ETV Bharat / state

Panchayat Elections 2023: বিরোধী জোটের ইস্তেহার ছিঁড়লেন জিটিএ কর্তা, পালটা থাপ্পড় কষাতে পুরস্কার বিজেপি নেতার - প্রকাশ্যে ইস্তেহার ছেঁড়াকে কেন্দ্র করে বিতর্ক

সমতলের মতো পাহাড়েও পঞ্চায়েত নির্বাচনের আগে বাড়ছে রাজনৈতিক উত্তাপ ৷ জিটিএ-র জনসংযোগ আধিকারিকের প্রকাশ্যে বিরোধীদের নির্বাচনী ইস্তেহার ছেঁড়াকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে ৷ আবার তাঁকে চড় মারতে, তাঁর মুখে পানের পিক ছুড়ে ফেলতে পারলে লক্ষাধিক টাকা পুরস্কার ঘোষণা করেছেন বিজেপি বিধায়ক নীরজ জিম্বা ৷

Panchayat Election
শক্তিপ্রসাদ শর্মা
author img

By

Published : Jul 5, 2023, 8:14 AM IST

Updated : Jul 5, 2023, 10:04 AM IST

পঞ্চায়েত নির্বাচনের আগে 8টি দলের ইস্তেহার ছিঁড়ে বিতর্কে জিটিএ কর্তা শক্তিপ্রসাদ শর্মা

দার্জিলিং, 5 জুলাই: পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তপ্ত শৈলরানি ৷ বিরোধী মহাজোটের নির্বাচনী ইস্তেহার ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে বিতর্ক পাহাড়ে।গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের মুখ্য জনসংযোগ আধিকারিক শক্তিপ্রসাদ শর্মা সাংবাদিক বৈঠক করে প্রকাশ্যে বিরোধীদের ইস্তেহার ছিঁড়ে ফেলেন। পালটা তাঁকে থাপ্পড় মারতে পারলে লক্ষাধিক টাকার পুরস্কার ঘোষণা করলেন পাহাড়ের বিজেপি বিধায়ক নীরজ জিম্বা !

বিধায়কের ঘোষণা, শক্তিপ্রসাদকে প্রকাশ্যে চড় মারতে হবে। অথবা তাঁর মুখের উপর ছুড়ে ফেলতে হবে পানের পিক ৷ পঞ্চায়েত নির্বাচনের তিন দিন বাকি থাকতে এই ধরনের ঘটনায় আইন-শৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন ও নির্বাচন কমিশন ৷ আর তাই পুলিশ-প্রশাসন পাহাড়বাসীর কাছে আবেদন জানিয়েছে, কেউ যেন এমন কাজ না করেন ৷

কী করেছেন শক্তিপ্রসাদ শর্মা ?

পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ইস্তেহার প্রকাশ করেছে পাহাড়ের আটটি তৃণমূল বিরোধী দলের মহাজোট ৷ এই জোটে রয়েছে বিজেপি, গোর্খা জনমুক্তি মোর্চা, হামরো পার্টি, সিপিআরএম, গোর্খাল্যান্ড রাজ্য নির্মাণ মোর্চা, জিএনএলএফ, সুমেটি মুক্তি মোর্চা এবং অখিল ভারতীয় গোর্খা লিগ ৷ এই ইস্তেহার সম্পূর্ণ ভাওতা এবং বিভ্রান্তিকর বলে অভিযোগ করেন জিটিএ-র মুখ্য জনসংযোগ আধিকারিক শক্তিপ্রসাদ শর্মা ৷ তিনি সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের সামনেই এই ইস্তেহার ছিঁড়ে ফেলেন ৷ এসপি শর্মার কথায়, " এই ইস্তেহারের কোনও দাম নেই । সেজন্য ছিঁড়ে ফেলেছি ।"

শক্তিপ্রসাদের বক্তব্য, পঞ্চায়েত নির্বাচন মিটে গেলে সঙ্গে সঙ্গে তারা এই জোট ভেঙে ফেলবে 8 টি দল ৷ এমনকী মহাজোটের মধ্যে 4টি দলের প্রার্থীই শুধুমাত্র নির্বাচনে দাঁড়িয়েছেন ৷ বাকিদের কোনও প্রার্থী নেই ৷ তাহলে পঞ্চায়েত নির্বাচনের পর এই ইস্তেহারে রাখা প্রতিশ্রুতিগুলি কে পূর্ণ করবে ? কারা এই ইস্তেহারের দায়বদ্ধতা নেবে ? এই কারণেই শক্তিপ্রসাদ শর্মা এর বিরোধিতা করেছেন ৷ স্বাভাবিকভাবে সাংবাদিকদের সামনে তাঁর এই ইস্তেহার ছিঁড়ে ফেলায় ক্ষুব্ধ বিজেপি বিধায়ক নীরজ জিম্বা ৷ তাঁর অভিযোগ, শক্তিপ্রসাদ শর্মা জিটিএ-র একজন কর্মচারী মাত্র ৷ তিনি এভাবে সবার সামনে কোনও ইস্তেহার ছিঁড়ে ফেলতে পারেন না ৷

আরও পড়ুন: সন্ত্রাস-কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিতর্কের মাঝেই উত্তরবঙ্গে পঞ্চায়েত ভোটে চ্যালেঞ্জ ভরা বর্ষা

এ প্রসঙ্গে তিনি প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির অর্ডিন্যান্স ছিঁড়ে ফেলার ঘটনাটি সামনে আনেন ৷ বিজেপি বিধায়ক বলেন, "রাহুল গান্ধি সাংবাদিকদের সামনে অর্ডিন্যান্স ছিঁড়ে ফেলে ন্যাশনাল পাপ্পু হয়ে গিয়েছিলেন ৷ শক্তিপ্রসাদও ইস্তেহার ছিঁড়ে আঞ্চলিক পাপ্পু হতে চাইছেন ৷ তিনি প্রচারে আসার জন্য এই কাজ করেছেন ৷"

পেশায় আইনজীবী নীরজ জিম্বা নির্বাচিত জনপ্রতিনিধি হয়েও পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে শক্তিপ্রসাদকে থাপ্পড় মারা, তাঁর মুখে পানের পিক ছেটানোর জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন ৷ নিজের দাবির সমর্থনে নীরজ জিম্বা বলেন, "ভবিষ্যতে এমন কাজ যাতে কেউ না-করেন, তাই এই ধরনের ঘোষণা করেছি ৷"

বিজেপি বিধায়কের এই ঘোষণার পর থেমে থাকেনি অনিত থাপার শিবিরও ৷ মুখপাত্র তথা সভাসদ সতীশ পোখরেল পালটা ঘোষণা করে বসেন, যে বা যাঁরা বিজেপি প্রার্থীদের কষিয়ে দু'টি চড় মারতে পারবেন, তাঁদের দশ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে ৷ আর যাঁরা সেই মুহূর্তের ছবি তুলে দেবেন, তাঁরা তিন হাজার টাকা পুরস্কার পাবেন ৷

আরও পড়ুন: উন্নয়নের জন্য 22 কিমি দৌড়ে এসে পাহাড়ে মনোনয়ন জমা নির্দল প্রার্থীর

তাই ইস্তেহার ছেঁড়া, পালটা চড় মারা-পানের পিক ফেলার জন্য আর্থিক পুরস্কার আবার পালটা থাপ্পড় কষানোর জন্য পুরস্কার ঘিরে পাহাড়েও পঞ্চায়েত নির্বাচনের পারদ ঊর্ধ্বমুখী ৷ এদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার পর্যন্ত পাহাড়ের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ৷ হড়পা বান থেকে শুরু করে ভূমি ধসের সতর্কতা পর্যন্ত জারি করেছে আবহাওয়া অফিস ৷ পাহাড়ে দৃশ্যমানতাও কমতে পারে ৷ তাই দুর্যোগপূর্ণ আবহাওয়া নাকি চড় পালটা চড়ের হুমকি- কোনটা প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠে আসে সেটাই দেখার ?

পঞ্চায়েত নির্বাচনের আগে 8টি দলের ইস্তেহার ছিঁড়ে বিতর্কে জিটিএ কর্তা শক্তিপ্রসাদ শর্মা

দার্জিলিং, 5 জুলাই: পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তপ্ত শৈলরানি ৷ বিরোধী মহাজোটের নির্বাচনী ইস্তেহার ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে বিতর্ক পাহাড়ে।গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের মুখ্য জনসংযোগ আধিকারিক শক্তিপ্রসাদ শর্মা সাংবাদিক বৈঠক করে প্রকাশ্যে বিরোধীদের ইস্তেহার ছিঁড়ে ফেলেন। পালটা তাঁকে থাপ্পড় মারতে পারলে লক্ষাধিক টাকার পুরস্কার ঘোষণা করলেন পাহাড়ের বিজেপি বিধায়ক নীরজ জিম্বা !

বিধায়কের ঘোষণা, শক্তিপ্রসাদকে প্রকাশ্যে চড় মারতে হবে। অথবা তাঁর মুখের উপর ছুড়ে ফেলতে হবে পানের পিক ৷ পঞ্চায়েত নির্বাচনের তিন দিন বাকি থাকতে এই ধরনের ঘটনায় আইন-শৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন ও নির্বাচন কমিশন ৷ আর তাই পুলিশ-প্রশাসন পাহাড়বাসীর কাছে আবেদন জানিয়েছে, কেউ যেন এমন কাজ না করেন ৷

কী করেছেন শক্তিপ্রসাদ শর্মা ?

পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ইস্তেহার প্রকাশ করেছে পাহাড়ের আটটি তৃণমূল বিরোধী দলের মহাজোট ৷ এই জোটে রয়েছে বিজেপি, গোর্খা জনমুক্তি মোর্চা, হামরো পার্টি, সিপিআরএম, গোর্খাল্যান্ড রাজ্য নির্মাণ মোর্চা, জিএনএলএফ, সুমেটি মুক্তি মোর্চা এবং অখিল ভারতীয় গোর্খা লিগ ৷ এই ইস্তেহার সম্পূর্ণ ভাওতা এবং বিভ্রান্তিকর বলে অভিযোগ করেন জিটিএ-র মুখ্য জনসংযোগ আধিকারিক শক্তিপ্রসাদ শর্মা ৷ তিনি সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের সামনেই এই ইস্তেহার ছিঁড়ে ফেলেন ৷ এসপি শর্মার কথায়, " এই ইস্তেহারের কোনও দাম নেই । সেজন্য ছিঁড়ে ফেলেছি ।"

শক্তিপ্রসাদের বক্তব্য, পঞ্চায়েত নির্বাচন মিটে গেলে সঙ্গে সঙ্গে তারা এই জোট ভেঙে ফেলবে 8 টি দল ৷ এমনকী মহাজোটের মধ্যে 4টি দলের প্রার্থীই শুধুমাত্র নির্বাচনে দাঁড়িয়েছেন ৷ বাকিদের কোনও প্রার্থী নেই ৷ তাহলে পঞ্চায়েত নির্বাচনের পর এই ইস্তেহারে রাখা প্রতিশ্রুতিগুলি কে পূর্ণ করবে ? কারা এই ইস্তেহারের দায়বদ্ধতা নেবে ? এই কারণেই শক্তিপ্রসাদ শর্মা এর বিরোধিতা করেছেন ৷ স্বাভাবিকভাবে সাংবাদিকদের সামনে তাঁর এই ইস্তেহার ছিঁড়ে ফেলায় ক্ষুব্ধ বিজেপি বিধায়ক নীরজ জিম্বা ৷ তাঁর অভিযোগ, শক্তিপ্রসাদ শর্মা জিটিএ-র একজন কর্মচারী মাত্র ৷ তিনি এভাবে সবার সামনে কোনও ইস্তেহার ছিঁড়ে ফেলতে পারেন না ৷

আরও পড়ুন: সন্ত্রাস-কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিতর্কের মাঝেই উত্তরবঙ্গে পঞ্চায়েত ভোটে চ্যালেঞ্জ ভরা বর্ষা

এ প্রসঙ্গে তিনি প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির অর্ডিন্যান্স ছিঁড়ে ফেলার ঘটনাটি সামনে আনেন ৷ বিজেপি বিধায়ক বলেন, "রাহুল গান্ধি সাংবাদিকদের সামনে অর্ডিন্যান্স ছিঁড়ে ফেলে ন্যাশনাল পাপ্পু হয়ে গিয়েছিলেন ৷ শক্তিপ্রসাদও ইস্তেহার ছিঁড়ে আঞ্চলিক পাপ্পু হতে চাইছেন ৷ তিনি প্রচারে আসার জন্য এই কাজ করেছেন ৷"

পেশায় আইনজীবী নীরজ জিম্বা নির্বাচিত জনপ্রতিনিধি হয়েও পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে শক্তিপ্রসাদকে থাপ্পড় মারা, তাঁর মুখে পানের পিক ছেটানোর জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন ৷ নিজের দাবির সমর্থনে নীরজ জিম্বা বলেন, "ভবিষ্যতে এমন কাজ যাতে কেউ না-করেন, তাই এই ধরনের ঘোষণা করেছি ৷"

বিজেপি বিধায়কের এই ঘোষণার পর থেমে থাকেনি অনিত থাপার শিবিরও ৷ মুখপাত্র তথা সভাসদ সতীশ পোখরেল পালটা ঘোষণা করে বসেন, যে বা যাঁরা বিজেপি প্রার্থীদের কষিয়ে দু'টি চড় মারতে পারবেন, তাঁদের দশ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে ৷ আর যাঁরা সেই মুহূর্তের ছবি তুলে দেবেন, তাঁরা তিন হাজার টাকা পুরস্কার পাবেন ৷

আরও পড়ুন: উন্নয়নের জন্য 22 কিমি দৌড়ে এসে পাহাড়ে মনোনয়ন জমা নির্দল প্রার্থীর

তাই ইস্তেহার ছেঁড়া, পালটা চড় মারা-পানের পিক ফেলার জন্য আর্থিক পুরস্কার আবার পালটা থাপ্পড় কষানোর জন্য পুরস্কার ঘিরে পাহাড়েও পঞ্চায়েত নির্বাচনের পারদ ঊর্ধ্বমুখী ৷ এদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার পর্যন্ত পাহাড়ের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ৷ হড়পা বান থেকে শুরু করে ভূমি ধসের সতর্কতা পর্যন্ত জারি করেছে আবহাওয়া অফিস ৷ পাহাড়ে দৃশ্যমানতাও কমতে পারে ৷ তাই দুর্যোগপূর্ণ আবহাওয়া নাকি চড় পালটা চড়ের হুমকি- কোনটা প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠে আসে সেটাই দেখার ?

Last Updated : Jul 5, 2023, 10:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.