ETV Bharat / state

Panchayat Elections 2023: রাজীবা সিনহার গ্রেফতারের দাবিতে শিলিগুড়িতে বিজেপির মিছিল, পোড়ানো হল কুশপুতুল

author img

By

Published : Jul 9, 2023, 6:29 PM IST

রাজ্য নির্বাচন কমিশনারের গ্রেফতারের দাবিতে শিলিগুড়িতে বিক্ষোভ দেখাল বিজেপি ৷ পোড়ানো হল মুখ্যমন্ত্রী ও রাজীবা সিনহার কুশপুতুল ৷ হিংসার ঘটনায় রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছে বিজেপি ৷

BJP protest in Siliguri
শিলিগুড়িতে বিক্ষোভ দেখাল বিজেপি

রাজীবা সিনহার গ্রেফতারের দাবিতে শিলিগুড়িতে বিজেপির মিছিল

শিলিগুড়ি, 9 জুলাই: পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে শনিবার রাজ্যজুড়ে ঘটেছে হিংসা ও অশান্তির ঘটনা । নির্বাচনের নামে রক্তের হোলি খেলা হয়েছে, আর রাজ্য নির্বাচন কমিশন ও প্রশাসন নীরব থেকেছে এই অভিযোগ তুলে শিলিগুড়িতে বিক্ষোভ মিছিল করল বিজেপি । দাবি উঠল রাজ্য নির্বাচন কমিশনারের গ্রেফতারির ৷ পোড়ানো হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহার কুশপুতুলও ।

শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এদিন বলেন, "পঞ্চায়েত নির্বাচনের নামে রাজ্যে রক্তের হোলি খেলা হল । এর সম্পূর্ণ দায় নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । সেজন্য আমরা নির্বাচন কমিশনারের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি । এছাড়াও অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে এই দাবিও রাখছি আমরা ।"

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যজুড়ে হওয়া হিংসা ও অশান্তির ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে রবিবার বিক্ষোভ মিছিল করে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক জেলা কমিটি । এই মিছিল থেকে রাজ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ ও গ্রেফতারের দাবি তোলা হয় । শনিবার রাতে শিলিগুড়ির হাশমি চক থেকে এই বিক্ষোভ প্রতিবাদ মিছিল শুরু হয় । এই মিছিলে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক তথা শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি আনন্দময় বর্মণ-সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব ।

BJP protest in Siliguri
রাজীবা সিনহার কুশপুতুল পোড়ানো হল শিলিগুড়িতে

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে হিংসার বলি আরও এক, কুলতলিতে খুন তৃণমূল কর্মী

এ দিন নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যের বিভিন্ন জায়গা । গুলি, বোমার আঘাতে শাসক থেকে বিরোধী শিবিরের বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে । এরই প্রতিবাদে বিজেপির তরফে এই বিক্ষোভ মিছিল করা হয় । এই মিছিল থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিজেপি নেতৃত্ব । একই সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি তোলা হয় । মিছিলের শেষে পোড়ানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নির্বাচন কমিশনার রাজীবা সিনহার কুশপুতুল । মিছিলকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় শহরে ।

রাজীবা সিনহার গ্রেফতারের দাবিতে শিলিগুড়িতে বিজেপির মিছিল

শিলিগুড়ি, 9 জুলাই: পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে শনিবার রাজ্যজুড়ে ঘটেছে হিংসা ও অশান্তির ঘটনা । নির্বাচনের নামে রক্তের হোলি খেলা হয়েছে, আর রাজ্য নির্বাচন কমিশন ও প্রশাসন নীরব থেকেছে এই অভিযোগ তুলে শিলিগুড়িতে বিক্ষোভ মিছিল করল বিজেপি । দাবি উঠল রাজ্য নির্বাচন কমিশনারের গ্রেফতারির ৷ পোড়ানো হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহার কুশপুতুলও ।

শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এদিন বলেন, "পঞ্চায়েত নির্বাচনের নামে রাজ্যে রক্তের হোলি খেলা হল । এর সম্পূর্ণ দায় নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । সেজন্য আমরা নির্বাচন কমিশনারের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি । এছাড়াও অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে এই দাবিও রাখছি আমরা ।"

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যজুড়ে হওয়া হিংসা ও অশান্তির ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে রবিবার বিক্ষোভ মিছিল করে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক জেলা কমিটি । এই মিছিল থেকে রাজ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ ও গ্রেফতারের দাবি তোলা হয় । শনিবার রাতে শিলিগুড়ির হাশমি চক থেকে এই বিক্ষোভ প্রতিবাদ মিছিল শুরু হয় । এই মিছিলে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক তথা শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি আনন্দময় বর্মণ-সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব ।

BJP protest in Siliguri
রাজীবা সিনহার কুশপুতুল পোড়ানো হল শিলিগুড়িতে

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে হিংসার বলি আরও এক, কুলতলিতে খুন তৃণমূল কর্মী

এ দিন নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যের বিভিন্ন জায়গা । গুলি, বোমার আঘাতে শাসক থেকে বিরোধী শিবিরের বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে । এরই প্রতিবাদে বিজেপির তরফে এই বিক্ষোভ মিছিল করা হয় । এই মিছিল থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিজেপি নেতৃত্ব । একই সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি তোলা হয় । মিছিলের শেষে পোড়ানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নির্বাচন কমিশনার রাজীবা সিনহার কুশপুতুল । মিছিলকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় শহরে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.