ETV Bharat / state

কোরোনা : পাহাড়ের চেকিং পয়েন্টগুলিতে বসছে ইনফ্রারেড থার্মাল স্ক্যানার

কোরোনা রুখতে পাহাড়ের চেকিং পয়েন্টগুলিতে বসানো হচ্ছে ইনফ্রারেড থার্মাল স্ক্যানার । এতে স্বাস্থ্য় কর্মী ছাড়াই মাপা যাবে শরীরের তাপমাত্রা ।

author img

By

Published : Apr 11, 2020, 10:31 AM IST

Darjeeling
ইনফ্রারেড থার্মাল স্ক্যানার

কালিম্পং, 11 এপ্রিল : কোরোনা সংক্রমণ রুখতে এবার দার্জিলিঙে বসছে ইনফ্রারেড থার্মাল স্ক্যানার । যা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (GTA) এলাকার চেকিং পয়েন্টগুলিতে বসানোর সিদ্ধান্ত হয়েছে । এর ফলে চেকিং পয়েন্ট দিয়ে যাওয়া প্রত্যেকের কোরোনা উপসর্গ, জ্বর বা শরীরের তাপমাত্রা নির্ণয় করা যাবে । আপতত সুকনা সংলগ্ন শিমূলবাড়ি ও তিস্তাবাজারের কাছে চিত্রে এলাকায় এই বিশেষ স্ক্যানার বসানো হচ্ছে । তবে, কয়েকদিনের মধ্যেই অন্যান্য পয়েন্টগুলিতেও এই স্ক্যানার বসানো হবে বলে জানালেন GTA চেয়ারম্যান অনিত থাপা ।

ইনফ্রারেড থার্মাল স্ক্যানার বসলে শরীরে তাপমাত্রা মাপার জন্য কোনও স্বাস্থ্যকর্মীর দরকার পড়বে না । এটি চেকিং পয়েন্টের গেটে বসিয়ে দিলেই নিজে থেকে চেকিং পয়েন্ট দিয়ে যাতায়াত করা সকলের তাপমাত্রা নির্ণয় করা যাবে । কাউকে না ছুঁয়েই এই স্ক্যানারের মাধ্যমে শরীরের তাপমাত্রা মাপা সম্ভব হবে । কারও শরীরের তাপমাত্রা আচমকা বাড়লে পাশে থাকা LED স্ক্রিনে লাল আলো দেখাবে । তাতে নির্দিষ্ট ব্যক্তি চিহ্নিত হবেন । এর ফলে সুরক্ষিত থাকবেন স্বাস্থ্যকর্মীরা । এবিষয়ে অনিত থাপা বলেন, " এই স্ক্যানারের ফলে স্বাস্থ্য়কর্মীরা সুরক্ষিত থাকবেন । কারও কোরোনার লক্ষণ বা উপসর্গ দেখা দিলে় কোয়ারানটাইনে রেখে সোয়াব পরীক্ষা করা হবে । এভাবে পাহাড়ে কোরোনার বিরুদ্ধে লড়াইকে গতি আনতে চাইছে GTA ।"

উত্তরবঙ্গে এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের । তাঁর সংস্পর্শে আসা প্রত্যেককেই কোয়ারানটাইনে রাখা হয়েছে । আক্রান্তের সংখ্যাও 10 ছাড়িয়েছে । কোরোনা উপসর্গ নিয়ে প্রতিদিনই স্বাস্থ্য পরীক্ষা করাতে আসছেন বহু মানুষ । এই পরিস্থিতিতে কোনওভাবেই যাতে সংক্রমণ না বাড়ে তার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন ।

কালিম্পং, 11 এপ্রিল : কোরোনা সংক্রমণ রুখতে এবার দার্জিলিঙে বসছে ইনফ্রারেড থার্মাল স্ক্যানার । যা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (GTA) এলাকার চেকিং পয়েন্টগুলিতে বসানোর সিদ্ধান্ত হয়েছে । এর ফলে চেকিং পয়েন্ট দিয়ে যাওয়া প্রত্যেকের কোরোনা উপসর্গ, জ্বর বা শরীরের তাপমাত্রা নির্ণয় করা যাবে । আপতত সুকনা সংলগ্ন শিমূলবাড়ি ও তিস্তাবাজারের কাছে চিত্রে এলাকায় এই বিশেষ স্ক্যানার বসানো হচ্ছে । তবে, কয়েকদিনের মধ্যেই অন্যান্য পয়েন্টগুলিতেও এই স্ক্যানার বসানো হবে বলে জানালেন GTA চেয়ারম্যান অনিত থাপা ।

ইনফ্রারেড থার্মাল স্ক্যানার বসলে শরীরে তাপমাত্রা মাপার জন্য কোনও স্বাস্থ্যকর্মীর দরকার পড়বে না । এটি চেকিং পয়েন্টের গেটে বসিয়ে দিলেই নিজে থেকে চেকিং পয়েন্ট দিয়ে যাতায়াত করা সকলের তাপমাত্রা নির্ণয় করা যাবে । কাউকে না ছুঁয়েই এই স্ক্যানারের মাধ্যমে শরীরের তাপমাত্রা মাপা সম্ভব হবে । কারও শরীরের তাপমাত্রা আচমকা বাড়লে পাশে থাকা LED স্ক্রিনে লাল আলো দেখাবে । তাতে নির্দিষ্ট ব্যক্তি চিহ্নিত হবেন । এর ফলে সুরক্ষিত থাকবেন স্বাস্থ্যকর্মীরা । এবিষয়ে অনিত থাপা বলেন, " এই স্ক্যানারের ফলে স্বাস্থ্য়কর্মীরা সুরক্ষিত থাকবেন । কারও কোরোনার লক্ষণ বা উপসর্গ দেখা দিলে় কোয়ারানটাইনে রেখে সোয়াব পরীক্ষা করা হবে । এভাবে পাহাড়ে কোরোনার বিরুদ্ধে লড়াইকে গতি আনতে চাইছে GTA ।"

উত্তরবঙ্গে এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের । তাঁর সংস্পর্শে আসা প্রত্যেককেই কোয়ারানটাইনে রাখা হয়েছে । আক্রান্তের সংখ্যাও 10 ছাড়িয়েছে । কোরোনা উপসর্গ নিয়ে প্রতিদিনই স্বাস্থ্য পরীক্ষা করাতে আসছেন বহু মানুষ । এই পরিস্থিতিতে কোনওভাবেই যাতে সংক্রমণ না বাড়ে তার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.