ETV Bharat / state

Panchayat Polls 2023: পাহাড়ে দ্বিস্তরীয় পঞ্চায়েত ভোটের বিরোধিতায় সরব বিনয় তামাং - গুরুং বাহিনী কার্যত নিষ্ক্রিয় বলছে পাহাড়ের

পাহাড়ে দ্বিস্তর পঞ্চায়েত নির্বাচনের বিরুদ্ধে সোচ্চার বিনয় তামাং ৷ পাশাপাশি পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানে স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে ত্রিপাক্ষিক বৈঠকের দাবি জানালেন জিটিএ নেতা বিনয় ৷

Etv Bharat
জিটিএ নেতা বিনয় তামাং
author img

By

Published : Apr 27, 2023, 3:58 PM IST

Updated : Apr 27, 2023, 5:55 PM IST

দার্জিলিং, 27 এপ্রিল: পাহাড় সমস্যার স্থায়ী সমাধান এবং দ্বিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ভিত্তি নিয়ে প্রশ্ন তুলে রাজ্য নির্বাচন কমিশন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন জিটিএ সভাসদ তথা পদত্যাগী তৃণমূল নেতা বিনয় তামাং। চিঠি দেওয়া হয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং সাংসদ রাজু বিস্তাকেও ৷ সেইসঙ্গে পাহাড়ে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের পক্ষে দাঁড়িয়ে, দ্বিস্তরীয় নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে ত্রিপাক্ষিক বৈঠকের দাবিও জানিয়েছেন বিনয় তামাং ৷

প্রায় দু'দশক পর পাহাড়ে হবে পঞ্চায়েত নির্বাচন। রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক জেলাশাসক ভোটের প্রস্তুতিও শুরু করে দিয়েছে বলে খবর ৷ নির্বাচনের দিকে লক্ষ্য রেখে এগোচ্ছে বিজেপি। পিছিয়ে নেই অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাও ৷ তবে সেই তুলনায় গুরুং বাহিনী কার্যত নিষ্ক্রিয়, বলছে পাহাড়ের রাজনৈতিক মহল। লোকসভা নির্বাচনের আগে পাহাড়ের সবক'টি দলের কাছেই পঞ্চায়েত ভোট অগ্নিপরীক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল। এবার চিঠি দিয়ে পাহাড়ে দ্রুত ত্রিপাক্ষিক বৈঠকের দাবি জানালেন বিনয় তামাং। পাশাপাশি বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, "দ্বিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হলে জিটিএ আইনকে লঙ্ঘন করা হবে।"

চিঠিতে বিনয় উল্লেখ করেন, প্রথমে 1988 সালে দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল গঠন করা হয়। কিন্তু তাতে সমস্যার কোনও সুরাহা হয়নি। পরে 2011 সালে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন তৈরি হয়। তাতেও পাহাড়বাসীর কোনও লাভ হয়নি। এই দু'টোই পাহাড় সমস্যার অস্থায়ী সমাধান। তাই দ্রুত কেন্দ্র ও রাজ্য সরকার একত্রে মিলে ত্রিপাক্ষিক বৈঠক ডেকে পাহাড় সমস্যার স্থায়ী সমাধান খুঁজে বের করুক। সেই সঙ্গে তাঁদের দাবি, পাহাড়ের রাজনৈতিক, গণতান্ত্রিক, সাংবিধানিক সমস্যার সমাধান করতে হবে। পাহাড়ের মানুষ এখন স্থায়ী রাজনৈতিক সমাধানের দিকে তাকিয়ে।

এদিন বিনয় তামাং দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলেন, "আমি আশাবাদী সরকার আমাদের দাবি মেনে ত্রিপাক্ষিক বৈঠক করবে। কারণ এছাড়া আর কোনও উপায় নেই। তবে এই সমস্যার সমাধান না-করে পঞ্চায়েত নির্বাচন করা উচিত নয়। আর দ্বিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন পাহাড়ে হলে তা জিটিএ-র আইনকে লঙ্ঘন করবে।" অন্যদিকে, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বলেন, "পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধান করা হবে। তা নিয়ে গোপনে কাজ চলছে। তাই চিন্তা করার দরকার নেই।" তবে বিনয়কে কটাক্ষ করেছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। তাদের মুখপাত্র শক্তিপ্রসাদ শর্মা বলেন, "ওর এখন পাহাড়ে কোনও গুরুত্ব নেই। তাই এসব করে প্রচারের আলোয় আসতে চাইছেন। পাহাড়ে শান্তি রয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হচ্ছে, আর কী চাই ?"

আরও পড়ুন: 'সিবিআই মামলা ফলস, আমাকে জামিন দিন !' কাতর আবেদন কেষ্টর

দার্জিলিং, 27 এপ্রিল: পাহাড় সমস্যার স্থায়ী সমাধান এবং দ্বিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ভিত্তি নিয়ে প্রশ্ন তুলে রাজ্য নির্বাচন কমিশন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন জিটিএ সভাসদ তথা পদত্যাগী তৃণমূল নেতা বিনয় তামাং। চিঠি দেওয়া হয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং সাংসদ রাজু বিস্তাকেও ৷ সেইসঙ্গে পাহাড়ে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের পক্ষে দাঁড়িয়ে, দ্বিস্তরীয় নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে ত্রিপাক্ষিক বৈঠকের দাবিও জানিয়েছেন বিনয় তামাং ৷

প্রায় দু'দশক পর পাহাড়ে হবে পঞ্চায়েত নির্বাচন। রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক জেলাশাসক ভোটের প্রস্তুতিও শুরু করে দিয়েছে বলে খবর ৷ নির্বাচনের দিকে লক্ষ্য রেখে এগোচ্ছে বিজেপি। পিছিয়ে নেই অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাও ৷ তবে সেই তুলনায় গুরুং বাহিনী কার্যত নিষ্ক্রিয়, বলছে পাহাড়ের রাজনৈতিক মহল। লোকসভা নির্বাচনের আগে পাহাড়ের সবক'টি দলের কাছেই পঞ্চায়েত ভোট অগ্নিপরীক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল। এবার চিঠি দিয়ে পাহাড়ে দ্রুত ত্রিপাক্ষিক বৈঠকের দাবি জানালেন বিনয় তামাং। পাশাপাশি বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, "দ্বিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হলে জিটিএ আইনকে লঙ্ঘন করা হবে।"

চিঠিতে বিনয় উল্লেখ করেন, প্রথমে 1988 সালে দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল গঠন করা হয়। কিন্তু তাতে সমস্যার কোনও সুরাহা হয়নি। পরে 2011 সালে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন তৈরি হয়। তাতেও পাহাড়বাসীর কোনও লাভ হয়নি। এই দু'টোই পাহাড় সমস্যার অস্থায়ী সমাধান। তাই দ্রুত কেন্দ্র ও রাজ্য সরকার একত্রে মিলে ত্রিপাক্ষিক বৈঠক ডেকে পাহাড় সমস্যার স্থায়ী সমাধান খুঁজে বের করুক। সেই সঙ্গে তাঁদের দাবি, পাহাড়ের রাজনৈতিক, গণতান্ত্রিক, সাংবিধানিক সমস্যার সমাধান করতে হবে। পাহাড়ের মানুষ এখন স্থায়ী রাজনৈতিক সমাধানের দিকে তাকিয়ে।

এদিন বিনয় তামাং দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলেন, "আমি আশাবাদী সরকার আমাদের দাবি মেনে ত্রিপাক্ষিক বৈঠক করবে। কারণ এছাড়া আর কোনও উপায় নেই। তবে এই সমস্যার সমাধান না-করে পঞ্চায়েত নির্বাচন করা উচিত নয়। আর দ্বিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন পাহাড়ে হলে তা জিটিএ-র আইনকে লঙ্ঘন করবে।" অন্যদিকে, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বলেন, "পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধান করা হবে। তা নিয়ে গোপনে কাজ চলছে। তাই চিন্তা করার দরকার নেই।" তবে বিনয়কে কটাক্ষ করেছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। তাদের মুখপাত্র শক্তিপ্রসাদ শর্মা বলেন, "ওর এখন পাহাড়ে কোনও গুরুত্ব নেই। তাই এসব করে প্রচারের আলোয় আসতে চাইছেন। পাহাড়ে শান্তি রয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হচ্ছে, আর কী চাই ?"

আরও পড়ুন: 'সিবিআই মামলা ফলস, আমাকে জামিন দিন !' কাতর আবেদন কেষ্টর

Last Updated : Apr 27, 2023, 5:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.