ETV Bharat / state

রাস্তায় ছবি এঁকে কোরোনা সচেতনতার বার্তা এবার দার্জিলিংয়ে

author img

By

Published : Apr 18, 2020, 10:33 PM IST

কলকাতা , বীরভূমের পর এবার রাস্তায় ছবি এঁকে মোর্চার তরফে কোরোনা সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে ৷

Darjeeling
দার্জিলিং

দার্জিলিং , 18 এপ্রিল : ঘর ছেড়ে পথে বেরোলেই কোরোনার ভয় মনে করাবে ছবি । মোর্চার তরফে এবার পাহাড়ে রাস্তায় ছবি আঁকা শুরু হল । স্থানীয় শিল্পী মহেন্দ্র থামির মাধ্যমে আজ দার্জিলিংয়ের চকবাজারে কোরোনা নিয়ে সতর্কতা বাড়াতে রাস্তায় ছবি আঁকা হয় ।

এবিষয়ে মোর্চা নেতা বিনয় তামাঙ বলেন, ''দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র চকবাজার , সুপার মার্কেটে আপাতত এই ছবি আঁকা হচ্ছে । কোরোনা নিয়ে সচেতনতা বাড়াতে এরপর কালিম্পং , কার্সিয়াং ও মিরিকেও এই উদ্যোগ নেওয়া হয়েছে । লকডাউন আরও বাড়লে ছবি আঁকা হচ্ছে পর্যটকদের আকর্ষণের মূল কেন্দ্র ম্যালেও ।''

দেওয়ালে ছবি না এঁকে বা রাস্তার ধারে পোস্টার বা ফ্লেক্স না লাগিয়ে পথে ছবি আঁকা কেন ? -এই প্রশ্নের উত্তরে বিনয় তামাঙ বলেন , ''সাধারণত দেওয়ালে বা রাস্তার ধারে পোস্টারিং বা পেইন্টিং হলে মানুষের নজর এড়িয়ে যেতে পারে । কিন্তু পথের উপর ছবির আঁকা হলে তার সম্ভাবনা নেই । লকডাউনের মধ্যে খুব জরুরি দরকার ছাড়া বাড়ির বাইরে যাতে কেউ না বের হন তার জন্যই এবার দার্জিলিং পাহাড়েও পেইন্টিংয়ের সহায়তা নেওয়া হল ।''

এর আগে পথে ছবি এঁকে কোরোনা সচেতনতায় এগিয়ে এসেছে বীরভূম , কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা ৷ এবার শৈলশহর দার্জিলিং- ও একই পন্থা নিল ।

দার্জিলিং , 18 এপ্রিল : ঘর ছেড়ে পথে বেরোলেই কোরোনার ভয় মনে করাবে ছবি । মোর্চার তরফে এবার পাহাড়ে রাস্তায় ছবি আঁকা শুরু হল । স্থানীয় শিল্পী মহেন্দ্র থামির মাধ্যমে আজ দার্জিলিংয়ের চকবাজারে কোরোনা নিয়ে সতর্কতা বাড়াতে রাস্তায় ছবি আঁকা হয় ।

এবিষয়ে মোর্চা নেতা বিনয় তামাঙ বলেন, ''দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র চকবাজার , সুপার মার্কেটে আপাতত এই ছবি আঁকা হচ্ছে । কোরোনা নিয়ে সচেতনতা বাড়াতে এরপর কালিম্পং , কার্সিয়াং ও মিরিকেও এই উদ্যোগ নেওয়া হয়েছে । লকডাউন আরও বাড়লে ছবি আঁকা হচ্ছে পর্যটকদের আকর্ষণের মূল কেন্দ্র ম্যালেও ।''

দেওয়ালে ছবি না এঁকে বা রাস্তার ধারে পোস্টার বা ফ্লেক্স না লাগিয়ে পথে ছবি আঁকা কেন ? -এই প্রশ্নের উত্তরে বিনয় তামাঙ বলেন , ''সাধারণত দেওয়ালে বা রাস্তার ধারে পোস্টারিং বা পেইন্টিং হলে মানুষের নজর এড়িয়ে যেতে পারে । কিন্তু পথের উপর ছবির আঁকা হলে তার সম্ভাবনা নেই । লকডাউনের মধ্যে খুব জরুরি দরকার ছাড়া বাড়ির বাইরে যাতে কেউ না বের হন তার জন্যই এবার দার্জিলিং পাহাড়েও পেইন্টিংয়ের সহায়তা নেওয়া হল ।''

এর আগে পথে ছবি এঁকে কোরোনা সচেতনতায় এগিয়ে এসেছে বীরভূম , কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা ৷ এবার শৈলশহর দার্জিলিং- ও একই পন্থা নিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.