ETV Bharat / state

Kalimpong Landside : টানা বৃষ্টির জেরে কালিম্পংয়ের 29 মাইলে ধস, যান চলাচলে বিঘ্ন

ভারী বৃষ্টিপাতের জেরে কালিম্পংয়ের 29 মাইলের 10 নম্বর জাতীয় সড়কে এদিন ধস নামে ৷ যার জেরে বন্ধ শিলিগুড়ি থেকে সিকিম ও কালিম্পংয়ের যান চলাচল। ধস সম্পূর্ণ সরিয়ে রাস্তা স্বাভাবিক করতে বেশ কিছুটা সময় লাগবে। এমনটাই প্রশাসনের তরফে জানানো হয়েছে ৷

Kalimpong Landside
কালিম্পংয়ের 29 মাইলে ধস
author img

By

Published : Sep 3, 2021, 4:45 PM IST

কালিম্পং, 3 সেপ্টেম্বর : টানা বৃষ্টিতে শুক্রবার সকালে কালিম্পংয়ের 29 মাইলের 10 নম্বর জাতীয় সড়কে ফের ধস নামে। যার জেরে বন্ধ রয়েছে শিলিগুড়ি থেকে সিকিম ও কালিম্পংয়ের যান চলাচল।

এদিন সকাল থেকেই ধস সরানোর কাজ শুরু করেছে পুলিশ প্রশাসন। জানা গিয়েছে, ধস সম্পূর্ণ সরিয়ে রাস্তা স্বাভাবিক করতে বেশ কিছুটা সময় লাগবে। ধসের ফলে রাস্তার দু'ধারে যানজটের সৃষ্টি হয়। ধস সরানোর কাজে নেমেছে কালিম্পং জেলা প্রশাসন। দু‘টো জেসিবি ধস সরানোর কাজে নেমেছে।

তবে ধস সরিয়ে যান চলাচল স্বাভাবিক হতে বেশ সময় লাগবে বলে জানিয়েছেন কালিম্পং জেলাশাসক ৷ প্রাথমিকভাবে কিছুটা ধস সরিয়ে একমুখী যান চলাচল শুরু করার চেষ্টা করছে প্রশাসন। ওই রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ। যতক্ষণ না ধস সরিয়ে রাস্তা স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ সিকিম ও কালিম্পংগামী সমস্ত যান দার্জিলিং দিয়ে ঘুরিয়ে দিচ্ছে পুলিশ।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সিকিমগামী গ্যাংটক রুমটেক সাঙ্গ রোডের প্রায় 15 কিলোমিটার রাস্তায় ধসের আশঙ্কা রয়েছে। পাহাড়ের ঢালের পাথর আলগা হয়ে যাওয়ায় ওই রাস্তা দিয়ে যাওয়া সমস্ত যান ঘুরিয়ে দেওয়া হয়েছে।

কালিম্পংয়ের 29 মাইলে ধস

আগামী 5 সেপ্টেম্বর পর্যন্ত ওই রাস্তা দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে বলে প্রশাসনের তরফে জানা গিয়েছে।

কালিম্পং, 3 সেপ্টেম্বর : টানা বৃষ্টিতে শুক্রবার সকালে কালিম্পংয়ের 29 মাইলের 10 নম্বর জাতীয় সড়কে ফের ধস নামে। যার জেরে বন্ধ রয়েছে শিলিগুড়ি থেকে সিকিম ও কালিম্পংয়ের যান চলাচল।

এদিন সকাল থেকেই ধস সরানোর কাজ শুরু করেছে পুলিশ প্রশাসন। জানা গিয়েছে, ধস সম্পূর্ণ সরিয়ে রাস্তা স্বাভাবিক করতে বেশ কিছুটা সময় লাগবে। ধসের ফলে রাস্তার দু'ধারে যানজটের সৃষ্টি হয়। ধস সরানোর কাজে নেমেছে কালিম্পং জেলা প্রশাসন। দু‘টো জেসিবি ধস সরানোর কাজে নেমেছে।

তবে ধস সরিয়ে যান চলাচল স্বাভাবিক হতে বেশ সময় লাগবে বলে জানিয়েছেন কালিম্পং জেলাশাসক ৷ প্রাথমিকভাবে কিছুটা ধস সরিয়ে একমুখী যান চলাচল শুরু করার চেষ্টা করছে প্রশাসন। ওই রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ। যতক্ষণ না ধস সরিয়ে রাস্তা স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ সিকিম ও কালিম্পংগামী সমস্ত যান দার্জিলিং দিয়ে ঘুরিয়ে দিচ্ছে পুলিশ।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সিকিমগামী গ্যাংটক রুমটেক সাঙ্গ রোডের প্রায় 15 কিলোমিটার রাস্তায় ধসের আশঙ্কা রয়েছে। পাহাড়ের ঢালের পাথর আলগা হয়ে যাওয়ায় ওই রাস্তা দিয়ে যাওয়া সমস্ত যান ঘুরিয়ে দেওয়া হয়েছে।

কালিম্পংয়ের 29 মাইলে ধস

আগামী 5 সেপ্টেম্বর পর্যন্ত ওই রাস্তা দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে বলে প্রশাসনের তরফে জানা গিয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.