ETV Bharat / state

ISI Agent Arrested: শিলিগুড়ির টোটো চালক আইএসআই এজেন্ট, গ্রেফতার করল এসটিএফ - জলপাইগুড়ি আদালত

গুড্ডু কুমার নামে এক আইএসআই এজেন্ট (ISI Agent) গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ (STF) ৷ শিলিগুড়িতে সে টোটো চালক হিসেবে গা ঢাকা দিয়েছিল ৷

ISI Agent
গুড্ডু কুমার নামে এক আইএসআই এজেন্ট
author img

By

Published : Dec 21, 2022, 8:39 PM IST

শিলিগুড়ি, 21 ডিসেম্বর: এবার এসটিএফের (STF) জালে ধরা পড়ল এক আইএসআই এজেন্ট (ISI Agent) । বুধবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) । বুধবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে (Jalpaiguri Court) পেশ করা হয় । তদন্তের স্বার্থে ধৃতকে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।

এসটিএফ সূত্রে খবর, ধৃতের নাম গুড্ডু কুমার । ধৃত বিহারের চম্পারণের বাসিন্দা হলেও শেষ দুই বছর যাবৎ শিলিগুড়িতে (Siliguri) ঘাঁটি গেঁড়েছিল । শিলিগুড়ি পৌর এলাকার 24 নম্বর ওয়ার্ডের ভারত নগর এলাকার একটি ভাড়া বাড়িতে থাকত সে । তার গতিবিধি যাতে কারও নজরে না আসে সেই লক্ষ্যে টোটো চালক হিসেবেই শহরে অবাধ বিচরণ করত বলেই সূত্রের খবর ।

তবে সঠিক কী উদ্দেশ্য ছিল তার, তা এখনও স্পষ্ট নয় । সেক্ষেত্রে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেই জানা গিয়েছে । বেশ কিছু সময় ধরেই এসটিএফের কাছে খবর ছিল । সেই খবরের ভিত্তিতে কোমর বেঁধে ময়দানে নেমেছিল এসটিএফ । শেষ অবধি সাফল্য মেলে । এসটিএফের ডিএসপি সুদীপ ভট্টাচার্য বলেন, "তবে সঠিক কী উদ্দেশ্যে শিলিগুড়িতে ঘাঁটি গেঁড়েছিল সে, তা এখনও স্পষ্ট নয় । সেই সব দিক খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত ।"

এদিকে এই গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই শিলিগুড়ি শহরে শোরগোল পড়ে গিয়েছে ৷ কারণ, গুড্ডু কুমার নামে ওই ব্যক্তি টোটোচালক হিসেবে কাজ করছিল ৷ ফলে সাধারণ মানুষের প্রশ্ন, তাহলে শিলিগুড়িতে এই ধরনের আরও অনেক জঙ্গি-লিঙ্কম্যান সাধারণের বেশে ঘুরে বেড়াচ্ছে ? সূত্রের খবর, বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷

প্রসঙ্গত, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে জঙ্গি সংগঠনের লিঙ্কম্যান সন্দেহে অনেকেই গ্রেফতার হয়েছে ৷ কখনও রাজ্য পুলিশের এসটিএফ, আবার কখনও কলকাতা পুলিশের এসটিএফের হাতে একাধিক লিঙ্কম্যান ধরা পড়েছে ৷ এখন দেখার গুড্ডু কুমারকে জেরা করে আর কারও হদিশ এসটিএফ পায় কি না !

আরও পড়ুন: পাকিস্তানের এজেন্টকে পোখরানে ভারতীয় সেনার অবস্থানের ছবি পাঠিয়েছিল সুরাতের আইএসআই ইনফর্মার

শিলিগুড়ি, 21 ডিসেম্বর: এবার এসটিএফের (STF) জালে ধরা পড়ল এক আইএসআই এজেন্ট (ISI Agent) । বুধবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) । বুধবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে (Jalpaiguri Court) পেশ করা হয় । তদন্তের স্বার্থে ধৃতকে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।

এসটিএফ সূত্রে খবর, ধৃতের নাম গুড্ডু কুমার । ধৃত বিহারের চম্পারণের বাসিন্দা হলেও শেষ দুই বছর যাবৎ শিলিগুড়িতে (Siliguri) ঘাঁটি গেঁড়েছিল । শিলিগুড়ি পৌর এলাকার 24 নম্বর ওয়ার্ডের ভারত নগর এলাকার একটি ভাড়া বাড়িতে থাকত সে । তার গতিবিধি যাতে কারও নজরে না আসে সেই লক্ষ্যে টোটো চালক হিসেবেই শহরে অবাধ বিচরণ করত বলেই সূত্রের খবর ।

তবে সঠিক কী উদ্দেশ্য ছিল তার, তা এখনও স্পষ্ট নয় । সেক্ষেত্রে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেই জানা গিয়েছে । বেশ কিছু সময় ধরেই এসটিএফের কাছে খবর ছিল । সেই খবরের ভিত্তিতে কোমর বেঁধে ময়দানে নেমেছিল এসটিএফ । শেষ অবধি সাফল্য মেলে । এসটিএফের ডিএসপি সুদীপ ভট্টাচার্য বলেন, "তবে সঠিক কী উদ্দেশ্যে শিলিগুড়িতে ঘাঁটি গেঁড়েছিল সে, তা এখনও স্পষ্ট নয় । সেই সব দিক খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত ।"

এদিকে এই গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই শিলিগুড়ি শহরে শোরগোল পড়ে গিয়েছে ৷ কারণ, গুড্ডু কুমার নামে ওই ব্যক্তি টোটোচালক হিসেবে কাজ করছিল ৷ ফলে সাধারণ মানুষের প্রশ্ন, তাহলে শিলিগুড়িতে এই ধরনের আরও অনেক জঙ্গি-লিঙ্কম্যান সাধারণের বেশে ঘুরে বেড়াচ্ছে ? সূত্রের খবর, বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷

প্রসঙ্গত, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে জঙ্গি সংগঠনের লিঙ্কম্যান সন্দেহে অনেকেই গ্রেফতার হয়েছে ৷ কখনও রাজ্য পুলিশের এসটিএফ, আবার কখনও কলকাতা পুলিশের এসটিএফের হাতে একাধিক লিঙ্কম্যান ধরা পড়েছে ৷ এখন দেখার গুড্ডু কুমারকে জেরা করে আর কারও হদিশ এসটিএফ পায় কি না !

আরও পড়ুন: পাকিস্তানের এজেন্টকে পোখরানে ভারতীয় সেনার অবস্থানের ছবি পাঠিয়েছিল সুরাতের আইএসআই ইনফর্মার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.