ETV Bharat / state

শিলিগুড়ির রেস্তোরাঁয় পুলিশি অভিযানে বিপুল বেআইনি মদ উদ্ধার, গ্রেফতার 1

দু'বছর আগেই শেষ হয়েছে লাইসেন্সের মেয়াদ । শিলিগুড়িতে শপিং মলের রেস্তোরাঁয় অভিযান চালিয়ে বিপুল মদ উদ্ধার করল পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ । গ্রেফতার করা হয়েছে একজনকে ।

শিলিগুড়ির রেস্তোরাঁয় পুলিশি অভিযান বিপুল বেআইনি মদ উদ্ধার, গ্রেফতার 1
author img

By

Published : Jul 1, 2021, 5:17 PM IST

শিলিগুড়ি, 1 জুলাই: দু'বছর ধরে নেই কোনও লাইসেন্স । মেয়াদ পার হয়ে যাওয়ার পরেও রেস্তোরাঁয় অবৈধভাবে চলছিল মদ বিক্রির কারবার । গোপন সূত্রে খবর পেয়ে ওই রেস্তোরাঁয় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ-সহ একজনকে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ ও ভক্তিনগর থানার পুলিশ ।

বুধবার মাঝরাতে শিলিগুড়ি সেবক রোডের একটি শপিং মলের রেস্তোরাঁয় অভিযান চালানো হয় । অভিযোগ, দু'বছর আগেই ওই রেস্তোরাঁর মদ বিক্রির লাইসেন্সের মেয়াদ পার হয়ে গিয়েছে । কিন্তু তারপরেও ওই রেস্তোরাঁয় চলছিল মদ বিক্রি ।

আরও পড়ুন: পরিবহণ চালুর প্রথম দিনই রেড রোডে দুর্ঘটনায় মিনিবাস, মৃত্যু পুলিশ কর্মীর

করোনা আবহে সরকারি বিধিনিষেধের তোয়াক্কা না-করে মাঝরাত পর্যন্ত খোলা ছিল ওই রেস্তোরাঁ । এরপরই খবর পেয়ে অভিযান চালায় পুলিশ । জানা গিয়েছে, অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার মদ ওই রেস্তোরাঁ থেকে উদ্ধার হয়েছে । ওই রেস্তোরাঁর কর্মী অনির্বাণ রায়কে গ্রেফতার করেছে পুলিশ ।

আরও পড়ুন: আগুনে পোড়া যুবতীর নগ্ন দেহ উদ্ধার বর্ধমানে

তবে রেস্তোরাঁর মালিক সুশীল আগরওয়াল পলাতক । তাঁর খোঁজ শুরু করেছে পুলিশ ।

শিলিগুড়ি, 1 জুলাই: দু'বছর ধরে নেই কোনও লাইসেন্স । মেয়াদ পার হয়ে যাওয়ার পরেও রেস্তোরাঁয় অবৈধভাবে চলছিল মদ বিক্রির কারবার । গোপন সূত্রে খবর পেয়ে ওই রেস্তোরাঁয় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ-সহ একজনকে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ ও ভক্তিনগর থানার পুলিশ ।

বুধবার মাঝরাতে শিলিগুড়ি সেবক রোডের একটি শপিং মলের রেস্তোরাঁয় অভিযান চালানো হয় । অভিযোগ, দু'বছর আগেই ওই রেস্তোরাঁর মদ বিক্রির লাইসেন্সের মেয়াদ পার হয়ে গিয়েছে । কিন্তু তারপরেও ওই রেস্তোরাঁয় চলছিল মদ বিক্রি ।

আরও পড়ুন: পরিবহণ চালুর প্রথম দিনই রেড রোডে দুর্ঘটনায় মিনিবাস, মৃত্যু পুলিশ কর্মীর

করোনা আবহে সরকারি বিধিনিষেধের তোয়াক্কা না-করে মাঝরাত পর্যন্ত খোলা ছিল ওই রেস্তোরাঁ । এরপরই খবর পেয়ে অভিযান চালায় পুলিশ । জানা গিয়েছে, অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার মদ ওই রেস্তোরাঁ থেকে উদ্ধার হয়েছে । ওই রেস্তোরাঁর কর্মী অনির্বাণ রায়কে গ্রেফতার করেছে পুলিশ ।

আরও পড়ুন: আগুনে পোড়া যুবতীর নগ্ন দেহ উদ্ধার বর্ধমানে

তবে রেস্তোরাঁর মালিক সুশীল আগরওয়াল পলাতক । তাঁর খোঁজ শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.