ETV Bharat / state

BJP-র শক্তিবৃদ্ধি উদ্বেগের : অশোক - bjp

দার্জিলিং লোকসভার ফলাফল নিয়ে বলেন, "আমি আগেই দার্জিলিং লোকসভার ফলাফল নিয়ে আশঙ্কা করেছিলাম । সেটাই হচ্ছে । কেন্দ্রে NDA এগিয়ে চলেছে । ধর্মীয় মেরুকরণের রাজনীতি হচ্ছে ।"

অশোক ভট্টাচার্য
author img

By

Published : May 24, 2019, 6:40 AM IST

Updated : May 24, 2019, 6:51 AM IST

শিলিগুড়ি, 24 মে : "দেশে NDA-র শক্তি বৃদ্ধি হচ্ছে । এগিয়ে চলেছে BJP । রাজ্য থেকে দেশে BJP এগিয়ে চলেছে বিপুল মার্জিনে । যা খুবই উদ্বেগের ।" একথা বললেন শিলিগুড়ির বাম নেতা অশোক ভট্টাচার্য ।

রাজ্যে একটিও আসন না পেলেও এই ফলাফলকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ অশোকবাবু । তাঁর কথায়, "2014 লোকসভা নির্বাচনে বামেরা তৃতীয় স্থানেই ছিল । এবারও তৃতীয়তেই থাকছে । ফলাফলে খুব একটা হেরফের হচ্ছে না । তবে আমাদের ভোট BJP-তে গেছে কি না তা এখনই বলতে পারব না । সেটা দলে আলোচনা করে বোঝা যাবে ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

দার্জিলিং লোকসভার ফলাফল নিয়ে বলেন, "আমি আগেই দার্জিলিং লোকসভার ফলাফল নিয়ে আশঙ্কা করেছিলাম । সেটাই হচ্ছে । কেন্দ্রে NDA এগিয়ে চলেছে । ধর্মীয় মেরুকরণের রাজনীতি হচ্ছে । দেশ ও রাজ্যের পক্ষে খুবই খারাপ ইঙ্গিত । তবে এটা দীর্ঘস্থায়ী নয় ।"

শিলিগুড়ি, 24 মে : "দেশে NDA-র শক্তি বৃদ্ধি হচ্ছে । এগিয়ে চলেছে BJP । রাজ্য থেকে দেশে BJP এগিয়ে চলেছে বিপুল মার্জিনে । যা খুবই উদ্বেগের ।" একথা বললেন শিলিগুড়ির বাম নেতা অশোক ভট্টাচার্য ।

রাজ্যে একটিও আসন না পেলেও এই ফলাফলকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ অশোকবাবু । তাঁর কথায়, "2014 লোকসভা নির্বাচনে বামেরা তৃতীয় স্থানেই ছিল । এবারও তৃতীয়তেই থাকছে । ফলাফলে খুব একটা হেরফের হচ্ছে না । তবে আমাদের ভোট BJP-তে গেছে কি না তা এখনই বলতে পারব না । সেটা দলে আলোচনা করে বোঝা যাবে ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

দার্জিলিং লোকসভার ফলাফল নিয়ে বলেন, "আমি আগেই দার্জিলিং লোকসভার ফলাফল নিয়ে আশঙ্কা করেছিলাম । সেটাই হচ্ছে । কেন্দ্রে NDA এগিয়ে চলেছে । ধর্মীয় মেরুকরণের রাজনীতি হচ্ছে । দেশ ও রাজ্যের পক্ষে খুবই খারাপ ইঙ্গিত । তবে এটা দীর্ঘস্থায়ী নয় ।"

Intro:শিলিগুড়ি, ২৩ মেঃ নীচে রাম ওপরে বিমলই দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপির শক্তি বৃদ্ধি করেছে। ফলত ক্রমেই এগিয়ে চলেছে বিজেপি। অন্যদিকে কেন্দ্রে এখনও বিজেপি এগিয়ে রয়েছে বিপুল মার্জিনে। যা কিনা খুবই উদ্বেগের বিষয়। দেশ ও রাজ্যের জন্য ভালো হচ্ছে না। এই বিষয়টি আমাদের ভাবিয়ে তুলছে। আজ এমনটাই জানালেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র তথা বাম নেতা অশোক ভট্টাচার্য।

ভোটের ফলাফল ঘোষনা শুরুর থেকেই একপ্রকার শশ্মানের নিস্তবদ্ধতা গ্রাস করেছে বাম শিবিরকে। যদিও বাম শিবির অবশ্য লোকসভা নির্বাচনের ফলকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ। সেক্ষেত্রে বাম নেতৃত্বদের দাবী ২০১৪ লোকসভা নির্বাচনেও বামেরা তৃতীয় স্থানেই ছিল। এবারও তৃতীয়তেই থাকছে। সেক্ষেত্রে ফলাফলে খুব একটা হেরফের হচ্ছে না। এবিষয়ে অশোক ভট্টাচার্য বলেন, ২০১৪ তে লোকসভা নির্বাচনে আমরা তৃতীয়তে থাকলেও শিলিগুড়ি পুরসভায় জয় পেয়েছি। জয় পেয়েছি মহকুমা পরিষদেও। তবে এটা ঠিক যে এবারের লোকসভা নির্বাচনে আমাদের ভোটটাই সব থেকে বেশী কমেছে৷ যদিও আমাদের ভোট বিজেপিতে গিয়েছে কিনা সেটা এখনই বলতে পারছি না। সেটা পরে পুঙখানুপুঙখ আলোচনা করে দেখা হবে।

অন্যদিকে, অশোক ভট্টাচার্য বলেন, আমি আগেই আশঙ্কা করেছিলাম দার্জিলিং লোকসভার ফলাফল নিয়ে৷ সেটাই হচ্ছে। কেন্দ্রে এনডিএ এগিয়ে চলেছে। এটা মূলত ধর্মীয় মেরুকরণের রাজনীতি হচ্ছে৷ দেশ ও রাজ্যের পক্ষে খুবই খারাপ ইঙ্গিত। তবে এটা দীর্ঘস্থায়ী নয়। আমরা সমস্তটাই কেন্দ্র ও রাজ্য কমিটিকে জানাবো। বিস্তারে আলোচনা হবে। আমরা রিভিউ এর চেষ্টা করব অবশ্যই।

Body:.Conclusion:.
Last Updated : May 24, 2019, 6:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.