ETV Bharat / state

প্রধানমন্ত্রীকে চিঠি বিনয়ের, পাহাড়ে নতুন সমীকরণের ইঙ্গিত - GJM

চিঠিতে দার্জিলিং, কালিম্পং, তরাই, ডুয়ার্সে এলাকায় বসবাসকারী গোর্খাদের পিছিয়ে থাকা অবস্থার বিষয়টি তুলে ধরে , তাদের উন্নয়নের জন্য সরাসরি কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করলেন বিনয় তামাং ।

Binay tamang
Binay tamang
author img

By

Published : Jan 7, 2021, 10:33 PM IST

দার্জিলিং, 7 জানুয়ারি : গোর্খাল্যান্ডের দাবি সরাসরি না করলেও "ডেভেলপমেন্ট অব নর্থ ইস্ট রিজিয়নের" আর্জি করেছেন গোর্খা জনমুক্তি মোর্চার (বিনয় পন্থী) সভাপতি বিনয় তামাং । দার্জিলিং পাহাড়, তরাই, ডুয়ার্সেরর উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হলেন তিনি । তাঁর দলীয় প্যাডে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন বিনয় তামাং।

চিঠিতে দার্জিলিং, কালিম্পং, তরাই, ডুয়ার্সে এলাকায় বসবাসকারী গোর্খাদের পিছিয়ে থাকা অবস্থার বিষয়টি তুলে ধরে , তাদের উন্নয়নের জন্য সরাসরি কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করলেন বিনয় তামাং ।

বিনয় তামাং প্রধানমন্ত্রীকে চিঠি পাঠানোয় পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত পাচ্ছেন বিশেষজ্ঞরা । বিনয় তামাং চিঠিতে সংবিধানের ন্যায় বিচারের কথা উল্লেখ করেছেন ।

2017 সালের পর বিমল গুরুং পাহাড়ে থেকে বিতাড়িত হওয়ার পর পাহাড়ের রাশ চলে আসে বিনয় তামাংয়ের হাতে । এরপর গোর্খাল্যান্ডের দাবি থেকে সরে গিয়ে মমতা ব্যানার্জির ছত্রছায়ায় পাহাড়ে আধিপত্য বাড়ান তিনি । কিন্তু বিমল গুরুং পাহাড়ে ফেরায় আলাদা রাজ্যের কথা সরাসরি না বললেও উন্নয়নের দাবি করে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হলেন বিনয় তামাং গোষ্ঠী ।

দার্জিলিং, 7 জানুয়ারি : গোর্খাল্যান্ডের দাবি সরাসরি না করলেও "ডেভেলপমেন্ট অব নর্থ ইস্ট রিজিয়নের" আর্জি করেছেন গোর্খা জনমুক্তি মোর্চার (বিনয় পন্থী) সভাপতি বিনয় তামাং । দার্জিলিং পাহাড়, তরাই, ডুয়ার্সেরর উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হলেন তিনি । তাঁর দলীয় প্যাডে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন বিনয় তামাং।

চিঠিতে দার্জিলিং, কালিম্পং, তরাই, ডুয়ার্সে এলাকায় বসবাসকারী গোর্খাদের পিছিয়ে থাকা অবস্থার বিষয়টি তুলে ধরে , তাদের উন্নয়নের জন্য সরাসরি কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করলেন বিনয় তামাং ।

বিনয় তামাং প্রধানমন্ত্রীকে চিঠি পাঠানোয় পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত পাচ্ছেন বিশেষজ্ঞরা । বিনয় তামাং চিঠিতে সংবিধানের ন্যায় বিচারের কথা উল্লেখ করেছেন ।

2017 সালের পর বিমল গুরুং পাহাড়ে থেকে বিতাড়িত হওয়ার পর পাহাড়ের রাশ চলে আসে বিনয় তামাংয়ের হাতে । এরপর গোর্খাল্যান্ডের দাবি থেকে সরে গিয়ে মমতা ব্যানার্জির ছত্রছায়ায় পাহাড়ে আধিপত্য বাড়ান তিনি । কিন্তু বিমল গুরুং পাহাড়ে ফেরায় আলাদা রাজ্যের কথা সরাসরি না বললেও উন্নয়নের দাবি করে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হলেন বিনয় তামাং গোষ্ঠী ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.