দার্জিলিং, 4 ফেব্রুয়ারি: কেন্দ্রের বাজেটে চা বাগান ও শ্রমিক বিরোধী । আর বাজেটে চা বাগানের কথাই উল্লেখ নেই । চা বাগানের শ্রমিকদের সঙ্গে একের পর এক বঞ্চনা করে চলেছে কেন্দ্র সরকার । এমনটাই অভিযোগ তুলে সরব হল তৃণমূল কংগ্রেস পরিচালিত শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি ও চা বাগান শ্রমিক সংগঠন । শনিবার দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তার আবাসনের সামনে বিক্ষোভ দেখায় আইএনটিটিইউসি (INTTUC protests in Siliguri ) । এ দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জেলা আইএনটিটিইউসি সভাপতি নির্জল দে, জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ-সহ অন্যান্যরা ।
মূলত এ দিন চা বাগান শ্রমিকদের বকেয়া প্রভিডেন্ট ফান্ড প্রদান, চা বাগান শ্রমিকের নানা কেন্দ্রীয় সরকারি সুবিধা প্রদান, মজুরি বৃদ্ধি-সহ একাধিক দাবিতে শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়াতে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার বাড়ির সামনে অবস্থান বিক্ষোভের সামিল হয় আইএনটিটিইউসি (multiple demands of tea workers) । এদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন আইএনটিটিইউসি'র রাজ্য সভাপতি । ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, "চা বাগানে শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড পাওয়ার কথা থাকলেও, এখনও পর্যন্ত তারা পিএফ-এর সুবিধা থেকে বঞ্চিত। তার পাশাপাশি বিভিন্ন সরকারি সুবিধাও তারা পাচ্ছে না । এই নিয়েই আমাদের লাগাতার আন্দোলন ।"
অভিযোগ, চা বাগান শ্রমিকদের ন্যুনতম মজুরি বৃদ্ধি করার জন্য কেন্দ্র সরকার নিজেদের খাতে বৃদ্ধি করছে না । প্রধানমন্ত্রী নির্বাচনের আগে পাহাড়ের সাতটি বন্ধ চা বাগান অধিগ্রহণ করার আশ্বাস দিলেও, তা এখনও অধিগ্রহণ করেনি । এর আগে একই দাবিতে উত্তরের বিজেপি সাংসদ, বিধায়ক-সহ কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখায় আইএনটিটিইউসি । এর পরেও চা বাগান শ্রমিকদের সমস্যার সমাধান না-হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে আইএনটিটিইউসি । দশ দিন ধরে টানা উত্তরবঙ্গ জুড়ে ওই কর্মসূচি পালন করেছে রাজ্যের শাসকদলের শ্রমিক সংগঠন । রবিবার সেই কর্মসূচির শেষদিন । বিক্ষোভের পাশাপাশি একই দাবিতে জলপাইগুড়ি প্রভিডেন্ট ফান্ড অফিস ঘেরাও ও আলিপুরদুয়ার থেকে জলপাইগুড়ি পর্যন্ত প্রতিবাদ মিছিল করেছিল আইএনটিটিইউসি ।
আরও পড়ুন: চা শিল্পের উন্নয়নের জন্য বাজেটে বরাদ্দ নেই, ঘোষিত প্রকল্পে লাভবান হবে ক্ষুদ্র চাষিরা ?