ETV Bharat / state

Landslide at Tindharia : তিনধারিয়ায় ধস, একদিনের জন্য বন্ধ টয়ট্রেন পরিষেবা - তিনধারিয়ায় ধসের কারণে বন্ধ টয়ট্রেন

নাগাড়ে বৃষ্টির জেরে ধস নামল তিনধারিয়া ও রংটংয়ের মধ্যবর্তী এলাকায় (Landslide at Tindharia)৷ তার জেরে ব্যাহত টয়ট্রেন পরিষেবা ৷

Landslide at Tindharia
ধসের জেরে বন্ধ টয়ট্রেন পরিষেবা
author img

By

Published : Jun 24, 2022, 8:57 PM IST

দার্জিলিং, 24 জুন : জাতীয় সড়কে ধসের জেরে বন্ধ টয়ট্রেন পরিষেবা । গোটা টয়ট্রেনের লাইন ধসের নিচে চাপা পড়ে যায় । যার জেরে শুক্রবার বন্ধ থাকে টয়ট্রেন পরিষেবা । শুক্রবার রংটং থেকে তিনধারিয়ার মাঝে ধসের ঘটনা ঘটে(Due to Landslide Near Tindharia Toy Train Service Closed for One Day)। লাইন পরিষ্কারের কাজ ইতিমধ্যেই শুরু করেছে দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষ । তবে এদিন টানা বৃষ্টি হওয়ায় লাইন সম্পূর্ণভাবে করে ওঠে সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয়ে রয়েছে কর্তৃপক্ষ ।

জানা গিয়েছে, ধস সরানোর কাজ শেষ না-হলে শনিবারও বন্ধ থাকতে পারে টয়ট্রেন পরিষেবা ৷ এই নিয়ে ধসের কারণে দু'বার টয়ট্রেন পরিষেবা বন্ধ থাকল । গত বছর ধসের কারণে তিনধারিয়ার মহানদীতে লাইন সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় । যার জেরে প্রায় তিন মাস বন্ধ ছিল টয়ট্রেন পরিষেবা । এবার শুরুতেই ধসের কারণে পরিষেবা বন্ধ হওয়ায় ক্ষোভ পর্যটন মহলে । তবে যত শীঘ্র সম্ভব পরিষেবা স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে টয়ট্রেন কর্তৃপক্ষ ৷

দার্জিলিং, 24 জুন : জাতীয় সড়কে ধসের জেরে বন্ধ টয়ট্রেন পরিষেবা । গোটা টয়ট্রেনের লাইন ধসের নিচে চাপা পড়ে যায় । যার জেরে শুক্রবার বন্ধ থাকে টয়ট্রেন পরিষেবা । শুক্রবার রংটং থেকে তিনধারিয়ার মাঝে ধসের ঘটনা ঘটে(Due to Landslide Near Tindharia Toy Train Service Closed for One Day)। লাইন পরিষ্কারের কাজ ইতিমধ্যেই শুরু করেছে দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষ । তবে এদিন টানা বৃষ্টি হওয়ায় লাইন সম্পূর্ণভাবে করে ওঠে সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয়ে রয়েছে কর্তৃপক্ষ ।

জানা গিয়েছে, ধস সরানোর কাজ শেষ না-হলে শনিবারও বন্ধ থাকতে পারে টয়ট্রেন পরিষেবা ৷ এই নিয়ে ধসের কারণে দু'বার টয়ট্রেন পরিষেবা বন্ধ থাকল । গত বছর ধসের কারণে তিনধারিয়ার মহানদীতে লাইন সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় । যার জেরে প্রায় তিন মাস বন্ধ ছিল টয়ট্রেন পরিষেবা । এবার শুরুতেই ধসের কারণে পরিষেবা বন্ধ হওয়ায় ক্ষোভ পর্যটন মহলে । তবে যত শীঘ্র সম্ভব পরিষেবা স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে টয়ট্রেন কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন : Landslide in Darjeeling-Kalimpong: রাতভর বৃষ্টিতে ধস, ব্যাপক যানজট দার্জিলিং-কালিম্পঙে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.