ETV Bharat / state

সূর্যোদয় দেখতে টাইগার হিলে টোকেন ব্যবস্থা - দর্জিলিং

এবার থেকে সূর্যোদয় দেখার জন্য টাইগার হিলে কাটতে হবে টোকেন । তীব্র যানজট কমাতেই এই নিয়ম চালু করল দার্জিলিং জেলা পুলিশ । গতকাল থেকেই এই ব্যবস্থা চালু হয়ে গেছে টাইগার হিলে ৷

সূর্যোদয়
author img

By

Published : Sep 2, 2019, 2:18 PM IST

Updated : Sep 2, 2019, 2:43 PM IST

দার্জিলিং, 2 সেপ্টেম্বর : এবার থেকে সূর্যোদয় দেখার জন্য টাইগার হিলে কাটতে হবে টোকেন । তীব্র যানজট কমাতেই এই নিয়ম চালু করল দার্জিলিং জেলা পুলিশ । গতকাল থেকেই এই ব্যবস্থা চালু হয়ে গেছে টাইগার হিলে ৷

প্রথম দিন অর্থাৎ রবিবার 24টি গাড়িকে টোকেন দেওয়া হয় । এর মধ্যে 23টি গাড়ি টাইগার হিলে যায় । টোকেনহীন 107টি গাড়িকে ফিরিয়ে দেওয়া হয় । অন্যদিকে সকাল সাতটা থেকে রাত সাতটা পর্যন্ত বড় গাড়িগুলিকে ঢুকতে দেওয়া হবে না বলেও জানিয়েছেন জেলা প্রশাসনের কর্তারা ।

এই বিষয়ে দার্জিলিং ট্র্যাফিক পুলিশের OC দর্জি শেরপা বলেন, " দার্জিলিং এর পথঘাট সংকীর্ণ । তার উপর যেখানে সেখানে যানবাহন পার্কিং ও গাড়ি আসার ফলে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে । এর কারণে স্কুল পড়ুয়া থেকে শুরু করে রোগীরা সব থেকে বেশি ভুক্তভোগী হচ্ছে । জোড়বাংলো থেকে দার্জিলিং পৌঁছাতে অনেক সময় তিন থেকে চার ঘণ্টা লেগে যাচ্ছে । তাই দার্জিলিং জেলা ট্র্যাফিক পুলিশ এই নিয়ম চালু করেছে । নিয়ম অনুযায়ী টাইগার হিলে টোকেন ছাড়া পর্যটকদের গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না । দার্জিলিং ট্র্যাফিক পুলিশের সদর অফিস থেকেই পাওয়া যাচ্ছে টোকেন ৷ সূর্যোদয় দেখতে যাওয়ার একদিন আগে সেটি নিতে হবে ৷ সকাল দশটা থেকে পাঁচটার মধ্যে দেওয়া হবে টোকেন । টোকেনের জন্য কোনও টাকা লাগছে না ৷ তবে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র (আর সি বুক) লাগছে । তবে ভোর তিনটে থেকে সকাল সাতটা পর্যন্ত টোকেন ছাড়া কোনও গাড়ি ঢুকতে দেওয়া হবে না ।

দেখুন ভিডিয়ো

আরও পড়ুন : পাহাড়ে হাতিয়ার হোম স্টে, পর্যটনে নয়া উদ্যোগ রাজ্যের

কার্সিয়ং থেকেও টোকেন দেওয়ার পরিকল্পনা রয়েছে । বাতাসিয়া লুপে পর্যটকদের গাড়ি ঢোকার সময় বদল করা হয়েছে । এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে পুলিশ । টাইগার হিল থেকে বাতাসিয়া হয়ে গান্ধি রোড, INA বাইপাস, কাকঝোরা হয়ে দার্জিলিং ঢুকতে হবে । তবে দার্জিলিং চিড়িয়াখানার কাছে সব গাড়ি ঢুকতে দেওয়া হবে না । কিছু গাড়ি পর্যটকদের নামিয়ে চলে আসতে পারবে । এখানে কোনও পার্কিং থাকবে না । এছাড়া লেবংকার্ট রোড হয়ে PWD মোড়ে গাড়ি থেকে নেমে হেঁটে চিড়িয়াখানা যেতে পারবেন পর্যটকরা । "


এই উদ্যোগের ফলে শহরে যানজট অনেকটাই কমবে বলে মনে করছে পুলিশ-প্রশাসনের কর্তারা । তবে একটি পর্যটন সংস্থা এই সিদ্ধান্তের বিরোধিতা করে মুখ্যমন্ত্রীকে চিঠিও দিয়েছে,কিন্তু এই চাপের কাছে পিছু না হঠে জেলা পুলিশ টোকেন সিস্টেম কার্যকর করেছে । এই বিষয়ে জেলা পুলিশের এক কর্তা বলেন, " টাইগার হিলে পর্যটন মরশুমে 700 থেকে 800 গাড়ি যায় । ফলে গাড়ি রাখার জায়গার অভাবে তিন কিলোমিটার পর্যন্ত গাড়ির লম্বা লাইন পড়ে যায় । এইজন্য বনবিভাগের কাছে পার্কিংয়ের জন্য জায়গা চাওয়া হয়েছে । এই জায়গা মিললে আরও সুবিধা হবে ।"

দার্জিলিং, 2 সেপ্টেম্বর : এবার থেকে সূর্যোদয় দেখার জন্য টাইগার হিলে কাটতে হবে টোকেন । তীব্র যানজট কমাতেই এই নিয়ম চালু করল দার্জিলিং জেলা পুলিশ । গতকাল থেকেই এই ব্যবস্থা চালু হয়ে গেছে টাইগার হিলে ৷

প্রথম দিন অর্থাৎ রবিবার 24টি গাড়িকে টোকেন দেওয়া হয় । এর মধ্যে 23টি গাড়ি টাইগার হিলে যায় । টোকেনহীন 107টি গাড়িকে ফিরিয়ে দেওয়া হয় । অন্যদিকে সকাল সাতটা থেকে রাত সাতটা পর্যন্ত বড় গাড়িগুলিকে ঢুকতে দেওয়া হবে না বলেও জানিয়েছেন জেলা প্রশাসনের কর্তারা ।

এই বিষয়ে দার্জিলিং ট্র্যাফিক পুলিশের OC দর্জি শেরপা বলেন, " দার্জিলিং এর পথঘাট সংকীর্ণ । তার উপর যেখানে সেখানে যানবাহন পার্কিং ও গাড়ি আসার ফলে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে । এর কারণে স্কুল পড়ুয়া থেকে শুরু করে রোগীরা সব থেকে বেশি ভুক্তভোগী হচ্ছে । জোড়বাংলো থেকে দার্জিলিং পৌঁছাতে অনেক সময় তিন থেকে চার ঘণ্টা লেগে যাচ্ছে । তাই দার্জিলিং জেলা ট্র্যাফিক পুলিশ এই নিয়ম চালু করেছে । নিয়ম অনুযায়ী টাইগার হিলে টোকেন ছাড়া পর্যটকদের গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না । দার্জিলিং ট্র্যাফিক পুলিশের সদর অফিস থেকেই পাওয়া যাচ্ছে টোকেন ৷ সূর্যোদয় দেখতে যাওয়ার একদিন আগে সেটি নিতে হবে ৷ সকাল দশটা থেকে পাঁচটার মধ্যে দেওয়া হবে টোকেন । টোকেনের জন্য কোনও টাকা লাগছে না ৷ তবে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র (আর সি বুক) লাগছে । তবে ভোর তিনটে থেকে সকাল সাতটা পর্যন্ত টোকেন ছাড়া কোনও গাড়ি ঢুকতে দেওয়া হবে না ।

দেখুন ভিডিয়ো

আরও পড়ুন : পাহাড়ে হাতিয়ার হোম স্টে, পর্যটনে নয়া উদ্যোগ রাজ্যের

কার্সিয়ং থেকেও টোকেন দেওয়ার পরিকল্পনা রয়েছে । বাতাসিয়া লুপে পর্যটকদের গাড়ি ঢোকার সময় বদল করা হয়েছে । এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে পুলিশ । টাইগার হিল থেকে বাতাসিয়া হয়ে গান্ধি রোড, INA বাইপাস, কাকঝোরা হয়ে দার্জিলিং ঢুকতে হবে । তবে দার্জিলিং চিড়িয়াখানার কাছে সব গাড়ি ঢুকতে দেওয়া হবে না । কিছু গাড়ি পর্যটকদের নামিয়ে চলে আসতে পারবে । এখানে কোনও পার্কিং থাকবে না । এছাড়া লেবংকার্ট রোড হয়ে PWD মোড়ে গাড়ি থেকে নেমে হেঁটে চিড়িয়াখানা যেতে পারবেন পর্যটকরা । "


এই উদ্যোগের ফলে শহরে যানজট অনেকটাই কমবে বলে মনে করছে পুলিশ-প্রশাসনের কর্তারা । তবে একটি পর্যটন সংস্থা এই সিদ্ধান্তের বিরোধিতা করে মুখ্যমন্ত্রীকে চিঠিও দিয়েছে,কিন্তু এই চাপের কাছে পিছু না হঠে জেলা পুলিশ টোকেন সিস্টেম কার্যকর করেছে । এই বিষয়ে জেলা পুলিশের এক কর্তা বলেন, " টাইগার হিলে পর্যটন মরশুমে 700 থেকে 800 গাড়ি যায় । ফলে গাড়ি রাখার জায়গার অভাবে তিন কিলোমিটার পর্যন্ত গাড়ির লম্বা লাইন পড়ে যায় । এইজন্য বনবিভাগের কাছে পার্কিংয়ের জন্য জায়গা চাওয়া হয়েছে । এই জায়গা মিললে আরও সুবিধা হবে ।"

Intro:পর্যটকদের সুবিধার্ধেই সানরাইজ দেখতে টোকেন চালু,টোকেন হীন গাড়ি ফেরানো হচ্ছে


দার্জিলিং,2সেপ্টেম্বর: পর্যটকদের স্বার্থেই টাইগার হিলে সান রাইজ দেখতে টোকেনের ব্যবস্থা । রবিবার থেকেই দার্জিলিংয়ে টাইগার হিলে সূর্যোদয় দেখতে পর্যটকদের গাড়ি ঢুকতে টোকেন লাগছে । শৈলশহর দার্জিলিংয়ে তীব্র যানজট কমাতে অভিনব এই নিয়ম চালু করল দার্জিলিং জেলা পুলিশ । একটি পর্যটন সংস্থা এই সিদ্ধান্তের বিরোধিতা করে মুখ্যমন্ত্রীকে চিঠিও দিয়েছে ।কিন্তু এই চাপের কাছে পিছু না হঠে জেলা পুলিশ টোকেন সিস্টেম কার্যকর করেছে ।প্রথম দিন 24টি গাড়িকে টোকেন দেওয়া হয় । এর মধ্যে 23টি গাড়ি টাইগার হিলে যায় । এছাড়া টোকেনহীন 107টি গাড়িকে ফিরিয়ে দেওয়া হয় ।এছাড়া সকাল সাতটা থেকে রাত সাতটা পর্যন্ত বড় গাড়ি যেমন গ্যাসের গাড়ি,জলের ট্যাঙ্কার,সেনা ট্রাক ও অন্যান্য ভারী গাড়ি শৈলশহরে ঢুকতে দেওয়া হবে না বলে জেলা প্রশাসনের কর্তারা জানিয়েছেন ।



Body:দার্জিলিং ট্রাফিক পুলিশের ওসি দর্জি শেরপা বলেন, দার্জিলিং পাহাড়ে এমনিতেই পথঘাট সংকীর্ণ । তার উপর যত্রতত্র যানবাহন পার্কিং ও গাড়ি এন্ট্রির ফলে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে । স্কুল পড়ুয়া থেকে শুরু করে রোগীরা সব থেকে বেশি ভুক্তভোগী হচ্ছে । জোড়বাংলো থেকে দার্জিলিং পৌঁছাতে অনেক সময় তিন থেকে চার ঘন্টা লেগে যাচ্ছে । বাধ্য হয়ে এর থেকে মুক্তির উপায় হিসাবে সমাজের বিভিন্ন লোকেদের পরামর্শ চাওয়া হয় । সেই পরামর্শ মেনেই দার্জিলিং জেলা ট্রাফিক পুলিশ এই নিয়ম চালু করেছে । এই নিয়ম অনুযায়ী টাইগার হিলে টোকেন ছাড়া পর্যটকদের গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না । দার্জিলিং ট্রাফিক পুলিশের সদর অফিস থেকে টাইগার হিলে সানরাইজ দেখতে যাওয়ার একদিন আগে সকাল দশটা থেকে পাঁচটার মধ্যে টোকেন দেওয়া । বিনে পয়সায় টোকেন মিলছে । তবে এজ্ন্য ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র(আর সি বুক) লাগছে । ওই টোকেন নিয়ে গেলেই টাইগার হিলে গাড়ি ঢুকতে দিচ্ছে পুলিশ । ভোর তিনটে থেকে সকাল সাত্টে পর্যন্ত টোকেন ছাড়া কোনো গাড়ি ঢুকতে দেওয়া হবে না । কার্শিয়াং থেকেও টোকেন দেওয়ার পরিকল্পনা রয়েছে ।বাতাসিয়া লুপে পর্যটকদের গাড়ি ঢোকার সময় বদল করা হয়েছে । এতদিন ভোর ছয়টা থেকে বাতাসিয়ায় পৌছতে পারলেও এখন থেকে পর্যটকদের গাড়ি সকাল দশটার আগে ঢুকতে দেওয়া হবে না । এজ্ন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে পুলিশ । টাইগার হিল থেকে বাতাসিয়া হয়ে গান্ধী রোড,আইএনএ বাইপাস,কাকঝোরা হয়ে দার্জিলিং শহরে ঢুকতে হবে । দার্জিলিং চিড়িয়াখানার কাছে সব গাড়ি ঢুকতে দেওয়া হবে না । কিছু গাড়ি পর্যটকদের নামিয়ে চলে আসতে পারবে । এখানে কোনো পার্কিং থাকবে না । এছাড়া লেবংকার্ট রোড হয়ে পিডব্লুডি মোড়ে গাড়ি থেকে নেমে হেঁটে চিড়িয়াখানা যেতে পারবেন পর্যটকরা ।


Conclusion:এভাবেই শৈলশহরে যানজট কমাতে উদ্যোগী হয়েছে দার্জিলিং পুলিশ । একইসঙ্গে পর্যটকদেরও যানজটের ফাঁস থেকে মুক্তি দেওয়ার চেষ্টায় জেলা পুলিশ ।এরফলে যানজট অনেকটাই কমবে বলে মনে করছে পুলিশ-প্রশাসনের কর্তারা । এছাড়া যত্রতত্র গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান বেশ কিছুদিন ধরেই চলছে । জেলা পুলিশের এক কর্তা বলেন, টাইগার হিলে পর্যটন মরশুমে 700থেকে 800 গাড়ি যায় । ফলে গাড়ি রাখার জায়গার অভাবে তিন কিলোমিটার পর্যন্ত গাড়ির লম্বা লাইন পড়ে যায় । এইজন্য বনবিভাগের কাছে পার্কিংয়ের জন্য জায়গা চাওয়া হয়েছে ।এই জায়গা মিললে আরো সুবিধাহবে।
Last Updated : Sep 2, 2019, 2:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.