ETV Bharat / state

Congress New Campaign: পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগে বাড়াতে মরিয়া কংগ্রেস - হাত সে হাত জোড়ো

শেষ হয়েছে কংগ্রেসের ভারত জোড় যাত্রা ৷ জন সংযোগ বাড়াতে আবার নতুন যাত্রা শুরু কংগ্রেসের (Congress Started New Campaign)৷ তবে এবারের প্রচারাভিযানের নাম 'হাত সে হাত জোড়ো' ৷ বৃহস্পতিবার এই কর্মসূচির কথা জানিয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় পর্যবেক্ষক তথা কাশ্মীর প্রদেশ কংগ্রেস নেতা মহম্মদ আহমেদ মীর কাশ্মীর।

Congress Started New Campaign
কংগ্রেসের নতুন কর্মসূূচি 'হাত সে হাত জোড়ো'
author img

By

Published : Feb 10, 2023, 12:25 PM IST

শিলিগুড়ি, 10 ফেব্রুয়ারি: ভারত জড়োর পর কংগ্রেসের নতুন উদ্যোগ 'হাত সে হাত জোড়ো' যাত্রা (Campaign Hath se Hath Jodo for Public Relation)৷ জন সংযোগ বাড়াতেই এই উদ্যোগ ৷ বৃহস্পতিবার দার্জিলিং জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে ওই কর্মসূচির কথা জানিয়েছেন দলের সর্বভারতীয় পর্যবেক্ষক তথা কাশ্মীর প্রদেশ কংগ্রেস নেতা মহম্মদ আহমেদ মীর কাশ্মীর । এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি শঙ্কর মালাকার ।
লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে জনসংযোগ বাড়াতে 'হাত সে হাত জোড়ো' যাত্রা করতে চলেছে কংগ্রেস । 26 জানুয়ারি থেকে দেশের বিভিন্ন রাজ্যে এই যাত্রা শুরু হয়ে গিয়েছে । এবার এই যাত্রা দার্জিলিং জেলা থেকে এইরাজ্যে শুরু হতে চলেছে । বৃহস্পতিবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সভাপতিদের নিয়ে বৈঠকের পর সিদ্ধান্ত হয় চলতি মাসের শেষ সপ্তাহেই শুরু হবে ওই যাত্রা ।

ভারত জড়ো যাত্রায় ভালো সাফল্য মিলেছে বলে দাবি করেছেন মীর । ওই যাত্রার পর এবার এই নতুন কর্মসূচি শুরু করতে চলেছে কংগ্রেস । ইতিমধ্যেই গত 26 জানুয়ারি কাশ্মীর থেকে এই নতুন কর্মসূচির সূচনা হয়েছে । 'হাত সে হাত জোড়ো' কর্মসূচিতে কংগ্রেস কর্মীরা যেমন মানববন্ধন করবেন, পাশাপাশি তাঁরা কেন্দ্র সরকারের দ্বিচারিতা তুলে ধরে লিফলেট নিয়ে সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাবেন । এছাড়া জেলা সম্মেলন, রাজ্য সম্মেলনও করবে । কংগ্রেস কর্মীদের উদ্বুদ্ধ করার পাশাপাশি জনসংযোগ বাড়ানোই লক্ষ্য এই কর্মসূচির । 2024 সালেই লোকসভা নির্বাচন । এদিকে রাজ্যে কংগ্রেসের সংগঠন বেশ দুর্বল। রাজ্যে তাদের কোনও বিধায়ক নেই । এই কর্মসূচিকে কাজে লাগিয়ে পঞ্চায়েতের আগে হারানো সংগঠন ফিরে পেতে চায় হাত শিবির ।

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনৈতিক কারণে এক কোটি টাকা পাচার ? তদন্তে কলকাতা পুলিশের এসটিএফ

মীর কাশ্মীর বলেন, "ক্ষমতায় এসে কোটি কোটি বেকারকে চাকরি দেওয়ার কথা বলেছিল বিজেপি । এমনকী জিনিসপত্রের দাম কমানোর আশ্বাসও দেওয়া হয়েছিল। তা তো হয়নি বরং উলটোটাই হয়েছে । আমাদের সময়ে গ্যাস, পেট্রলের যা দাম ছিল তা এখন আকাশছোঁয়া । কেউ চাকরি পায়নি উলটে করোনার জন্য বেকারের সংখ্যা বেড়েছে । সবকিছু বেসরকারি সংস্থাকে বিক্রি করে দিচ্ছে । এসবই লিফলেটের মাধ্যমে তুলে ধরা হবে আমজনতার কাছে । প্রত্যেকের বাড়ি গিয়ে এই লিফলেট দিয়ে তাদের সঙ্গে হাত মেলানো হবে তাই নাম দেওয়া হয়েছে 'হাত সে হাত জোড়ো' ।"

শিলিগুড়ি, 10 ফেব্রুয়ারি: ভারত জড়োর পর কংগ্রেসের নতুন উদ্যোগ 'হাত সে হাত জোড়ো' যাত্রা (Campaign Hath se Hath Jodo for Public Relation)৷ জন সংযোগ বাড়াতেই এই উদ্যোগ ৷ বৃহস্পতিবার দার্জিলিং জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে ওই কর্মসূচির কথা জানিয়েছেন দলের সর্বভারতীয় পর্যবেক্ষক তথা কাশ্মীর প্রদেশ কংগ্রেস নেতা মহম্মদ আহমেদ মীর কাশ্মীর । এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি শঙ্কর মালাকার ।
লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে জনসংযোগ বাড়াতে 'হাত সে হাত জোড়ো' যাত্রা করতে চলেছে কংগ্রেস । 26 জানুয়ারি থেকে দেশের বিভিন্ন রাজ্যে এই যাত্রা শুরু হয়ে গিয়েছে । এবার এই যাত্রা দার্জিলিং জেলা থেকে এইরাজ্যে শুরু হতে চলেছে । বৃহস্পতিবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সভাপতিদের নিয়ে বৈঠকের পর সিদ্ধান্ত হয় চলতি মাসের শেষ সপ্তাহেই শুরু হবে ওই যাত্রা ।

ভারত জড়ো যাত্রায় ভালো সাফল্য মিলেছে বলে দাবি করেছেন মীর । ওই যাত্রার পর এবার এই নতুন কর্মসূচি শুরু করতে চলেছে কংগ্রেস । ইতিমধ্যেই গত 26 জানুয়ারি কাশ্মীর থেকে এই নতুন কর্মসূচির সূচনা হয়েছে । 'হাত সে হাত জোড়ো' কর্মসূচিতে কংগ্রেস কর্মীরা যেমন মানববন্ধন করবেন, পাশাপাশি তাঁরা কেন্দ্র সরকারের দ্বিচারিতা তুলে ধরে লিফলেট নিয়ে সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাবেন । এছাড়া জেলা সম্মেলন, রাজ্য সম্মেলনও করবে । কংগ্রেস কর্মীদের উদ্বুদ্ধ করার পাশাপাশি জনসংযোগ বাড়ানোই লক্ষ্য এই কর্মসূচির । 2024 সালেই লোকসভা নির্বাচন । এদিকে রাজ্যে কংগ্রেসের সংগঠন বেশ দুর্বল। রাজ্যে তাদের কোনও বিধায়ক নেই । এই কর্মসূচিকে কাজে লাগিয়ে পঞ্চায়েতের আগে হারানো সংগঠন ফিরে পেতে চায় হাত শিবির ।

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনৈতিক কারণে এক কোটি টাকা পাচার ? তদন্তে কলকাতা পুলিশের এসটিএফ

মীর কাশ্মীর বলেন, "ক্ষমতায় এসে কোটি কোটি বেকারকে চাকরি দেওয়ার কথা বলেছিল বিজেপি । এমনকী জিনিসপত্রের দাম কমানোর আশ্বাসও দেওয়া হয়েছিল। তা তো হয়নি বরং উলটোটাই হয়েছে । আমাদের সময়ে গ্যাস, পেট্রলের যা দাম ছিল তা এখন আকাশছোঁয়া । কেউ চাকরি পায়নি উলটে করোনার জন্য বেকারের সংখ্যা বেড়েছে । সবকিছু বেসরকারি সংস্থাকে বিক্রি করে দিচ্ছে । এসবই লিফলেটের মাধ্যমে তুলে ধরা হবে আমজনতার কাছে । প্রত্যেকের বাড়ি গিয়ে এই লিফলেট দিয়ে তাদের সঙ্গে হাত মেলানো হবে তাই নাম দেওয়া হয়েছে 'হাত সে হাত জোড়ো' ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.