দার্জিলিং, 11 অক্টোবর : 20 শতাংশ বোনাসই মিলবে চা শ্রমিকদের । এমনটা প্রতিশ্রুতি আদায় করে ছয় দিনের মাথায় আজ অনশন প্রত্যাহার করলেন বিনয় তামাং । আজ কলকাতায় ত্রিপাক্ষিক বৈঠকে বোনাসের সিদ্ধান্ত হতেই অনশন প্রত্যাহার করে নেন গোর্খা জনমুক্তি মোর্চা সুপ্রিমো । 2017 সালের পর পাহাড় অশান্ত হওয়ার আশঙ্কা আপাতত দূর হল বলে মনে করছেন অনেকে ।
মোর্চা সভাপতি বিনয় তামাঙয়ের আমরণ অনশনের আজ ষষ্ঠদিন ছিল । কলকাতায় বোনাস ইশুতে সরকার, বাগান মালিক ও শ্রমিকদের প্রতিনিধিদের নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক হয় । এই বৈঠক নিয়ে আশাবাদী ছিল পাহাড়ের চা শ্রমিক সংগঠনগুলি । সকাল থেকে এই বৈঠকের দিকেই নজর ছিল পাহাড়ের । সকালেই তাঁকে দার্জিলিং মোটরস্ট্যান্ড থেকে দার্জিলিং জেলা হাসপাতালে ভরতি করা হয় । সেখানে তাঁর শারীরিক অবস্থার পরীক্ষা হয় । এরপর তাঁকে শিলিগুড়িতে স্থানান্তরিত করা হয় । চা শ্রমিকদের 20 শতাংশ বোনাসের দাবিতে পাহাড়ে আন্দোলনে নামে চা শ্রমিকদের যৌথ সংগঠন । সভা, সমাবেশ, বনধ, রিলে অনশন শুরু হয় । এরপরও কাজ না হওয়ায় 6 অক্টোবর থেকে আমরণ অনশন শুরু করেন বিনয় তামাঙ । রক্তচাপ ও পালস কমে যায় বিনয়ের ৷ স্বাভাবিক মূত্রত্যাগ না হওয়ায় শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে । এরপরও নীরব ছিলেন চা বাগান মালিকরা ।
বিনয়ের স্বাস্থ্য নিয়ে দলীয় কর্মীদের মধ্যে উদ্বেগ বাড়ছিল । মোর্চার তরফে চা বাগান মালিকদের চূড়ান্ত সীমা বেঁধে দিয়ে পাহাড়জুড়ে বড় আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় । উত্তেজনার পারদ বাড়তে থাকে শৈলশহর দার্জিলিংয়ে । এরপর হস্তক্ষেপ করে রাজ্য । বোনাস নিয়ে পরিবর্তিত পরিস্থিতে 17 অক্টোবরের বৈঠক 11 অক্টোবরে এগিয়ে আনা হয় ।
বোনাস ইশুতে সক্রিয় নন সাংসদ রাজু বিস্তা । এই অভিযোগে এদিনই দার্জিলিংয়ে সাংসদ রাজু বিস্তার কুশপুতুল পোড়ানো হয় । তারপরই আজ কলকাতায় শ্রমিক, মালিক ও রাজ্য সরকারের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক হয় । ঠিক হয় দার্জিলিং ও কালিম্পং জেলার পাহাড়ের চা বাগান শ্রমিকদের 20 শতাংশ বোনাসই দেবে বাগান মালিকরা । তবে ওই 20 শতাংশ বোনাসের 60 শতাংশ 10 দিনের মধ্যে দেওয়া হবে । বাকি 40 শতাংশ বোনাস কবে দেওয়া হবে তা নিয়ে নভেম্বরে ফের ত্রিপাক্ষিক বৈঠকে ঠিক করা হবে । পাহাড়ের 87টি চা বাগানের অন্তত 50 হাজার শ্রমিক ও তাঁদের পরিবার আলোর উৎসবে দীপাবলিতে খানিকটা স্বস্তি পাবেন । ত্রিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্তের পরেই 6 দিনের মাথায় অনশন প্রত্যাহার করে নিলেন বিনয় তামাঙ । শান্তি ফিরল পাহাড়ে ৷