শিলিগুড়ি,16 জুলাই: পর্যটন মন্ত্রী গৌতম দেবের এক দেহরক্ষী কোরোনায় আক্রান্ত । বর্তমানে তিনি কোভিড হাসপাতালে চিকিৎসাধীন। সেই কারণে 14 দিনের জন্য হোম আইসোলেশন থাকবেন গৌতম দেব। আগামী 19 জুলাই মন্ত্রীর সোয়াব টেস্ট করানো হবে। এই পরিস্থিতিতে দলীয় এবং প্রশাসনিক সমস্ত কর্মসূচি বাতিল করেছেন খোদ গৌতম দেবই।
সম্প্রতি নিউ জলপাইগুড়িতে একটি দলীয় কর্মসূচিতে অংশ নেন তিনি। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় এক শ্রমিক নেতা। পরে জানা যায় তিনিও কোরনা আক্রান্ত। এরপর দ্রুত ওই শ্রমিক নেতাকে কোভিড হাসপাতালে ভরতি করানো হয়েছিল। আপাতত তিনি সুস্থ। কিন্তু বিপদ কিছুতেই পিছু ছাড়ছে না। এবার আক্রান্ত পর্যটন মন্ত্রী গৌতম দেব দেহরক্ষী। তার বাড়ি উত্তর দিনাজপুরের চোপড়ায়। এই পরিস্থিতিতে আপাতত হোম আইসলেশনে গিয়েছেন মন্ত্রী গৌতম দেব।
ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন ," দেহরক্ষী আক্রান্ত হওয়ায় কোনও ঝুঁকি না নিয়ে আপাতত আমি হোম আইসলেশনে থাকছি। শিলিগুড়ি কলেজ পাড়ায় নিজের বাড়িতেই রয়েছি। আগামী 19 জুলাই আমার সোয়াব টেস্ট করা হবে। "
আক্রান্ত দেহরক্ষী, কোয়ারনটিনে গেলেন গৌতম দেব - Corona
গৌতম দেবের এক দেহরক্ষী কোরোনায় আক্রান্ত হওয়ায় 14 দিনের জন্য হোম আইসোলেশনে থাকবেন তিনি। 19 তারিখে তাঁর সোয়াব টেস্ট করা হবে।
শিলিগুড়ি,16 জুলাই: পর্যটন মন্ত্রী গৌতম দেবের এক দেহরক্ষী কোরোনায় আক্রান্ত । বর্তমানে তিনি কোভিড হাসপাতালে চিকিৎসাধীন। সেই কারণে 14 দিনের জন্য হোম আইসোলেশন থাকবেন গৌতম দেব। আগামী 19 জুলাই মন্ত্রীর সোয়াব টেস্ট করানো হবে। এই পরিস্থিতিতে দলীয় এবং প্রশাসনিক সমস্ত কর্মসূচি বাতিল করেছেন খোদ গৌতম দেবই।
সম্প্রতি নিউ জলপাইগুড়িতে একটি দলীয় কর্মসূচিতে অংশ নেন তিনি। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় এক শ্রমিক নেতা। পরে জানা যায় তিনিও কোরনা আক্রান্ত। এরপর দ্রুত ওই শ্রমিক নেতাকে কোভিড হাসপাতালে ভরতি করানো হয়েছিল। আপাতত তিনি সুস্থ। কিন্তু বিপদ কিছুতেই পিছু ছাড়ছে না। এবার আক্রান্ত পর্যটন মন্ত্রী গৌতম দেব দেহরক্ষী। তার বাড়ি উত্তর দিনাজপুরের চোপড়ায়। এই পরিস্থিতিতে আপাতত হোম আইসলেশনে গিয়েছেন মন্ত্রী গৌতম দেব।
ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন ," দেহরক্ষী আক্রান্ত হওয়ায় কোনও ঝুঁকি না নিয়ে আপাতত আমি হোম আইসলেশনে থাকছি। শিলিগুড়ি কলেজ পাড়ায় নিজের বাড়িতেই রয়েছি। আগামী 19 জুলাই আমার সোয়াব টেস্ট করা হবে। "