ETV Bharat / state

যশের প্রভাব, টানা বৃষ্টিতে পাহাড়ে ধস - যশের প্রভাবে দার্জিলিংয়ে ধস

যশ বিদায় নিলেও ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় টানা ঝড়বৃষ্টি চলেছে ৷ তার মধ্যে রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলি ৷

landslide in darjeeling
landslide in darjeeling
author img

By

Published : May 28, 2021, 5:02 PM IST

কালিম্পং, 28 মে : গত বুধবার ওড়িশায় ধ্বংসলীলা চালিয়েেছে ঘূর্ণিঝড় যশ ৷ এ রাজ্যের কিছু অংশে তার ব্যাপক প্রভাব পড়েছে ৷ বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী জেলাগুলি তছনছ হয়ে গিয়েছে ৷ শুধু উপকূলবর্তী এলাকাই নয়, যশের প্রভাব দেখা গিয়েছে পাহাড়েও ৷ টানা বৃষ্টিতে দার্জিলিংয়ের বিভিন্ন অংশে ধস দেখা দিয়েছে ৷

যশ বিদায় নিলেও ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় টানা ঝড়বৃষ্টি চলেছে ৷ তার মধ্যে রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলি ৷ টানা বৃষ্টির জেরে আজ সকালে কালিম্পংয়ের 29 মাইলে ধস নামে ৷ যে কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বর্ডার রোড অর্গানাইজেশন এবং জেলা প্রশাসন । রাস্তা পরিষ্কার করে যানজট সরানোর কাজ শুরু হয়েছে । বৃষ্টির ফলে মিরিক এবং কার্শিয়াংয়ের একাধিক জায়গায় ধস নামে । সেখানেও কাজ শুরু করেছে দার্জিলিং জেলা প্রশাসন । মিরিকের বেশ কয়েক জায়গায় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর । ইতিমধ্যে তিনটি পরিবারকে সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । উদ্ধার কাজে নেমেছে জেলা প্রশাসন, পুলিশ এবং জিটিএ ।

আরও পড়ুন : ভেসে উঠল মাছ , গৃহহীন গৃহপালিতরাও , খণ্ডচিত্র রায়দিঘির

যশের প্রভাবে বুধবার থেকে পাহাড়ে টানা বৃষ্টি হচ্ছে । ইতিমধ্যে গাছ পড়ে কার্শিয়াং ও মিরিকের পাঁচটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে । যেসব জায়গায় ধস পড়ার আশঙ্কা রয়েছে সেসব জায়গাগুলিকে ইতিমধ্যে চিহ্নিত করে কাজ শুরু করেছে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ।

কালিম্পং, 28 মে : গত বুধবার ওড়িশায় ধ্বংসলীলা চালিয়েেছে ঘূর্ণিঝড় যশ ৷ এ রাজ্যের কিছু অংশে তার ব্যাপক প্রভাব পড়েছে ৷ বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী জেলাগুলি তছনছ হয়ে গিয়েছে ৷ শুধু উপকূলবর্তী এলাকাই নয়, যশের প্রভাব দেখা গিয়েছে পাহাড়েও ৷ টানা বৃষ্টিতে দার্জিলিংয়ের বিভিন্ন অংশে ধস দেখা দিয়েছে ৷

যশ বিদায় নিলেও ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় টানা ঝড়বৃষ্টি চলেছে ৷ তার মধ্যে রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলি ৷ টানা বৃষ্টির জেরে আজ সকালে কালিম্পংয়ের 29 মাইলে ধস নামে ৷ যে কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বর্ডার রোড অর্গানাইজেশন এবং জেলা প্রশাসন । রাস্তা পরিষ্কার করে যানজট সরানোর কাজ শুরু হয়েছে । বৃষ্টির ফলে মিরিক এবং কার্শিয়াংয়ের একাধিক জায়গায় ধস নামে । সেখানেও কাজ শুরু করেছে দার্জিলিং জেলা প্রশাসন । মিরিকের বেশ কয়েক জায়গায় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর । ইতিমধ্যে তিনটি পরিবারকে সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । উদ্ধার কাজে নেমেছে জেলা প্রশাসন, পুলিশ এবং জিটিএ ।

আরও পড়ুন : ভেসে উঠল মাছ , গৃহহীন গৃহপালিতরাও , খণ্ডচিত্র রায়দিঘির

যশের প্রভাবে বুধবার থেকে পাহাড়ে টানা বৃষ্টি হচ্ছে । ইতিমধ্যে গাছ পড়ে কার্শিয়াং ও মিরিকের পাঁচটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে । যেসব জায়গায় ধস পড়ার আশঙ্কা রয়েছে সেসব জায়গাগুলিকে ইতিমধ্যে চিহ্নিত করে কাজ শুরু করেছে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.