ETV Bharat / state

Siliguri Robbery Case: শিলিগুড়ির গাড়ির শোরুমে দুঃসাহসিক ডাকাতি, লুট 24 লক্ষ টাকা

শিলিগুড়ির মাটিগাড়ায় গাড়ির শোরুমে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল ৷ নিরাপত্তা রক্ষীদের মারধর করে বেঁধে রেখে 24 লক্ষ টাকা লুট করে পালাল দুষ্কৃতীরা ৷

Siliguri Robbery Case
Siliguri Robbery Case
author img

By

Published : Jun 30, 2023, 1:01 PM IST

Updated : Jun 30, 2023, 2:12 PM IST

শিলিগুড়ির গাড়ির শোরুমে দুঃসাহসিক ডাকাতি

দার্জিলিং, 30 জুন: গাড়ির শোরুমে দু:সাহসিক ডাকাতি । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে । পাশাপাশি পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন । ওই শোরুম থেকে লুট হয়েছে প্রায় 24 লক্ষ টাকা । শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া ব্লকের ওই শোরুমে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোর পৌনে চারটে নাগাদ সাত জনের একটি দুষ্কৃতীর দল শোরুমে ওই ডাকাতির ঘটনা ঘটায় । আধ ঘণ্টার মধ্যে গোটা লুটের ঘটনা ঘটেছে । লকার ভাঙতে না পারায় গোটা লকার নিয়েই চম্পট দেয় দুষ্কৃতীরা । ওই বিষয়ে শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী বলেন, "ঘটনার তদন্ত শুরু হয়েছে । তদন্তের জন্য বিশেষ দল গঠন করা হয়েছে । সিসি ক্যামেরার ফুটেজ যাচাই করা হয়েছে ।"

শোরুমের মালিক নির্মল গর্গ জানান, সাতজন এসেছিল । দেওয়াল টপকে ভিতরে ঢোকে । অফিসের সমস্ত আলমারি, ড্রয়্যার ভেঙেছে । প্রায় 24 লক্ষ টাকা লুট হয়েছে । শোরুমের ম্যানেজার অমিত ভৌমিক বলেন, মাত্র আধঘণ্টার মধ্যে ডাকাতি করে পালায় দুষ্কৃতীরা । সাতজনের মতো এসেছিল । নিরাপত্তারক্ষীদের মারধর করে তাঁদের বেঁধে রেখে ডাকাতি করা হয় । ঈদের কারণে ব্যাংক বন্ধ থাকায় টাকা জমা করা যায়নি । সেই কারণে টাকা শোরুমের লকারেই রাখা হয়েছিল । প্রায় 24 লক্ষ টাকা লুট হয়েছে ।

আরও পড়ুন: সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি, দুষ্কৃতীদের বোমাবাজিতে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

জানা গিয়েছে, পৌনে চারটে নাগাদ সাত জনের ওই দুষ্কৃতী দল শোরুমে পৌঁছয় । বাইরে থাকা দুজন নিরাপত্তারক্ষীকে মারধর করা হয়, তারপর তাঁদের বেঁধে রাখে । বাইরে থাকে তিনজন ও শোরুমের ভিতরে ঢোকে চারজন । তারা ঢুকে সোজা ক্যাশিয়ারের অফিসে ঢুকে ভাঙচুর চালায় । লকার ভাঙার চেষ্টা করে । কিন্তু ভাঙতে বিফল হলে গোটা লকার নিয়েই চম্পট দেয় দুষ্কৃতীরা ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় শোরুমের কর্মী জড়িত রয়েছে বলে সন্দেহ পুলিশের । কারণ ঈদের কারণে শোরুমে যে এত টাকা লকারেই রয়েছে সেটা শুধুমাত্র শোরুমের কর্মী ছাড়া আর কারও জানা সম্ভব নয় । পাশাপাশি ওই ঘটনায় কোনও বন্দুক ব্যবহারের প্রমাণ পায়নি পুলিশ । ধারাল অস্ত্র দিয়ে ভয় দেখিয়েই ওই ডাকাতি করা হয়েছে এবং জাতীয় সড়ক ধরে পালিয়ে গা ঢাকা দিয়েছে দুষ্কৃতীরা । শহরের প্রত্যেক প্রবেশ ও বাইরের পয়েন্টে নাকা তল্লাশি বসিয়েছে পুলিশ । নজর রাখা হয়েছে বাংলা-বিহার, বাংলা-অসম-সহ বাংলা-নেপাল সীমান্তেও । তদন্তের কিনারা কর‍তে স্পেশাল অপারেশন গ্রুপ, গোয়েন্দা বিভাগ ও মাটিগাড়া থানার পুলিশকে নিয়ে একটি বিশেষ দল গঠন করা হয়েছে পুলিশ কমিশনারেটের তরফে ।

শিলিগুড়ির গাড়ির শোরুমে দুঃসাহসিক ডাকাতি

দার্জিলিং, 30 জুন: গাড়ির শোরুমে দু:সাহসিক ডাকাতি । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে । পাশাপাশি পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন । ওই শোরুম থেকে লুট হয়েছে প্রায় 24 লক্ষ টাকা । শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া ব্লকের ওই শোরুমে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোর পৌনে চারটে নাগাদ সাত জনের একটি দুষ্কৃতীর দল শোরুমে ওই ডাকাতির ঘটনা ঘটায় । আধ ঘণ্টার মধ্যে গোটা লুটের ঘটনা ঘটেছে । লকার ভাঙতে না পারায় গোটা লকার নিয়েই চম্পট দেয় দুষ্কৃতীরা । ওই বিষয়ে শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী বলেন, "ঘটনার তদন্ত শুরু হয়েছে । তদন্তের জন্য বিশেষ দল গঠন করা হয়েছে । সিসি ক্যামেরার ফুটেজ যাচাই করা হয়েছে ।"

শোরুমের মালিক নির্মল গর্গ জানান, সাতজন এসেছিল । দেওয়াল টপকে ভিতরে ঢোকে । অফিসের সমস্ত আলমারি, ড্রয়্যার ভেঙেছে । প্রায় 24 লক্ষ টাকা লুট হয়েছে । শোরুমের ম্যানেজার অমিত ভৌমিক বলেন, মাত্র আধঘণ্টার মধ্যে ডাকাতি করে পালায় দুষ্কৃতীরা । সাতজনের মতো এসেছিল । নিরাপত্তারক্ষীদের মারধর করে তাঁদের বেঁধে রেখে ডাকাতি করা হয় । ঈদের কারণে ব্যাংক বন্ধ থাকায় টাকা জমা করা যায়নি । সেই কারণে টাকা শোরুমের লকারেই রাখা হয়েছিল । প্রায় 24 লক্ষ টাকা লুট হয়েছে ।

আরও পড়ুন: সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি, দুষ্কৃতীদের বোমাবাজিতে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

জানা গিয়েছে, পৌনে চারটে নাগাদ সাত জনের ওই দুষ্কৃতী দল শোরুমে পৌঁছয় । বাইরে থাকা দুজন নিরাপত্তারক্ষীকে মারধর করা হয়, তারপর তাঁদের বেঁধে রাখে । বাইরে থাকে তিনজন ও শোরুমের ভিতরে ঢোকে চারজন । তারা ঢুকে সোজা ক্যাশিয়ারের অফিসে ঢুকে ভাঙচুর চালায় । লকার ভাঙার চেষ্টা করে । কিন্তু ভাঙতে বিফল হলে গোটা লকার নিয়েই চম্পট দেয় দুষ্কৃতীরা ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় শোরুমের কর্মী জড়িত রয়েছে বলে সন্দেহ পুলিশের । কারণ ঈদের কারণে শোরুমে যে এত টাকা লকারেই রয়েছে সেটা শুধুমাত্র শোরুমের কর্মী ছাড়া আর কারও জানা সম্ভব নয় । পাশাপাশি ওই ঘটনায় কোনও বন্দুক ব্যবহারের প্রমাণ পায়নি পুলিশ । ধারাল অস্ত্র দিয়ে ভয় দেখিয়েই ওই ডাকাতি করা হয়েছে এবং জাতীয় সড়ক ধরে পালিয়ে গা ঢাকা দিয়েছে দুষ্কৃতীরা । শহরের প্রত্যেক প্রবেশ ও বাইরের পয়েন্টে নাকা তল্লাশি বসিয়েছে পুলিশ । নজর রাখা হয়েছে বাংলা-বিহার, বাংলা-অসম-সহ বাংলা-নেপাল সীমান্তেও । তদন্তের কিনারা কর‍তে স্পেশাল অপারেশন গ্রুপ, গোয়েন্দা বিভাগ ও মাটিগাড়া থানার পুলিশকে নিয়ে একটি বিশেষ দল গঠন করা হয়েছে পুলিশ কমিশনারেটের তরফে ।

Last Updated : Jun 30, 2023, 2:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.