ETV Bharat / state

বাড়ছে কোরোনা সংক্রমণ, বাড়তি সতর্কতা শিলিগুড়িতে

author img

By

Published : Oct 16, 2020, 8:51 PM IST

পুজার সময়ে পরিস্থিতি ঠিক রাখতে আগামীকাল থেকে বিভিন্ন বাজারে RTPCR যন্ত্র নিয়ে হাজির থাকবে স্বাস্থ্য দপ্তর । ঝটিতি পরীক্ষায় কারো রিপোর্ট পসিটিভ এলে তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে ।

Shiliguri
Shiliguri

শিলিগুড়ি, 16 অক্টোবর : বিশ্বকর্মা পুজার পর থেকেই ফের বাড়ছে কোরোনা সংক্রমণ । শিলিগুড়িতে সতর্কবার্তা দিলেন উত্তরবঙ্গে কোরোনা মোকাবিলায় নিযুক্ত স্পেশাল অফিসার চিকিৎসক সুশান্ত রায় । এদিন তিনি বলেন, " পুজোর বাজার, মন্ডপে ভীড় এসব এড়াতেই হবে । না হলে পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে যাবে । তাই এলাকায় পুজো করুন । কিন্তু উৎসব করবেন না ।" আজ তিনি আরও বলেন, " উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে DRDL এ ভাইরাল লোড সমানে বাড়ছে । এক্ষেত্রে রোগ আটকানোর একমাত্র উপায় ভীড় এড়িয়ে চলা এবং মাস্কের ব্যবহার ।ক্লাবগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে অঞ্জলি বা প্রসাদ বিতড়নের ক্ষেত্রেও স্লট ভাগ করে এলাকার বাসিন্দাদের ভাগ করে দিতে হবে । বারংবার অঞ্জলি দেওয়া হবে বা ভোগ বিতড়ন করতে হবে ।"

পাশাপাশি তিনি বলেন, পুজার সময়ে পরিস্থিতি ঠিক রাখতে আগামীকাল থেকে বিভিন্ন বাজারে RTPCR যন্ত্র নিয়ে হাজির থাকবে স্বাস্থ্য দপ্তর । ঝটিতি পরীক্ষায় কারো রিপোর্ট পজিটিভ এলে তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে । পুজোয় বিভিন্ন ক্লাবে মাইকে গান বাজানোর বদলে বাজবে কোরোনা সচেতনতার গান । কোনও ভাবেই মাস্ক ছাড়া দর্শকদের মন্ডপে যেতে দেওয়া যাবে না ।" তবে এসব নিয়ে বাসিন্দাদের জোর করতে পুলিশ নামানো হচ্ছে না বলেই জানিয়েছেন তিনি । সুশান্ত রায় বলেন, "পূজা স্পর্শকাতর বিষয় । আমরা চাই বাসিন্দারা নিজেরাই সচেতন থাকুন । আগামী বছরে উৎসব হবে । এবার শুধুই পুজা হোক ।"

শিলিগুড়ি, 16 অক্টোবর : বিশ্বকর্মা পুজার পর থেকেই ফের বাড়ছে কোরোনা সংক্রমণ । শিলিগুড়িতে সতর্কবার্তা দিলেন উত্তরবঙ্গে কোরোনা মোকাবিলায় নিযুক্ত স্পেশাল অফিসার চিকিৎসক সুশান্ত রায় । এদিন তিনি বলেন, " পুজোর বাজার, মন্ডপে ভীড় এসব এড়াতেই হবে । না হলে পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে যাবে । তাই এলাকায় পুজো করুন । কিন্তু উৎসব করবেন না ।" আজ তিনি আরও বলেন, " উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে DRDL এ ভাইরাল লোড সমানে বাড়ছে । এক্ষেত্রে রোগ আটকানোর একমাত্র উপায় ভীড় এড়িয়ে চলা এবং মাস্কের ব্যবহার ।ক্লাবগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে অঞ্জলি বা প্রসাদ বিতড়নের ক্ষেত্রেও স্লট ভাগ করে এলাকার বাসিন্দাদের ভাগ করে দিতে হবে । বারংবার অঞ্জলি দেওয়া হবে বা ভোগ বিতড়ন করতে হবে ।"

পাশাপাশি তিনি বলেন, পুজার সময়ে পরিস্থিতি ঠিক রাখতে আগামীকাল থেকে বিভিন্ন বাজারে RTPCR যন্ত্র নিয়ে হাজির থাকবে স্বাস্থ্য দপ্তর । ঝটিতি পরীক্ষায় কারো রিপোর্ট পজিটিভ এলে তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে । পুজোয় বিভিন্ন ক্লাবে মাইকে গান বাজানোর বদলে বাজবে কোরোনা সচেতনতার গান । কোনও ভাবেই মাস্ক ছাড়া দর্শকদের মন্ডপে যেতে দেওয়া যাবে না ।" তবে এসব নিয়ে বাসিন্দাদের জোর করতে পুলিশ নামানো হচ্ছে না বলেই জানিয়েছেন তিনি । সুশান্ত রায় বলেন, "পূজা স্পর্শকাতর বিষয় । আমরা চাই বাসিন্দারা নিজেরাই সচেতন থাকুন । আগামী বছরে উৎসব হবে । এবার শুধুই পুজা হোক ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.