জাতিক সীমান্ত থাকায় পরিস্থিতি স্বাভাবিক হতেই যোগাযোগ ব্যবস্থা পুনরায় স্থাপন করতে সিকিম প্রশাসনের সঙ্গে কোমর বেঁধে নামে ভারতীয় সেনা । চুংথাং, টুং ও জিমা লেকের কাছে পরপর 100 ফুটের তিনটি লোহার সেতু তৈরি করা হয় । শেষমেষ গিয়ে ফের যোগাযোগ স্থাপন হয় উত্তর সিকিমের । মূলত লাচুং, লাচেন, টুং, চুংথাং ও গুরুদোংমার হল উত্তর সিকিমের মূল পর্যটন কেন্দ্র ।

প্রায় 2 মাস উত্তর সিকিম বন্ধ থাকায় বেশ কিছুটা ধাক্কা খেয়েছে সিকিমের পর্যটন শিল্প । কারণ তুষারপাত বেশি হয় উত্তর সিকিমেই । ফলে পর্যটকদের পছন্দের জায়গা উত্তর সিকিমের ইয়ামথাং, ছাঙ্গু ও লাচুংয়ের মতো জায়গাগুলি । সিকিম প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উত্তর সিকিমে যাওয়ার ক্ষেত্রে পর্যটকদের গাড়িকে কনভয়ের নির্দেশে চলতে হবে । সেক্ষেত্রে সঙ্গকলন, টুং হয়ে চুংথান রোড ব্যবহার করতে বলা হয়েছে । তবে বিকেল চারটের পর ওই রাস্তা দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে । পুরোপুরি বন্ধ থাকবে লাচেন ও গুরুদোংমার ।

এই বিষয়ে হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল অ্যান্ড ট্যুর ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, "এটা খুব ভালো খবর যে ফের উত্তর সিকিম পর্যটকদের জন্য খুলে দেওয়া হল ৷ আমাদের কাছে অনেক পর্যটক উত্তর সিকিমে যাওয়ার জন্য যোগাযোগ করছিল । সামনে বড়দিন ও ইংরেজি নতুন বছর আসছে । তার আগে এই উত্তর সিকিম খুলে যাওয়ায় খবর সত্যিই স্বস্তির ।"

আরও পড়ুন :

1 ট্যুরিস্ট ট্যাক্স লাগু করার সিদ্ধান্ত থেকে পিছু হটল দার্জিলিং পৌরসভা

2 শীতের ছুটি জমজমাট, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শুরু সিংহ সাফারি

3 20 নভেম্বর পর্যন্ত ঠাসা ভিড় পাহাড়ের হোটেল ও হোম-স্টেগুলিতে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.