ETV Bharat / state

NRC ইশুতে অসমে বিনয় তামাঙের নেতৃত্বে মোর্চার প্রতিনিধি দল

অসম গেল বিনয় তামাঙের নেতৃত্বাধীন মোর্চার 15 সদস্যের এক প্রতিনিধি দল  । নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকার জেরে সেখানকার গোর্খা সম্প্রদায়ের সদস্যরা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা সরেজমিনে খতিয়ে দেখবে এই দলটি ৷

বিনয় তামাঙ
author img

By

Published : Sep 14, 2019, 9:50 AM IST

শিলিগুড়ি, 14 সেপ্টেম্বর : NRC ইশুতে এবার অসম গেল বিনয় তামাঙের নেতৃত্বাধীন মোর্চার 15 সদস্যের এক প্রতিনিধি দল । নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকার জেরে সেখানকার গোর্খা সম্প্রদায়ের সদস্যরা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা সরেজমিনে খতিয়ে দেখবে এই দলটি ৷

বিনয় তামাং ছাড়াও এই প্রতিনিধি দলে আছেন সতীশ পোখরেল, D K প্রধান, জ্যোতিকুমার রাই, প্রবীণ রৌপাল, রওশন রাই, ভুবন খানাল, পঙ্কজ বাসনেট, অমৃত ইয়নযোন, বলরাম ছেত্রি, দাওয়া তামাং, সামির রাই, আছিলুম ভট্টরাই এবং আলফোনাস গুরুং ।

বিনয় তামাং বলেন, "অসম সফরে আমাদের প্রতিনিধি দলটি কোনও রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক বা দেখা করবেন না । কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই । অসমের আইনেও হস্তক্ষেপ করব না । তবে বিভিন্ন সামাজিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে পারি ।" তাঁর বক্তব্য, অসমে NRC-র ফলে গোর্খা সম্প্রদায়ের লক্ষাধিক সদস্য বিপাকে পড়েছে । সেই সব মানুষদের জন্য কী কী পদক্ষেপ করা উচিত তা নিয়েই তাঁরা তথ্য সংগ্রহ করবেন ।

এদিকে অসমের ধাঁচে রাজ্যে NRC চালু হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন বিনয় তামাংরা । NRC-র প্রতিবাদে পাহাড়ে আন্দোলনও করছেন তাঁরা । আর এবার অসমে গেল তাঁদের এক প্রতিনিধি দল ৷

শিলিগুড়ি, 14 সেপ্টেম্বর : NRC ইশুতে এবার অসম গেল বিনয় তামাঙের নেতৃত্বাধীন মোর্চার 15 সদস্যের এক প্রতিনিধি দল । নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকার জেরে সেখানকার গোর্খা সম্প্রদায়ের সদস্যরা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা সরেজমিনে খতিয়ে দেখবে এই দলটি ৷

বিনয় তামাং ছাড়াও এই প্রতিনিধি দলে আছেন সতীশ পোখরেল, D K প্রধান, জ্যোতিকুমার রাই, প্রবীণ রৌপাল, রওশন রাই, ভুবন খানাল, পঙ্কজ বাসনেট, অমৃত ইয়নযোন, বলরাম ছেত্রি, দাওয়া তামাং, সামির রাই, আছিলুম ভট্টরাই এবং আলফোনাস গুরুং ।

বিনয় তামাং বলেন, "অসম সফরে আমাদের প্রতিনিধি দলটি কোনও রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক বা দেখা করবেন না । কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই । অসমের আইনেও হস্তক্ষেপ করব না । তবে বিভিন্ন সামাজিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে পারি ।" তাঁর বক্তব্য, অসমে NRC-র ফলে গোর্খা সম্প্রদায়ের লক্ষাধিক সদস্য বিপাকে পড়েছে । সেই সব মানুষদের জন্য কী কী পদক্ষেপ করা উচিত তা নিয়েই তাঁরা তথ্য সংগ্রহ করবেন ।

এদিকে অসমের ধাঁচে রাজ্যে NRC চালু হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন বিনয় তামাংরা । NRC-র প্রতিবাদে পাহাড়ে আন্দোলনও করছেন তাঁরা । আর এবার অসমে গেল তাঁদের এক প্রতিনিধি দল ৷

Intro:এনআরসি ইস্যুতে পাহাড়ে আন্দোলনের মাঝেই পরিস্থিতি খতিয়ে দেখতে অসমে বিনয়ের নেতৃত্বে মোর্চার প্রতিনিধি দল

দার্জিলিং, ১৩ সেপ্টেম্বর : এনআরসি ইস্যুতে এবার বিনয় তামাঙয়ের নেতৃত্বে মোর্চার ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল অসম গেল । জাতীয় নাগরিকত্ব নিবন্ধনের (এনআরসি) চূড়ান্ত তালিকার ফলে অসমের গোর্খা সম্প্রদায় কতটা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তা সরেজমিনে খতিয়ে দেখতেই গোর্খা জনমুক্তি মোর্চার বিনয়পন্থীদের এই অসম সফর বলে বিনয় তামাঙ শুক্রবার বিবৃতিতে জানিয়েছেন । Body:এদিকে অসমের ধাঁচে পশ্চিমবঙ্গে এনআরসি চালু হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে মোর্চার বিনয়পন্থীরা । অসমের কায়দায় এরাজ্যেও এনআরসি'র প্রতিবাদে দার্জিলিং পাহাড়ে বিনয়পন্থীদের আন্দোলন চলছে । পোস্টার, প্রতিবাদ মিছিল, স্মারকলিপি প্রদান কর্মসূচি চলছে । এই পরিস্থিতিতে মোর্চার বিনয়পন্থীদের অসম সফর বিশেষ তাতপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল । বিনয় তামাঙ জানিয়েছেন, অসম সফরে তাঁরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক বা দেখা করবেন না । কোনো রাজনৈতিক স্বার্থসিদ্ধির উদ্দেশ্য নেই । অসমের আইনেও হস্তক্ষেপ করবে না প্রতিনিধি দলটি । তবে বিভিন্ন সামাজিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে পারেন এই দলের প্রতিনিধিরা। অসমে এনআরসির ফলে লক্ষাধিক গোর্খা সম্প্রদায় বিপাকে বলে প্রচার । সেই সব গোর্খা সম্প্রদায়কে আইনি সহায়তা বা তার জন্য কি পদক্ষেপ করণীয় এসব নিয়ে তথ্য সংগ্রহ করবে মোর্চার প্রতিনিধি দলটি। মোর্চার এই প্রতিনিধি দলে বিনয় তামাঙ ছাড়াও সতীশ পোখরেল, ডি কে প্রধান, জ্যোতিকুমার রাই, প্রবীণ রৌপাল, রওশন রাই, ভুবন খানাল, পঙ্কজ বাসনেট, অমৃত ইয়নযোন, বলরাম ছেত্রি, দাওয়া তামাং, সামির রাই, আছিলুম ভট্টরাই এবং আলফোনাস গুরুং রয়েছেন । Conclusion:বিনয় বলেন, এই সফরের মূল উদ্দেশ্য অসমের গ্রাউন্ড জিরোতে যাওয়া এবং জাতীয় নাগরিকত্ব নিবন্ধনের (এনআরসি) চূড়ান্ত তালিকা প্রকাশের পরে অসমের গোর্খারা যে সমস্যার সম্মুখীন তা বুঝে সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করা । প্রতিনিধি দলটি এনআরসি' র জন্য ক্ষতিগ্রস্ত অন্যান্য সম্প্রদায়ের সঙ্গেও দেখা করে কথা বলবেন ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.