ETV Bharat / state

চা শ্রমিকদের বোনাসের প্রতিশ্রুতি আদায় করে অনশন ভাঙলেন বিনয় তামাং - Darjeeling

ছয় দিনের মাথায় আজ অনশন প্রত্যাহার করলেন বিনয় তামাং । কলকাতায় ত্রিপাক্ষিক বৈঠকে বোনাসের সিদ্ধান্ত হতেই অনশন প্রত্যাহার করে নেন গোর্খা জনমুক্তি মোর্চা সুপ্রিমো ।

বিনয় তামাঙ
author img

By

Published : Oct 11, 2019, 10:01 PM IST

Updated : Oct 11, 2019, 11:42 PM IST

দার্জিলিং, 11 অক্টোবর : 20 শতাংশ বোনাসই মিলবে চা শ্রমিকদের । এমনটা প্রতিশ্রুতি আদায় করে ছয় দিনের মাথায় আজ অনশন প্রত্যাহার করলেন বিনয় তামাং । আজ কলকাতায় ত্রিপাক্ষিক বৈঠকে বোনাসের সিদ্ধান্ত হতেই অনশন প্রত্যাহার করে নেন গোর্খা জনমুক্তি মোর্চা সুপ্রিমো । 2017 সালের পর পাহাড় অশান্ত হওয়ার আশঙ্কা আপাতত দূর হল বলে মনে করছেন অনেকে ।

মোর্চা সভাপতি বিনয় তামাঙয়ের আমরণ অনশনের আজ ষষ্ঠদিন ছিল । কলকাতায় বোনাস ইশুতে সরকার, বাগান মালিক ও শ্রমিকদের প্রতিনিধিদের নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক হয় । এই বৈঠক নিয়ে আশাবাদী ছিল পাহাড়ের চা শ্রমিক সংগঠনগুলি । সকাল থেকে এই বৈঠকের দিকেই নজর ছিল পাহাড়ের । সকালেই তাঁকে দার্জিলিং মোটরস্ট্যান্ড থেকে দার্জিলিং জেলা হাসপাতালে ভরতি করা হয় । সেখানে তাঁর শারীরিক অবস্থার পরীক্ষা হয় । এরপর তাঁকে শিলিগুড়িতে স্থানান্তরিত করা হয় । চা শ্রমিকদের 20 শতাংশ বোনাসের দাবিতে পাহাড়ে আন্দোলনে নামে চা শ্রমিকদের যৌথ সংগঠন । সভা, সমাবেশ, বনধ, রিলে অনশন শুরু হয় । এরপরও কাজ না হওয়ায় 6 অক্টোবর থেকে আমরণ অনশন শুরু করেন বিনয় তামাঙ । রক্তচাপ ও পালস কমে যায় বিনয়ের ৷ স্বাভাবিক মূত্রত্যাগ না হওয়ায় শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে । এরপরও নীরব ছিলেন চা বাগান মালিকরা ।

বিনয়ের স্বাস্থ্য নিয়ে দলীয় কর্মীদের মধ্যে উদ্বেগ বাড়ছিল । মোর্চার তরফে চা বাগান মালিকদের চূড়ান্ত সীমা বেঁধে দিয়ে পাহাড়জুড়ে বড় আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় । উত্তেজনার পারদ বাড়তে থাকে শৈলশহর দার্জিলিংয়ে । এরপর হস্তক্ষেপ করে রাজ্য । বোনাস নিয়ে পরিবর্তিত পরিস্থিতে 17 অক্টোবরের বৈঠক 11 অক্টোবরে এগিয়ে আনা হয় ।

দেখুন ভিডিয়ো

বোনাস ইশুতে সক্রিয় নন সাংসদ রাজু বিস্তা । এই অভিযোগে এদিনই দার্জিলিংয়ে সাংসদ রাজু বিস্তার কুশপুতুল পোড়ানো হয় । তারপরই আজ কলকাতায় শ্রমিক, মালিক ও রাজ্য সরকারের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক হয় । ঠিক হয় দার্জিলিং ও কালিম্পং জেলার পাহাড়ের চা বাগান শ্রমিকদের 20 শতাংশ বোনাসই দেবে বাগান মালিকরা । তবে ওই 20 শতাংশ বোনাসের 60 শতাংশ 10 দিনের মধ্যে দেওয়া হবে । বাকি 40 শতাংশ বোনাস কবে দেওয়া হবে তা নিয়ে নভেম্বরে ফের ত্রিপাক্ষিক বৈঠকে ঠিক করা হবে । পাহাড়ের 87টি চা বাগানের অন্তত 50 হাজার শ্রমিক ও তাঁদের পরিবার আলোর উৎসবে দীপাবলিতে খানিকটা স্বস্তি পাবেন । ত্রিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্তের পরেই 6 দিনের মাথায় অনশন প্রত্যাহার করে নিলেন বিনয় তামাঙ । শান্তি ফিরল পাহাড়ে ৷

দার্জিলিং, 11 অক্টোবর : 20 শতাংশ বোনাসই মিলবে চা শ্রমিকদের । এমনটা প্রতিশ্রুতি আদায় করে ছয় দিনের মাথায় আজ অনশন প্রত্যাহার করলেন বিনয় তামাং । আজ কলকাতায় ত্রিপাক্ষিক বৈঠকে বোনাসের সিদ্ধান্ত হতেই অনশন প্রত্যাহার করে নেন গোর্খা জনমুক্তি মোর্চা সুপ্রিমো । 2017 সালের পর পাহাড় অশান্ত হওয়ার আশঙ্কা আপাতত দূর হল বলে মনে করছেন অনেকে ।

মোর্চা সভাপতি বিনয় তামাঙয়ের আমরণ অনশনের আজ ষষ্ঠদিন ছিল । কলকাতায় বোনাস ইশুতে সরকার, বাগান মালিক ও শ্রমিকদের প্রতিনিধিদের নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক হয় । এই বৈঠক নিয়ে আশাবাদী ছিল পাহাড়ের চা শ্রমিক সংগঠনগুলি । সকাল থেকে এই বৈঠকের দিকেই নজর ছিল পাহাড়ের । সকালেই তাঁকে দার্জিলিং মোটরস্ট্যান্ড থেকে দার্জিলিং জেলা হাসপাতালে ভরতি করা হয় । সেখানে তাঁর শারীরিক অবস্থার পরীক্ষা হয় । এরপর তাঁকে শিলিগুড়িতে স্থানান্তরিত করা হয় । চা শ্রমিকদের 20 শতাংশ বোনাসের দাবিতে পাহাড়ে আন্দোলনে নামে চা শ্রমিকদের যৌথ সংগঠন । সভা, সমাবেশ, বনধ, রিলে অনশন শুরু হয় । এরপরও কাজ না হওয়ায় 6 অক্টোবর থেকে আমরণ অনশন শুরু করেন বিনয় তামাঙ । রক্তচাপ ও পালস কমে যায় বিনয়ের ৷ স্বাভাবিক মূত্রত্যাগ না হওয়ায় শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে । এরপরও নীরব ছিলেন চা বাগান মালিকরা ।

বিনয়ের স্বাস্থ্য নিয়ে দলীয় কর্মীদের মধ্যে উদ্বেগ বাড়ছিল । মোর্চার তরফে চা বাগান মালিকদের চূড়ান্ত সীমা বেঁধে দিয়ে পাহাড়জুড়ে বড় আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় । উত্তেজনার পারদ বাড়তে থাকে শৈলশহর দার্জিলিংয়ে । এরপর হস্তক্ষেপ করে রাজ্য । বোনাস নিয়ে পরিবর্তিত পরিস্থিতে 17 অক্টোবরের বৈঠক 11 অক্টোবরে এগিয়ে আনা হয় ।

দেখুন ভিডিয়ো

বোনাস ইশুতে সক্রিয় নন সাংসদ রাজু বিস্তা । এই অভিযোগে এদিনই দার্জিলিংয়ে সাংসদ রাজু বিস্তার কুশপুতুল পোড়ানো হয় । তারপরই আজ কলকাতায় শ্রমিক, মালিক ও রাজ্য সরকারের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক হয় । ঠিক হয় দার্জিলিং ও কালিম্পং জেলার পাহাড়ের চা বাগান শ্রমিকদের 20 শতাংশ বোনাসই দেবে বাগান মালিকরা । তবে ওই 20 শতাংশ বোনাসের 60 শতাংশ 10 দিনের মধ্যে দেওয়া হবে । বাকি 40 শতাংশ বোনাস কবে দেওয়া হবে তা নিয়ে নভেম্বরে ফের ত্রিপাক্ষিক বৈঠকে ঠিক করা হবে । পাহাড়ের 87টি চা বাগানের অন্তত 50 হাজার শ্রমিক ও তাঁদের পরিবার আলোর উৎসবে দীপাবলিতে খানিকটা স্বস্তি পাবেন । ত্রিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্তের পরেই 6 দিনের মাথায় অনশন প্রত্যাহার করে নিলেন বিনয় তামাঙ । শান্তি ফিরল পাহাড়ে ৷

Intro:বোনাস নিয়ে কলকাতায় রুদ্ধদ্বার বৈঠকে নজর, দার্জিলিংয়ে সাংসদ রাজু বিস্তার কুশ পুতুল পুড়িয়ে বিক্ষোভ


দার্জিলিং, ১১ অক্টোবর : বোনাস ইস্যুতে সক্রিয় ভূমিকা না পালনের অভিযোগে শুক্রবার দার্জিলিংয়ে সাংসদ রাজু বিস্তার কুশ পুতুল পোড়ানো হয়। চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাসের দাবিতে মোর্চা সভাপতি বিনয় তামাঙয়ের আমরণ অনশনের ষষ্ঠদিন শুক্রবার। এদিনই কলকাতায় বোনাস ইস্যুতে সরকার, বাগান মালিক ও শ্রমিকদের প্রতিনিধিদের নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক চলছে। ওই বৈঠক নিয়ে আশাবাদী পাহাড়ের চা শ্রমিক সংগঠন গুলি। সকাল থেকে ওই বৈঠকের দিকেই নজর পাহাড়ের।


Body:চা শ্রমিকদের যৌথ মঞ্চ জয়েন্ট ফোরামের প্রতিনিধিরা জানিয়েছেন, কলকাতার ত্রিপাক্ষিক বৈঠকে তাঁদের প্রতিনিধিরাও উপস্থিত রয়েছেন। তবে কোনওভাবেই ২০ শতাংশের কম বোনাস মানবেন না তাঁরা। তাঁদের সাফ কথা পুজো শেষ। তাই এখন শুধু শতাংশ বোনাস না দিলে শ্রমিকরা মানবেন কেন। ফোরাম ছাড়াও মোর্চার বিনয় পন্থী শিবিরও ২০ শতাংশ বোনাসের জোরালো দাবি জানিয়েছে। এই পরিস্থিতিতে পাহাড় আশার আলো দেখছে । কেননা, বাগান মালিক পক্ষ ২০ শতাংশ বোনাস দিতে রাজি হলেই আমরণ অনশন প্রাত্যাহার করে নেবেন বিনয় তামাং। বোনাস আন্দোলনের ইতি ঘটবে । পাহাড় থেকে ফের অশান্তির কালো মেঘের অবসান ঘটবে ।


Conclusion:ফলে কলকাতার ওই বৈঠক ঘিরে আশা-নিরাশার দোলায় পাহাড়। সবার নজর ওই বৈঠকের দিকে । এদিকে এদিনই মোর্চার বিমল গুরুং শিবির ছেড়ে বিনয় তামাং পন্থিতে যোগ দিলেন রোহিত শর্মা। এদিন দার্জিলিংয়ের মোটরস্ট্যান্ডে বিনয় তামাংয়ের অনশন মঞ্চে যোগদান করেন তিনি।
Last Updated : Oct 11, 2019, 11:42 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.