ETV Bharat / state

Motua Vote Bank: মতুয়াদের আস্থা ফেরাতে উত্তরবঙ্গে 7 জেলায় মমতাবালা ঠাকুর - CAA

পৌরসভা এবং পঞ্চায়েত ভোটের আগে মতুয়াদের সমর্থন ফিরে পেতে এবার মমতাবালা ঠাকুরকে ময়দানে নামাল তৃণমূল ৷ উত্তরবঙ্গের 7 জেলায় মতুয়া ওয়েল ফেয়ার বোর্ডকে সামনে রেখে তিনি মতুয়াদের ফের তৃণমূলের প্রতি আস্থা ফেরাতে আসরে নেমেছেন ৷

Mamata Bala Thakur at North Bengal for get back the trust of Matuas People to TMC
মতুয়াদের আস্থা ফেরাতে উত্তরবঙ্গে 7 জেলায় মমতাবালা ঠাকুর
author img

By

Published : Sep 24, 2021, 6:17 PM IST

শিলিগুড়ি, 24 সেপ্টেম্বর : রাজ্যে আগামী পৌরসভা নির্বাচন এবং পঞ্চায়েত ভোটকে মাথায় রেখে উত্তরবঙ্গ সফরে মতুয়া ওয়েল ফেয়ার বোর্ডের চেয়ারপার্সন তথা বনগাঁর প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর ৷ মূলত শান্তনু ঠাকুরের বিরুদ্ধে মতুয়া সমাজকে একজোট করতেই তাঁর এই কর্মসূচি ৷ যার প্রথম ধাপে আজ শিলিগুড়িতে যান মমতাবালা ঠাকুর ৷ সেখানেই তিনি শান্তনু ঠাকুরের বিরুদ্ধে মতুয়া সমাজকে ভুল বোঝানোর অভিযোগ করলেন তিনি ৷ শান্তনু ঠাকুর নাগরিকত্ব দেওয়ার নামে মতুয়া সমাজের থেকে ভোট নিয়েছে বলে অভিযোগ করেছেন মতুয়া ওয়েল ফেয়ার বোর্ডের চেয়ারপার্সন ৷

এ দিন শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে মমতাবালা ঠাকুর বলেন, ‘‘শান্তনু ঠাকুরের নিজস্ব কোনও ক্যারিশমা নেই ৷ মতুয়া সমাজকে ভুল বুঝিয়ে ভোট আদায় করেছে ৷ নাগরিকত্ব দেওয়ার নাম করে ভুল বুঝিয়ে ভোট নেওয়া হয়েছিল। কিন্তু, এখন মানুষ নিজেদের ভুল বুঝতে পেরেছে ৷’’ গত তিন দিন ধরে উত্তরবঙ্গে রয়েছেন মমতাবালা ঠাকুর ৷ শনিবার তিনি উত্তর দিনাজপুর এবং সেখান থেকে মালদা যাবেন ৷ রাজ্যে আসন্ন নির্বাচনগুলিতে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে মতুয়া সমাজকে একজোট করার উদ্দেশ্যে তাঁর এই কর্মসূচি ৷

আরও পড়ুন : Bhabanipur by Election : দলীয় কর্মীদের জন্য ছাতুর শরবত বানিয়ে প্রচারে সম্বিত পাত্র ও প্রিয়াঙ্কা টিবরেওয়াল

প্রসঙ্গত, বিধানসভা ভোটে বিজেপি পরাজিত হলেও, উত্তরবঙ্গে প্রায় 42 লক্ষ মতুয়া ভোটের অধিকাংশটাই গেরুয়া শিবিরে গিয়েছে ৷ ফলে সেখানে ভাল ফল করেছে বিজেপি ৷ তাই আগামী পৌরসভা ভোট এবং পঞ্চায়েত ভোটে সেই ভোটগুলি ফেরাতে উদ্যোগী হয়েছে তৃণমূল ৷ তাই মতুয়া ওয়েল ফেয়ার বোর্ডকে সামনে রেখে ময়দানে নেমেছেন মমতাবালা ঠাকুর ৷ যা যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনীতির কারবারিরা ৷

মতুয়াদের আস্থা ফেরাতে উত্তরবঙ্গে 7 জেলায় মমতাবালা ঠাকুর

আরও পড়ুন : Subhendu on Mukul : শুনানির দিন ফের অনুপস্থিত মুকুল রায়, এবার আইনি পথে লড়াইয়ের হুঁশিয়ারি শুভেন্দুর

এ দিন মমতাবালা ঠাকুর জানিয়েছেন, তিনি উত্তরবঙ্গের 7 জেলার বিভিন্ন এলাকায় গিয়ে মতুয়াদের সঙ্গে কথা বলবেন ৷ তাঁদের সমস্যা, অভাব-অভিযোগ শুনবেন ৷ সেগুলিকে নিয়ে একটি রিপোর্ট তৈরি করে মতুয়া ওয়েল ফেয়ার বোর্ডের মাধ্যমে কীভাবে তার সমাধান করা যায় তা তিনি দেখবেন বলে জানিয়েছেন ৷ সেখানেই মমতাবালা ঠাকুর বলেন, ‘‘শান্তনু ঠাকুর নিজের ক্যারিশমায় জয়ী হননি ৷ ভোটের আগে বিজেপি মতুয়াদের নাগরিকত্ব নিয়ে ভুল বুঝিয়েছিল ৷ এখন তাঁরা নিজেদের ভুল বুঝতে পেরে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানাচ্ছেন ৷’’

আরও পড়ুন : Calcutta High Court : জয়ী প্রার্থী পদত্যাগ করলে উপনির্বাচনের খরচের দায় কার ? প্রশ্ন আদালতের

পাশাপাশি, উত্তরবঙ্গকে ভাগ করার চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন মমতাবালা ঠাকুর ৷ আর পিছনে বিজেপির সরাসরি মদত রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি ৷ আর এই চক্রান্তের বিরুদ্ধে মতুয়ারা পথে নামবে ৷ রাজ্য সরকারের পক্ষে দাঁড়িয়ে বাংলা ভাগের এই চক্রান্তের বিরুদ্ধে মতুয়ারা প্রতিবাদে সামিল হবে বলে জানিয়েছেন মমতাবালা ঠাকুর ৷

শিলিগুড়ি, 24 সেপ্টেম্বর : রাজ্যে আগামী পৌরসভা নির্বাচন এবং পঞ্চায়েত ভোটকে মাথায় রেখে উত্তরবঙ্গ সফরে মতুয়া ওয়েল ফেয়ার বোর্ডের চেয়ারপার্সন তথা বনগাঁর প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর ৷ মূলত শান্তনু ঠাকুরের বিরুদ্ধে মতুয়া সমাজকে একজোট করতেই তাঁর এই কর্মসূচি ৷ যার প্রথম ধাপে আজ শিলিগুড়িতে যান মমতাবালা ঠাকুর ৷ সেখানেই তিনি শান্তনু ঠাকুরের বিরুদ্ধে মতুয়া সমাজকে ভুল বোঝানোর অভিযোগ করলেন তিনি ৷ শান্তনু ঠাকুর নাগরিকত্ব দেওয়ার নামে মতুয়া সমাজের থেকে ভোট নিয়েছে বলে অভিযোগ করেছেন মতুয়া ওয়েল ফেয়ার বোর্ডের চেয়ারপার্সন ৷

এ দিন শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে মমতাবালা ঠাকুর বলেন, ‘‘শান্তনু ঠাকুরের নিজস্ব কোনও ক্যারিশমা নেই ৷ মতুয়া সমাজকে ভুল বুঝিয়ে ভোট আদায় করেছে ৷ নাগরিকত্ব দেওয়ার নাম করে ভুল বুঝিয়ে ভোট নেওয়া হয়েছিল। কিন্তু, এখন মানুষ নিজেদের ভুল বুঝতে পেরেছে ৷’’ গত তিন দিন ধরে উত্তরবঙ্গে রয়েছেন মমতাবালা ঠাকুর ৷ শনিবার তিনি উত্তর দিনাজপুর এবং সেখান থেকে মালদা যাবেন ৷ রাজ্যে আসন্ন নির্বাচনগুলিতে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে মতুয়া সমাজকে একজোট করার উদ্দেশ্যে তাঁর এই কর্মসূচি ৷

আরও পড়ুন : Bhabanipur by Election : দলীয় কর্মীদের জন্য ছাতুর শরবত বানিয়ে প্রচারে সম্বিত পাত্র ও প্রিয়াঙ্কা টিবরেওয়াল

প্রসঙ্গত, বিধানসভা ভোটে বিজেপি পরাজিত হলেও, উত্তরবঙ্গে প্রায় 42 লক্ষ মতুয়া ভোটের অধিকাংশটাই গেরুয়া শিবিরে গিয়েছে ৷ ফলে সেখানে ভাল ফল করেছে বিজেপি ৷ তাই আগামী পৌরসভা ভোট এবং পঞ্চায়েত ভোটে সেই ভোটগুলি ফেরাতে উদ্যোগী হয়েছে তৃণমূল ৷ তাই মতুয়া ওয়েল ফেয়ার বোর্ডকে সামনে রেখে ময়দানে নেমেছেন মমতাবালা ঠাকুর ৷ যা যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনীতির কারবারিরা ৷

মতুয়াদের আস্থা ফেরাতে উত্তরবঙ্গে 7 জেলায় মমতাবালা ঠাকুর

আরও পড়ুন : Subhendu on Mukul : শুনানির দিন ফের অনুপস্থিত মুকুল রায়, এবার আইনি পথে লড়াইয়ের হুঁশিয়ারি শুভেন্দুর

এ দিন মমতাবালা ঠাকুর জানিয়েছেন, তিনি উত্তরবঙ্গের 7 জেলার বিভিন্ন এলাকায় গিয়ে মতুয়াদের সঙ্গে কথা বলবেন ৷ তাঁদের সমস্যা, অভাব-অভিযোগ শুনবেন ৷ সেগুলিকে নিয়ে একটি রিপোর্ট তৈরি করে মতুয়া ওয়েল ফেয়ার বোর্ডের মাধ্যমে কীভাবে তার সমাধান করা যায় তা তিনি দেখবেন বলে জানিয়েছেন ৷ সেখানেই মমতাবালা ঠাকুর বলেন, ‘‘শান্তনু ঠাকুর নিজের ক্যারিশমায় জয়ী হননি ৷ ভোটের আগে বিজেপি মতুয়াদের নাগরিকত্ব নিয়ে ভুল বুঝিয়েছিল ৷ এখন তাঁরা নিজেদের ভুল বুঝতে পেরে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানাচ্ছেন ৷’’

আরও পড়ুন : Calcutta High Court : জয়ী প্রার্থী পদত্যাগ করলে উপনির্বাচনের খরচের দায় কার ? প্রশ্ন আদালতের

পাশাপাশি, উত্তরবঙ্গকে ভাগ করার চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন মমতাবালা ঠাকুর ৷ আর পিছনে বিজেপির সরাসরি মদত রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি ৷ আর এই চক্রান্তের বিরুদ্ধে মতুয়ারা পথে নামবে ৷ রাজ্য সরকারের পক্ষে দাঁড়িয়ে বাংলা ভাগের এই চক্রান্তের বিরুদ্ধে মতুয়ারা প্রতিবাদে সামিল হবে বলে জানিয়েছেন মমতাবালা ঠাকুর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.