কালিম্পং, ১৩ মার্চ : পাহাড়ে ১৬ দলের জোট ছেড়ে বেরিয়ে এল হরকা বাহাদুর ছেত্রীর GAP(জন আন্দোলন পার্টি)। আজ হরকা বাহাদুর ছেত্রী জানান, লোকসভা ভোটের কথা মাথায় রেখে গোর্খা জাতির উন্নয়নের কথা চিন্তা করেই ১৬ দলের জোটে ছিল তাঁর দল। কিন্তু সর্বসম্মতভাবে প্রার্থী বাছাই না হওয়ায় তাঁরা আজ বেরিয়ে এলেন।
লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই দার্জিলিং আসনে BJP এবং তৃণমূল কংগ্রেস সমর্থিত বিনয়পন্থী মোর্চাকে পরাস্ত করতে একজোট হয়েছিল ১৬টি রাজনৈতিক দল। এই জোটে রয়েছে GNLF, CPI(M), জন আন্দোলন পার্টি, কংগ্রেসসহ একাধিক দল। ১১ মার্চ সর্বদলীয় প্রার্থীর খোঁজে বাগডোগরায় বৈঠকে বসেছিলেন পাহাড় ও সমতলের ওই ১৬টি রাজনৈতিক দলের নেতারা। যদিও ১১ মার্চ বৈঠকে জোটের তরফে সর্বসম্মতভাবে প্রার্থী নির্বাচন সম্ভব হয়নি। বৈঠকে স্থির হয়েছিল ১৩ মার্চের মধ্যে দলগুলি প্রার্থী নিয়ে তাদের মতামত দেবে। ১৫ মার্চ প্রার্থীর নাম ঘোষণা করা হবে। তবে ঐক্যমতে পৌঁছানোর আগেই আজ বেরিয়ে গেল জন আন্দোলন পার্টি।
১৬ দলের মধ্যে CPRM হঠাৎ করেই একতরফা ভাবে প্রার্থী হিসেবে তাঁদের সভাপতি আর বি রাইয়ের নাম ঘোষণা করেছিল। তবে সর্বসম্মত প্রার্থী পেলে আর বি রাই তাঁর প্রার্থীপদ প্রত্যাহার করে নেবেন, এমনটাও অবশ্য জানানো হয়েছিল দলের পক্ষ থেকে। অন্যদিকে GNLF, হিল কংগ্রেস সহ জোটের অন্য শরিক দলগুলিও নিজেদের দলের কাউকে প্রার্থী করার উপরই বিশেষ জোর দিচ্ছিল। এই কারণেই আজ জোট ছেড়ে বেরিয়ে আসার কথা ঘোষণা করেন কালিম্পঙের প্রাক্তন বিধায়ক তথা জন আন্দোলন পার্টি সুপ্রিমো হরকা বাহাদুর ছেত্রী। তাঁর কথায়, দার্জিলিং লোকসভা কেন্দ্রে সর্বসম্মতিতে একজন প্রার্থী দেওয়ার বিষয়টি এখন প্রায় অনিশ্চিত। তিনি আরও বলেন, "দল মনে করে আগের বারের মতো এবারও লোকসভা ভোটে যেই জিতুক না কেন, পাহাড়ের মানুষের কোনও প্রত্যাশাই পূরণ হবে না। তাই এবার আর এর মধ্যে নেই জন আন্দোলন পার্টি।"
অন্যদিকে CPRM মুখপাত্র গোবিন্দ ছেত্রী বলেন, "পাহাড়ে গণতন্ত্র বাঁচাতেই এই জোট গড়া হয়। এতে মোর্চার বিনয় তামাং, BJP ও তৃণমূল কংগ্রেস ছাড়া পাহাড়ের অন্য ১৬টি দল এক হয়। এই জোট থেকে জন আন্দোলন পার্টি বেরিয়ে গেলেও জোটের উপর এর কোনও প্রভাব পড়বে না।"