ETV Bharat / state

Siliguri Ram Navami: রামনবমীকে ঘিরে শিলিগুড়িতে উচ্ছ্বাসের ছবি, তৎপর প্রশাসন - excitement in siliguri on ram navami

রামনবমীর মিছিলে মেতে উঠতে দেখা গেল আট থেকে আশি সকলকেই। রামনবমীকে ঘিরে পুলিশি তৎপরতা ছিল এদিন চোখে পড়ার মতো ৷ মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশবাহিনী।

Etv Bharat
রামনবমীর মিছিলে মেতে উঠল শিলিগুড়ি
author img

By

Published : Mar 30, 2023, 7:42 PM IST

শিলিগুড়ি, 30 মার্চ: রামনবমীকে ঘিরে উচ্ছ্বাস ধরা পড়ল শহর শিলিগুড়িতে। রামনবমীর মিছিলে মেতে উঠতে দেখা গেল আট থেকে আশি সকলকেই। এদিন সকাল থেকেই শহরের রাজপথে মানুষের ভীড় চোখে পড়েছে। নাচে-গানে ধুমধাম করেই রামনবমী পালন করল উত্তর বঙ্গের এই শহর।

রামনবমীকে ঘিরে পুলিশি তৎপরতা ছিল এদিন চোখে পড়ার মতো ৷ গতকালই মুখ্য়মন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, রামনবমী উপলক্ষ্য়ে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে কড়া ব্য়বস্থা নেওয়া হবে ৷ সেই মত এদিন পুলিশি তৎপরতা ছিল তুঙ্গে। মোতায়েন করা হয়েছিল অতিরিক্ত পুলিশ বাহিনী।

অন্যদিকে, শহরের রাজপথ ঢাকে গেরুয়া ধ্বজায়। হিলকার্ট রোড, কাছারি রোড, বিধানরোড, এসএফ রোড সহ শহরের মূল রাস্তায় কার্যত জন সাধারণের স্রোত ছিল। বের হয় বিশেষ ট্যাবলো এবং বাইক র‍্যালিও। জায়গায় জায়গায় রামনবমী কমিটির তরফে পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছিল। শহর তো বটেই মহকুমা থেকেও রামনবমীতে যোগ দিতে আসে বহু সাধারণ মানুষ। কয়েক লক্ষ মানুষের যোগে শিলিগুড়িতে রামনবমী এক আলাদা মাত্রায় পৌঁছয় এদিন।

অন্য়দিকে রাম নবমীর মিছিল বেরিয়েছিল বালুরঘাটেও ৷ নেতৃত্বে ছিলেন বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার ৷ পাশাপাশি হুগলি জেলার আরামবাগ পুরসভার পুরাতন বাজারে রাতের অন্ধকারে রামনবমীর পতাকা ও ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে মঙ্গলবার সকালে। শহর কলকাতাতেও মিছিল করার কথা রয়েছে রাজ্য় বিজেপির ৷

আরও পড়ুন: দেশবাসীকে রামনবমীর শুভেচ্ছা জানালেন মোদি-শাহ-মমতা

রামনবমী নিয়ে বিশেষ আবেগ রয়েছে বিজেপির মধ্য়ে ৷ এই উপলক্ষ্য়ে একাধিক কর্মসূচিও নিয়ে থাকে তারা ৷ প্রসঙ্গত, ভগবান রামের জন্মতিথিকেই রামনবমী হিসাবে পালন করা হয় ৷ বিষ্ণুর সপ্তম অবতার বলেও তাঁকে হিন্দু ধর্মে মান্য়তা দেওয়া হয়েছে ৷ উত্তরভারতে তো বটেই এমনকি দক্ষিণ ভারতেও ধুমধাম করে পালিত হয় ভগবান রামের জন্মতিথি এই দিনটি ৷ অন্য়দিকে, ভগবান রামের জন্মস্থান অযোধ্য়ায় এবার বিশেষভাবে পালিত হচ্ছে রামনবমীর অনুষ্ঠান ৷

শিলিগুড়ি, 30 মার্চ: রামনবমীকে ঘিরে উচ্ছ্বাস ধরা পড়ল শহর শিলিগুড়িতে। রামনবমীর মিছিলে মেতে উঠতে দেখা গেল আট থেকে আশি সকলকেই। এদিন সকাল থেকেই শহরের রাজপথে মানুষের ভীড় চোখে পড়েছে। নাচে-গানে ধুমধাম করেই রামনবমী পালন করল উত্তর বঙ্গের এই শহর।

রামনবমীকে ঘিরে পুলিশি তৎপরতা ছিল এদিন চোখে পড়ার মতো ৷ গতকালই মুখ্য়মন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, রামনবমী উপলক্ষ্য়ে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে কড়া ব্য়বস্থা নেওয়া হবে ৷ সেই মত এদিন পুলিশি তৎপরতা ছিল তুঙ্গে। মোতায়েন করা হয়েছিল অতিরিক্ত পুলিশ বাহিনী।

অন্যদিকে, শহরের রাজপথ ঢাকে গেরুয়া ধ্বজায়। হিলকার্ট রোড, কাছারি রোড, বিধানরোড, এসএফ রোড সহ শহরের মূল রাস্তায় কার্যত জন সাধারণের স্রোত ছিল। বের হয় বিশেষ ট্যাবলো এবং বাইক র‍্যালিও। জায়গায় জায়গায় রামনবমী কমিটির তরফে পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছিল। শহর তো বটেই মহকুমা থেকেও রামনবমীতে যোগ দিতে আসে বহু সাধারণ মানুষ। কয়েক লক্ষ মানুষের যোগে শিলিগুড়িতে রামনবমী এক আলাদা মাত্রায় পৌঁছয় এদিন।

অন্য়দিকে রাম নবমীর মিছিল বেরিয়েছিল বালুরঘাটেও ৷ নেতৃত্বে ছিলেন বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার ৷ পাশাপাশি হুগলি জেলার আরামবাগ পুরসভার পুরাতন বাজারে রাতের অন্ধকারে রামনবমীর পতাকা ও ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে মঙ্গলবার সকালে। শহর কলকাতাতেও মিছিল করার কথা রয়েছে রাজ্য় বিজেপির ৷

আরও পড়ুন: দেশবাসীকে রামনবমীর শুভেচ্ছা জানালেন মোদি-শাহ-মমতা

রামনবমী নিয়ে বিশেষ আবেগ রয়েছে বিজেপির মধ্য়ে ৷ এই উপলক্ষ্য়ে একাধিক কর্মসূচিও নিয়ে থাকে তারা ৷ প্রসঙ্গত, ভগবান রামের জন্মতিথিকেই রামনবমী হিসাবে পালন করা হয় ৷ বিষ্ণুর সপ্তম অবতার বলেও তাঁকে হিন্দু ধর্মে মান্য়তা দেওয়া হয়েছে ৷ উত্তরভারতে তো বটেই এমনকি দক্ষিণ ভারতেও ধুমধাম করে পালিত হয় ভগবান রামের জন্মতিথি এই দিনটি ৷ অন্য়দিকে, ভগবান রামের জন্মস্থান অযোধ্য়ায় এবার বিশেষভাবে পালিত হচ্ছে রামনবমীর অনুষ্ঠান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.