ETV Bharat / state

North Eastern Train Cancel : অগ্নিপথের প্রতিবাদ, একাধিক যাত্রীবাহী ট্রেন বাতিল করল উত্তর-পূর্ব সীমান্ত রেল - Train Cancel

অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ চলছে ৷ তাই যাত্রী নিরাপত্তার স্বার্থে একাধিক যাত্রীবাহী ট্রেন পরিষেবা বন্ধ করল উত্তর-পূর্ব সীমান্ত রেল (Train Cancel) । যার ফলে দুর্ভোগ বাড়তে চলেছে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষের ।

Train Cancel news
একাধিক যাত্রীবাহী ট্রেন বাতিল করল উত্তর-পূর্ব সীমান্ত রেল
author img

By

Published : Jun 17, 2022, 1:09 PM IST

শিলিগুড়ি, 17 জুন : অগ্নিপথ নিয়ে বিক্ষোভ চলছে । যাত্রী নিরাপত্তার স্বার্থে একাধিক যাত্রীবাহী ট্রেন পরিষেবা বন্ধ করল উত্তর-পূর্ব সীমান্ত রেল (North Eastern Railway cancels many trains due to Agnipath Scheme Protest) । যার ফলে দুর্ভোগ বাড়তে চলেছে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষের । শেষ সময়ে ট্রেনগুলি বাতিল হওয়ায় হয়রানি বাড়বে যাত্রীদের । শুক্রবার সকালে নতুন করে বিক্ষোভ হলে ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেন আধিকারিকরা ৷

বিক্ষোভের জেরে একাধিক ট্রেনের কামরায় বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দেয় । পরিস্থিতি নিয়ে ইস্ট-সেন্ট্রাল রেলের আধিকারিকদের সঙ্গে আলোচনার পর ওই ট্রেনগুলি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে ।

আরও পড়ুন : আজ থেকেই স্বাস্থ্যকর্মীরা স্টাফ স্পেশ্যাল ট্রেনে যাতায়াত করতে পারবেন

উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, অবোধ অসম এক্সপ্রেস, মহানন্দা এক্সপ্রেস, নর্থ-ইস্ট এক্সপ্রেস বাতিল করা হয়েছে । পাশাপাশি 15483 আলিপুরদুয়ার দিল্লি এক্সপ্রেস, 15909 ডিব্রুগড় লালগড় এক্সপ্রেস, 12505 কামাক্ষ্যা আনন্দবিহার এক্সপ্রেস বাতিল করা হয়েছে । 12508 শিলচর ত্রিভান্দ্রাম এক্সপ্রেস বাতিল করা হয়েছে । এছাড়াও শিলচর ত্রিভান্দ্রাম এক্সপ্রেস ট্রেনটি গুয়াহাটি থেকে কামাক্ষ্যা হয়ে গোয়ালপাড়া টাউন হয়ে নিউ বঙ্গাইগাঁও দিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে । আগামীতে আরও বেশ কয়েকটি ট্রেন বাতিলের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে ।

শিলিগুড়ি, 17 জুন : অগ্নিপথ নিয়ে বিক্ষোভ চলছে । যাত্রী নিরাপত্তার স্বার্থে একাধিক যাত্রীবাহী ট্রেন পরিষেবা বন্ধ করল উত্তর-পূর্ব সীমান্ত রেল (North Eastern Railway cancels many trains due to Agnipath Scheme Protest) । যার ফলে দুর্ভোগ বাড়তে চলেছে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষের । শেষ সময়ে ট্রেনগুলি বাতিল হওয়ায় হয়রানি বাড়বে যাত্রীদের । শুক্রবার সকালে নতুন করে বিক্ষোভ হলে ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেন আধিকারিকরা ৷

বিক্ষোভের জেরে একাধিক ট্রেনের কামরায় বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দেয় । পরিস্থিতি নিয়ে ইস্ট-সেন্ট্রাল রেলের আধিকারিকদের সঙ্গে আলোচনার পর ওই ট্রেনগুলি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে ।

আরও পড়ুন : আজ থেকেই স্বাস্থ্যকর্মীরা স্টাফ স্পেশ্যাল ট্রেনে যাতায়াত করতে পারবেন

উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, অবোধ অসম এক্সপ্রেস, মহানন্দা এক্সপ্রেস, নর্থ-ইস্ট এক্সপ্রেস বাতিল করা হয়েছে । পাশাপাশি 15483 আলিপুরদুয়ার দিল্লি এক্সপ্রেস, 15909 ডিব্রুগড় লালগড় এক্সপ্রেস, 12505 কামাক্ষ্যা আনন্দবিহার এক্সপ্রেস বাতিল করা হয়েছে । 12508 শিলচর ত্রিভান্দ্রাম এক্সপ্রেস বাতিল করা হয়েছে । এছাড়াও শিলচর ত্রিভান্দ্রাম এক্সপ্রেস ট্রেনটি গুয়াহাটি থেকে কামাক্ষ্যা হয়ে গোয়ালপাড়া টাউন হয়ে নিউ বঙ্গাইগাঁও দিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে । আগামীতে আরও বেশ কয়েকটি ট্রেন বাতিলের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.