ETV Bharat / state

Protest Against BJP MLA : ভোটে জিতে এলাকায় আসেন না, বিজেপি বিধায়ককে কালো পতাকা এলাকাবাসীর - Protest Against BJP MLA of Dabgram Phulbari

বিজেপি বিধায়কের (BJP MLA of Dabgram Phulbari) পাল্টা অভিযোগ, তৃণমূলই চক্রান্ত করে এই বিক্ষোভ দেখিয়েছে ৷ তিনি এলাকায় উন্নয়নের কাজ করছেন বলেও দাবি বিধায়কের ৷

Protest Against BJP MLA in phulbari
বিজেপি বিধায়ককে কালো পতাকা এলাকাবাসীর
author img

By

Published : Apr 18, 2022, 10:56 PM IST

শিলিগুড়ি, 18 এপ্রিল : এলাকায় দেখা মেলে না স্থানীয় বিধায়কের । এই অভিযোগে দলীয় কর্মসূচি চলাকালীন বিজেপি বিধায়ক কালো পতাকা দেখিয়ে "গো ব্যাক" স্লোগান তুলে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী । সোমবার বিকেলে এই ঘটনাটি ঘটে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি বাজার এলাকায় । যদিও, বিজেপির দাবি এই ঘটনার পিছনে তৃণমূল কংগ্রেসের ইন্ধন রয়েছে ৷

জানা গিয়েছে, সোমবার বিকেলে ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় ফুলবাড়ি বাজারে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সেবা সপ্তাহের অংশ হিসেবে সাফাই অভিযানে নামেন । বাজারে ঝাড়ু দেওয়ার পাশাপাশি ব্লিচিং পাউডার ছেটান তিনি । সেই সময় স্থানীয় মহিলারা তাঁকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান তোলেন ৷ চলে বিক্ষোভ (Protest Against BJP MLA of Dabgram Phulbari) ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এনজেপি থানার পুলিশ, তারা বিক্ষোভকারীদের সরিয়ে দেয় ৷

আরও পড়ুন : প্রশাসন চা বাগান শ্রমিকদের দাবি মেনে নেওয়ায় অনশন প্রত্যাহার অজয় এডওয়ার্ডসের

এলাকাবাসীদের অভিযোগ, ভোটে জয়ী হওয়ার পর থেকে বিজেপি বিধায়ককে আর এলাকায় দেখা যায় না ৷ বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার এই প্রথম তিনি এলাকায় গিয়েছেন, তাও আবার ঝাড়ু দিতে । এপ্রসঙ্গে কণিকা রায় নামে এক বিক্ষোভকারী বলেন, "ভোটের পর এই প্রথম বিধায়ক এলাকায় আসলেন । কোনও উন্নয়ন না করে, এখন ঝাড়ু দিতে এসেছেন তিনি । এই বিধায়ক আমাদের চাই না ।" তবে এই ঘটনায় রাজ্যের শাসকদল জড়িত বলে অভিযোগ করেছেন বিধায়ক শিখা চট্টোপাধ্যায় । এদিন তিনি পাল্টা বলেন, "ওরা নিজেরাই জানে না আমি কতবার এসেছি । সেবা সপ্তাহ কী তা তৃণমূল কংগ্রেস জানে না । মানুষের সঙ্গে মেশে না । আর আমাকে ওই দু-একজন কালো পতাকা দেখিয়ে আটকাতে পারবে না । আমার কাজ আমি করব । এলাকায় তৃণমূল কংগ্রেসের এত নেতা রয়েছে । তারা কী সমস্যা সমাধান করেছে মানুষের । কিন্তু আমি করেছি ।"

শিলিগুড়ি, 18 এপ্রিল : এলাকায় দেখা মেলে না স্থানীয় বিধায়কের । এই অভিযোগে দলীয় কর্মসূচি চলাকালীন বিজেপি বিধায়ক কালো পতাকা দেখিয়ে "গো ব্যাক" স্লোগান তুলে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী । সোমবার বিকেলে এই ঘটনাটি ঘটে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি বাজার এলাকায় । যদিও, বিজেপির দাবি এই ঘটনার পিছনে তৃণমূল কংগ্রেসের ইন্ধন রয়েছে ৷

জানা গিয়েছে, সোমবার বিকেলে ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় ফুলবাড়ি বাজারে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সেবা সপ্তাহের অংশ হিসেবে সাফাই অভিযানে নামেন । বাজারে ঝাড়ু দেওয়ার পাশাপাশি ব্লিচিং পাউডার ছেটান তিনি । সেই সময় স্থানীয় মহিলারা তাঁকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান তোলেন ৷ চলে বিক্ষোভ (Protest Against BJP MLA of Dabgram Phulbari) ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এনজেপি থানার পুলিশ, তারা বিক্ষোভকারীদের সরিয়ে দেয় ৷

আরও পড়ুন : প্রশাসন চা বাগান শ্রমিকদের দাবি মেনে নেওয়ায় অনশন প্রত্যাহার অজয় এডওয়ার্ডসের

এলাকাবাসীদের অভিযোগ, ভোটে জয়ী হওয়ার পর থেকে বিজেপি বিধায়ককে আর এলাকায় দেখা যায় না ৷ বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার এই প্রথম তিনি এলাকায় গিয়েছেন, তাও আবার ঝাড়ু দিতে । এপ্রসঙ্গে কণিকা রায় নামে এক বিক্ষোভকারী বলেন, "ভোটের পর এই প্রথম বিধায়ক এলাকায় আসলেন । কোনও উন্নয়ন না করে, এখন ঝাড়ু দিতে এসেছেন তিনি । এই বিধায়ক আমাদের চাই না ।" তবে এই ঘটনায় রাজ্যের শাসকদল জড়িত বলে অভিযোগ করেছেন বিধায়ক শিখা চট্টোপাধ্যায় । এদিন তিনি পাল্টা বলেন, "ওরা নিজেরাই জানে না আমি কতবার এসেছি । সেবা সপ্তাহ কী তা তৃণমূল কংগ্রেস জানে না । মানুষের সঙ্গে মেশে না । আর আমাকে ওই দু-একজন কালো পতাকা দেখিয়ে আটকাতে পারবে না । আমার কাজ আমি করব । এলাকায় তৃণমূল কংগ্রেসের এত নেতা রয়েছে । তারা কী সমস্যা সমাধান করেছে মানুষের । কিন্তু আমি করেছি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.