ETV Bharat / state

পাহাড়ে ১৬ দলের জোট ছাড়লেন হরকা বাহাদুর

১১ মার্চ সর্বদলীয় প্রার্থীর খোঁজে বাগডোগরায় বৈঠকে বসেছিলেন পাহাড় ও সমতলের ওই ১৬টি রাজনৈতিক দলের নেতারা। যদিও ১১ মার্চ বৈঠকে জোটের তরফে সর্বসম্মতভাবে প্রার্থী নির্বাচন সম্ভব হয়নি। বৈঠকে স্থির হয়েছিল ১৩ মার্চের মধ্যে দলগুলি প্রার্থী নিয়ে তাদের মতামত দেবে। ১৫ মার্চ প্রার্থীর নাম ঘোষণা করা হবে। তবে ঐক্যমতে পৌঁছানোর আগেই আজ বেরিয়ে গেল জন আন্দোলন পার্টি।

হরকা বাহাদুর ছেত্রী
author img

By

Published : Mar 13, 2019, 10:38 PM IST

কালিম্পং, ১৩ মার্চ : পাহাড়ে ১৬ দলের জোট ছেড়ে বেরিয়ে এল হরকা বাহাদুর ছেত্রীর GAP(জন আন্দোলন পার্টি)। আজ হরকা বাহাদুর ছেত্রী জানান, লোকসভা ভোটের কথা মাথায় রেখে গোর্খা জাতির উন্নয়নের কথা চিন্তা করেই ১৬ দলের জোটে ছিল তাঁর দল। কিন্তু সর্বসম্মতভাবে প্রার্থী বাছাই না হওয়ায় তাঁরা আজ বেরিয়ে এলেন।

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই দার্জিলিং আসনে BJP এবং তৃণমূল কংগ্রেস সমর্থিত বিনয়পন্থী মোর্চাকে পরাস্ত করতে একজোট হয়েছিল ১৬টি রাজনৈতিক দল। এই জোটে রয়েছে GNLF, CPI(M), জন আন্দোলন পার্টি, কংগ্রেসসহ একাধিক দল। ১১ মার্চ সর্বদলীয় প্রার্থীর খোঁজে বাগডোগরায় বৈঠকে বসেছিলেন পাহাড় ও সমতলের ওই ১৬টি রাজনৈতিক দলের নেতারা। যদিও ১১ মার্চ বৈঠকে জোটের তরফে সর্বসম্মতভাবে প্রার্থী নির্বাচন সম্ভব হয়নি। বৈঠকে স্থির হয়েছিল ১৩ মার্চের মধ্যে দলগুলি প্রার্থী নিয়ে তাদের মতামত দেবে। ১৫ মার্চ প্রার্থীর নাম ঘোষণা করা হবে। তবে ঐক্যমতে পৌঁছানোর আগেই আজ বেরিয়ে গেল জন আন্দোলন পার্টি।

১৬ দলের মধ্যে CPRM হঠাৎ করেই একতরফা ভাবে প্রার্থী হিসেবে তাঁদের সভাপতি আর বি রাইয়ের নাম ঘোষণা করেছিল। তবে সর্বসম্মত প্রার্থী পেলে আর বি রাই তাঁর প্রার্থীপদ প্রত্যাহার করে নেবেন, এমনটাও অবশ্য জানানো হয়েছিল দলের পক্ষ থেকে। অন্যদিকে GNLF, হিল কংগ্রেস সহ জোটের অন্য শরিক দলগুলিও নিজেদের দলের কাউকে প্রার্থী করার উপরই বিশেষ জোর দিচ্ছিল। এই কারণেই আজ জোট ছেড়ে বেরিয়ে আসার কথা ঘোষণা করেন কালিম্পঙের প্রাক্তন বিধায়ক তথা জন আন্দোলন পার্টি সুপ্রিমো হরকা বাহাদুর ছেত্রী। তাঁর কথায়, দার্জিলিং লোকসভা কেন্দ্রে সর্বসম্মতিতে একজন প্রার্থী দেওয়ার বিষয়টি এখন প্রায় অনিশ্চিত। তিনি আরও বলেন, "দল মনে করে আগের বারের মতো এবারও লোকসভা ভোটে যেই জিতুক না কেন, পাহাড়ের মানুষের কোনও প্রত্যাশাই পূরণ হবে না। তাই এবার আর এর মধ্যে নেই জন আন্দোলন পার্টি।"

অন্যদিকে CPRM মুখপাত্র গোবিন্দ ছেত্রী বলেন, "পাহাড়ে গণতন্ত্র বাঁচাতেই এই জোট গড়া হয়। এতে মোর্চার বিনয় তামাং, BJP ও তৃণমূল কংগ্রেস ছাড়া পাহাড়ের অন্য ১৬টি দল এক হয়। এই জোট থেকে জন আন্দোলন পার্টি বেরিয়ে গেলেও জোটের উপর এর কোনও প্রভাব পড়বে না।"

কালিম্পং, ১৩ মার্চ : পাহাড়ে ১৬ দলের জোট ছেড়ে বেরিয়ে এল হরকা বাহাদুর ছেত্রীর GAP(জন আন্দোলন পার্টি)। আজ হরকা বাহাদুর ছেত্রী জানান, লোকসভা ভোটের কথা মাথায় রেখে গোর্খা জাতির উন্নয়নের কথা চিন্তা করেই ১৬ দলের জোটে ছিল তাঁর দল। কিন্তু সর্বসম্মতভাবে প্রার্থী বাছাই না হওয়ায় তাঁরা আজ বেরিয়ে এলেন।

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই দার্জিলিং আসনে BJP এবং তৃণমূল কংগ্রেস সমর্থিত বিনয়পন্থী মোর্চাকে পরাস্ত করতে একজোট হয়েছিল ১৬টি রাজনৈতিক দল। এই জোটে রয়েছে GNLF, CPI(M), জন আন্দোলন পার্টি, কংগ্রেসসহ একাধিক দল। ১১ মার্চ সর্বদলীয় প্রার্থীর খোঁজে বাগডোগরায় বৈঠকে বসেছিলেন পাহাড় ও সমতলের ওই ১৬টি রাজনৈতিক দলের নেতারা। যদিও ১১ মার্চ বৈঠকে জোটের তরফে সর্বসম্মতভাবে প্রার্থী নির্বাচন সম্ভব হয়নি। বৈঠকে স্থির হয়েছিল ১৩ মার্চের মধ্যে দলগুলি প্রার্থী নিয়ে তাদের মতামত দেবে। ১৫ মার্চ প্রার্থীর নাম ঘোষণা করা হবে। তবে ঐক্যমতে পৌঁছানোর আগেই আজ বেরিয়ে গেল জন আন্দোলন পার্টি।

১৬ দলের মধ্যে CPRM হঠাৎ করেই একতরফা ভাবে প্রার্থী হিসেবে তাঁদের সভাপতি আর বি রাইয়ের নাম ঘোষণা করেছিল। তবে সর্বসম্মত প্রার্থী পেলে আর বি রাই তাঁর প্রার্থীপদ প্রত্যাহার করে নেবেন, এমনটাও অবশ্য জানানো হয়েছিল দলের পক্ষ থেকে। অন্যদিকে GNLF, হিল কংগ্রেস সহ জোটের অন্য শরিক দলগুলিও নিজেদের দলের কাউকে প্রার্থী করার উপরই বিশেষ জোর দিচ্ছিল। এই কারণেই আজ জোট ছেড়ে বেরিয়ে আসার কথা ঘোষণা করেন কালিম্পঙের প্রাক্তন বিধায়ক তথা জন আন্দোলন পার্টি সুপ্রিমো হরকা বাহাদুর ছেত্রী। তাঁর কথায়, দার্জিলিং লোকসভা কেন্দ্রে সর্বসম্মতিতে একজন প্রার্থী দেওয়ার বিষয়টি এখন প্রায় অনিশ্চিত। তিনি আরও বলেন, "দল মনে করে আগের বারের মতো এবারও লোকসভা ভোটে যেই জিতুক না কেন, পাহাড়ের মানুষের কোনও প্রত্যাশাই পূরণ হবে না। তাই এবার আর এর মধ্যে নেই জন আন্দোলন পার্টি।"

অন্যদিকে CPRM মুখপাত্র গোবিন্দ ছেত্রী বলেন, "পাহাড়ে গণতন্ত্র বাঁচাতেই এই জোট গড়া হয়। এতে মোর্চার বিনয় তামাং, BJP ও তৃণমূল কংগ্রেস ছাড়া পাহাড়ের অন্য ১৬টি দল এক হয়। এই জোট থেকে জন আন্দোলন পার্টি বেরিয়ে গেলেও জোটের উপর এর কোনও প্রভাব পড়বে না।"

Intro:পাহাড়ে ১৬ দলের জোটের বড় ধাক্কা, জোট ছাড়ল হরকা বাহাদুরের জাপ

কালিম্পং, ১৩ মার্চ : পাহাড়ে ১৬ দলের জোটের বড় ধাক্কা । সেভ ফর ডেমোক্রেটিক নামে দার্জিলিং ও কালিম্পং জেলার পাহাড়ি এলাকার জোট থেকে বেরিয়ে এল হরকা বাহাদুর ছেত্রির জন আন্দোলন পার্টি । Body:দার্জিলিং লোকসভা কেন্দ্রে প্রার্থী চয়ন নিয়ে ১৬ দলের জোট ঐক্যমতে পৌঁছতে না পারাতেই এই সিদ্ধান্ত বলে বুধবার কালিম্পংয়ে সাফ জানিয়ে দিলেন হরকা বাহাদুর ছেত্রী। তিনি বলেন, লোকসভা ভোটকে কেন্দ্র করে গোর্খা জাতির ভালোর চিন্তা করে ওই ১৬ দলের জোটে জন আন্দোলন পার্টি ছিল। কিন্তু সর্ব সম্মতিতে সেই প্রার্থী চয়ন না হওয়াতেই তাঁরা বেরিয়ে এলেন বলে এদিন জানিয়েছেন তিনি । হরকা বাহাদুর ছেত্রির কথায়, দার্জিলিং লোকসভা কেন্দ্রে সর্বসম্মতিতে একজন প্রার্থী দেওয়ার বিষটি এখন প্রায় অনিশ্চিত । এছাড়া জন আন্দোলন পার্টি মনে করে আগের বারের মতো এবারও লোকসভা ভোটের পর বিজয়ী প্রার্থীর কাছ থেকে পাহাড়ের মানুষ মানু্ষের প্রত্যাশা পূরণ হবে না । তাই এরমধ্যে এবার আর জন আন্দোলন পার্টি নেই । উল্লেখ্য, ১৬ দলের জোটে সিপিআরএম কদিন আগেই এক তরফাভাবে আর বি রাইকে নিজেদের প্রার্থী বলে ঘোষণা করেছে। প্রার্থী চয়ন নিয়ে ১৫ মার্চ ওই জোটের বৈঠক হওয়ার কথা। তার আগেই সিপিআরএমের প্রার্থী ঘোষণা জাপকে সন্তুষ্ট করতে পারেনি । এছাড়া জিএনএলএফ, হিল কংগ্রেস সহ জোটের অন্যান্য দলগুলি যেভাবে নিজেদের দলের কাউকে প্রার্থী করার বিষয়ে গো ধরে বসে আছে তাতে আরও অখুশি হয় জন আন্দোলোন পার্টি । এরফলেই এদিন জোট ছেড়ে বেরিয়ে আসার কথা ঘোষণা করেন কালিম্পংয়ের প্রাক্তন বিধায়ক তথা জাপের সুপ্রিমো হরকা বাহাদুর ছেত্রি ।Conclusion:এদিকে সিপিআরএমের মুখপাত্র গোবিন্দ ছেত্রি বলেন, পাহাড়ে গণতন্ত্র বাঁচানোর জন্য এই জোট গড়া হয় । এতে মোর্চার বিনয় তামাঙ, বিজেপি ও তৃণমূল কংগ্রেস ছাড়া পাহাড়ের ১৬ দলের জোট হয় । এই জোট থেকে জাপ বেরিয়ে গেলেও জোটের উদ্দেশ্য ব্যাহত হবে না ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.