ETV Bharat / state

Woman Gets Gold: হড়পা বানে বিধ্বস্ত কালিম্পং! জলের তলায় 'গুপ্তধন' পেলেন মহিলা

হড়পা বানে বিপর্যস্ত কালিম্পং ৷ তিস্তার জলচ্ছ্বাসে জলমগ্ন হাজার হাজার বাড়ি ৷ পলি সরিয়ে ঘর পরিস্কার করতে গিয়ে উদ্ধার হল সোনা ও সোনার কয়েন ভরতি একটি ব্যাগ ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 13, 2023, 2:10 PM IST

Updated : Oct 13, 2023, 3:48 PM IST

বিধ্বস্ত কালিম্পঙে জলের তলায় গুপ্তধন পেলেন মহিলা

কালিম্পং, 13 অক্টোবর: সিকিমের হড়পা বানে বিপর্যস্ত কালিম্পং। তিস্তার জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছে হাজার হাজার বাড়ি । জল ঢুকে রয়েছে স্থানীয় বাড়ি ঘরে ৷ এমনই পরিস্থিতিতে জলের তলায় 'গুপ্তধন' পেলেন তিস্তাবাজারের বাসিন্দা সুমিত্রা ছেত্রী ৷ ঘর থেকে পলি সরানোর কাজ করছিলেন বৃহস্পতিবার ৷ আর তখনই উঠোনে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন তিনি। কাছে গিয়ে খুলতেই মিলল সোনা-রূপার অলঙ্কার থেকে শুরু করে সোনার ছোট ছোট কয়েন ।

সে সব দেখেই রীতিমতো চক্ষু চড়কগাছ সুমিত্রা দেবীর ৷ তবে কোনও রকম কিছু না-ভেবেই সঙ্গে সঙ্গে সোনাদা পঞ্চায়েতের সদস্য-সহ অন্যদের খবর দেন । খবর পেয়েই সেখানে যান পঞ্চায়েত সদস্য নর্দেন শেরপা । তিনি বলেন, "অন্তত সাত আট লক্ষ টাকার সোনার হবে। তিস্তার স্রোতে কোথা থেকে ভেসে এসেছে । চিন্তার কোনও কারণ নেই । এই অলঙ্কার আপাতত সুমিত্রাদেবীর কাছেই থাকবে। কেউ যদি উপযুক্ত প্রমাণ দিয়ে এই সোনা তাঁর বলে দাবি করেন, তাহলে তাঁকে এই সোনা দিয়ে দেওয়া হবে ৷ ততক্ষণ সোনা সুমিত্রাদেবীর কাছেই থাকবে ৷ এভাবে নিয়ম মেনে কাজ করলে সুমিত্রার কোনও সমস্যা হবে না ৷" সুমিত্রা বলেন, "বাড়ি থেকে পলি মাটি সরানোর সময় একটা ব্যাগ পাই। ব্যাগের ভিতর থেকে সোনা রূপার অলঙ্কার বেরিয়ে আসে। যার এই অলঙ্কারগুলি তাঁরা যেন নিয়ে যায় ।"

আরও পড়ুন: কালিম্পংয়ে ব্রেক ফেলে করে খাদে পড়ল গাড়ি, আহত হাওড়ার 3 শ্রমিক

গত মঙ্গলবার উত্তর সিকিমের লোনাক হ্রদের বাঁধ ভেঙে হড়পা বানের জেরে ক্ষতিগ্রস্ত হয় উত্তর সিকিমের মঙ্গন জেলা । কিন্তু সিকিমের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে কালিম্পং জেলার একটা বড় অংশ । স্থানীয় তিস্তাবাজার, গেলিখোলা এলাকায় একাধিক গ্রাম তিস্তার স্রোতে ভেসে গিয়েছে । সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে 10 নম্বর জাতীয় সড়ক । তিস্তা বাজারেই তিস্তার জল ঢুকে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক বাড়িঘর । জলস্তর নামলেও পলিতে চাপা পড়েছে বাড়িঘরগুলি । পরিস্থিতি স্বাভাবিক করতে স্থানীয় প্রশাসন, দমকল ও বিপর্যয় মোকাবিলাবাহিনী উদ্ধারকাজ শুরু করেছে । বৃষ্টি বন্ধ হওয়ায় এবং তিস্তার জলস্তর নামতে পলি সরানোর কাজ শুরু করা হয়েছে। আর্থমুভার ও শ্রমিকদের কাজে লাগিয়ে শুরু হয়েছে সেই পলিমাটি সরানোর কাজ ।

বিধ্বস্ত কালিম্পঙে জলের তলায় গুপ্তধন পেলেন মহিলা

কালিম্পং, 13 অক্টোবর: সিকিমের হড়পা বানে বিপর্যস্ত কালিম্পং। তিস্তার জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছে হাজার হাজার বাড়ি । জল ঢুকে রয়েছে স্থানীয় বাড়ি ঘরে ৷ এমনই পরিস্থিতিতে জলের তলায় 'গুপ্তধন' পেলেন তিস্তাবাজারের বাসিন্দা সুমিত্রা ছেত্রী ৷ ঘর থেকে পলি সরানোর কাজ করছিলেন বৃহস্পতিবার ৷ আর তখনই উঠোনে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন তিনি। কাছে গিয়ে খুলতেই মিলল সোনা-রূপার অলঙ্কার থেকে শুরু করে সোনার ছোট ছোট কয়েন ।

সে সব দেখেই রীতিমতো চক্ষু চড়কগাছ সুমিত্রা দেবীর ৷ তবে কোনও রকম কিছু না-ভেবেই সঙ্গে সঙ্গে সোনাদা পঞ্চায়েতের সদস্য-সহ অন্যদের খবর দেন । খবর পেয়েই সেখানে যান পঞ্চায়েত সদস্য নর্দেন শেরপা । তিনি বলেন, "অন্তত সাত আট লক্ষ টাকার সোনার হবে। তিস্তার স্রোতে কোথা থেকে ভেসে এসেছে । চিন্তার কোনও কারণ নেই । এই অলঙ্কার আপাতত সুমিত্রাদেবীর কাছেই থাকবে। কেউ যদি উপযুক্ত প্রমাণ দিয়ে এই সোনা তাঁর বলে দাবি করেন, তাহলে তাঁকে এই সোনা দিয়ে দেওয়া হবে ৷ ততক্ষণ সোনা সুমিত্রাদেবীর কাছেই থাকবে ৷ এভাবে নিয়ম মেনে কাজ করলে সুমিত্রার কোনও সমস্যা হবে না ৷" সুমিত্রা বলেন, "বাড়ি থেকে পলি মাটি সরানোর সময় একটা ব্যাগ পাই। ব্যাগের ভিতর থেকে সোনা রূপার অলঙ্কার বেরিয়ে আসে। যার এই অলঙ্কারগুলি তাঁরা যেন নিয়ে যায় ।"

আরও পড়ুন: কালিম্পংয়ে ব্রেক ফেলে করে খাদে পড়ল গাড়ি, আহত হাওড়ার 3 শ্রমিক

গত মঙ্গলবার উত্তর সিকিমের লোনাক হ্রদের বাঁধ ভেঙে হড়পা বানের জেরে ক্ষতিগ্রস্ত হয় উত্তর সিকিমের মঙ্গন জেলা । কিন্তু সিকিমের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে কালিম্পং জেলার একটা বড় অংশ । স্থানীয় তিস্তাবাজার, গেলিখোলা এলাকায় একাধিক গ্রাম তিস্তার স্রোতে ভেসে গিয়েছে । সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে 10 নম্বর জাতীয় সড়ক । তিস্তা বাজারেই তিস্তার জল ঢুকে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক বাড়িঘর । জলস্তর নামলেও পলিতে চাপা পড়েছে বাড়িঘরগুলি । পরিস্থিতি স্বাভাবিক করতে স্থানীয় প্রশাসন, দমকল ও বিপর্যয় মোকাবিলাবাহিনী উদ্ধারকাজ শুরু করেছে । বৃষ্টি বন্ধ হওয়ায় এবং তিস্তার জলস্তর নামতে পলি সরানোর কাজ শুরু করা হয়েছে। আর্থমুভার ও শ্রমিকদের কাজে লাগিয়ে শুরু হয়েছে সেই পলিমাটি সরানোর কাজ ।

Last Updated : Oct 13, 2023, 3:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.