শিলিগুড়ি, 27 মার্চ: কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের পাচার অভিযানে বড়সড় সাফল্য মিলল (DRI operation in siliguri) ৷ উদ্ধার হল কোটি টাকার সোনার বিস্কুট ও বিপুল পরিমাণ টাকা ৷ দুবাই থেকে সোনা এনে তা পাচারের ছক কষা হয়েছিল ৷ গোয়েন্দাদের চোখে ধুলো দিতে গাড়ির মধ্যে বিশেষ চেম্বার বানিয়ে তাতে লুকিয়ে সোনা পাচার করার চেষ্টা করেছিল পাচারকারীরা । সেই পরিকল্পনাতেই জল ঢেলে দিল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ ৷ গোপনসূত্রে খবর পেয়ে রবিবার ডিআরআই অভিযান চালায় ৷ সেই অভিযানে 3 পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে ৷ উদ্ধার হওয়া সোনার বিস্কুটের মূল্য কয়েক কোটি টাকা বলে জানা গিয়েছে ৷
ডিআরআই সূত্রে খবর, শিলিগুড়ি থেকে বৃন্দাবনে সোনা পাচার করার পরিকল্পনা ছিল পাচারকারীদের ৷ ধৃতদের নাম মুরারিলাল সোনি, সোনপাল সাইনি এবং শ্রী বৈজু । মুরারিলাল রাজস্থানের এবং বাকি দু’জন উত্তরপ্রদেশের মথুরার বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরা বিমানবন্দরের কাছে এয়ারপোর্ট মোড়ে অভিযান চালিয়ে একটি চারচাকার গাড়ি আটক করে তল্লাশি চালান ডিআরআই আধিকারিকরা । সেই তল্লাশিতে গাড়ির ভেতরে একটি বিশেষ চেম্বারের খোঁজ মেলে। চেম্বার খুলতেই সেখান থেকে 23টি সোনার বিস্কুট উদ্ধার হয় । প্রতিটি সোনার বিস্কুটের ওজন 166গ্রাম । সেগুলির কোনও বৈধ নথি ছিল না । ইতিমধ্যেই ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে ডিআরআই ।
আরও পড়ুন: 18 কেজি সোনা পাচারের ছক বানচাল ! গ্রেফতার অসমের 4 বাসিন্দা
আইনজীবী জানান, ডিআরআই একটি গাড়ি থেকে 2 কেজি 668 গ্রাম সোনা উদ্ধার করেছে । যার বাজারমূল্য 1 কোটি 57 লাখ টাকারও বেশি । উদ্ধার হওয়া সোনা দুবাইয়ের । ধৃতরা শিলিগুড়ির 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক ব্যক্তি রাজকুমার আগরওয়ালের কাছ থেকে বিদেশি সোনা কেনার জন্য একটি চুক্তি করে । এরপর ওই ব্যক্তিকে কিছু টাকাও দেয় তারা । সোনা নেওয়ার জন্য বৃন্দাবন থেকে শিলিগুড়ি পৌঁছয় । সোনা নিয়ে বৃন্দাবন যাওয়ার আগে ডিআরআই দল তাদের গ্রেফতার করে পাচারের পরিকল্পনা ভেস্তে দেয় । আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন । ধৃত তিন জনের বয়ানের ভিত্তিতে রাজকুমার আগরওয়ালের বাড়িতেও অভিযান চালানো হয় । সেখান থেকে 24 লক্ষ 40 হাজার টাকা উদ্ধার হয় । তবে রাজকুমার আগরওয়াল এখন অধরা । সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে ডিআরআই । রাজকুমারের কাছে সোনা কোথা থেকে এল তা খতিয়ে দেখা হচ্ছে ।