ETV Bharat / state

42 আসনের লোকসভায় 50 আসন জেতার ডাক দার্জিলিঙের BJP প্রার্থীর ! - Lok Shaba Election

রাজ্যের 50টির বেশি আসনে জেতার বিশ্বাস রয়েছে অমিত শাহর : রাজু সিং বিস্ত

রাজু সিং বিস্ত
author img

By

Published : Mar 25, 2019, 4:47 PM IST

Updated : Mar 25, 2019, 11:00 PM IST

বাগডোগরা, 25মার্চ : "আমাদের সর্বভারতীয় সভাপতি অমিত শাহর বিশ্বাস, এবার বাংলায় 50টির বেশি আসন পাবে BJP।" আজ বাগডোগরা বিমানবন্দর থেকে বেরিয়ে একথা বলেন দার্জিলিঙের BJP প্রার্থী রাজু সিং বিস্ত। তাঁর এই মন্তব্যের ভিডিয়ো ভাইরাল হওয়ার পর হাসির রোল উঠেছে। রাজনৈতিক নেতাদের টিপ্পনি, রাজ্যের লোকসভা আসন সংখ্যাই যিনি জানেন না, তিনি আবার দার্জিলিঙে জেতার স্বপ্ন দেখছেন !

দীর্ঘ টালাবাহানার পর গতকাল রাজু সিং বিস্তকে দার্জিলিঙের প্রার্থী ঘোষণা করে BJP। বিদায়ি সাংসদ এস এস আলুওয়ালিয়ার পরিবর্তে তিনি টিকিট পান। পরদিনই বাগডোগরায় পা দিয়ে বিপত্তি করলেন রাজু। বিমানবন্দরের বাইরে তিনি সাংবাদিকদের বলেন, "এবার লোকসভা ভোটে লড়াই রাষ্ট্রবাদ বনাম কুর্সির। দার্জিলিঙের প্রধান দুটি দল আমাদের সমর্থন জানিয়েছে। এর থেকেই প্রমাণিত হয় যে, এখানকার মানুষ ফের BJP-কে জেতাতে চায়। মানুষের ভিড় ও প্রতিক্রিয়া দেখে আমার বিশ্বাস, আমরা সেই লক্ষ্য পূরণ করতে পারব।" এই পর্যন্ত ঠিক ছিল। তারপরই বিপত্তি ঘটান দার্জিলিঙের BJP প্রার্থী। রীতিমতো দৃঢ়প্রত্যয়ের সঙ্গে বাংলায় 50টির বেশি আসন জেতার কথা ঘোষণা করেন।

ভিডিয়োয় শুনুন রাজু সিং বিস্তের বক্তব্য

আর এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সোশাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়েন রাজু সিং বিস্ত। তাঁকে ঘিরে বিস্তর হাসাহাসি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন স্থানীয় BJP নেতারা। তাঁরা বলেন, "রাজনীতিতে নবাগত রাজু বিস্ত। উনি বলতে চেয়েছেন ৫০ শতাংশ আসনে জিতব।" তবে, BJP নেতাদের এই বক্তব্য ধোপে টেকেনি।

বাগডোগরা, 25মার্চ : "আমাদের সর্বভারতীয় সভাপতি অমিত শাহর বিশ্বাস, এবার বাংলায় 50টির বেশি আসন পাবে BJP।" আজ বাগডোগরা বিমানবন্দর থেকে বেরিয়ে একথা বলেন দার্জিলিঙের BJP প্রার্থী রাজু সিং বিস্ত। তাঁর এই মন্তব্যের ভিডিয়ো ভাইরাল হওয়ার পর হাসির রোল উঠেছে। রাজনৈতিক নেতাদের টিপ্পনি, রাজ্যের লোকসভা আসন সংখ্যাই যিনি জানেন না, তিনি আবার দার্জিলিঙে জেতার স্বপ্ন দেখছেন !

দীর্ঘ টালাবাহানার পর গতকাল রাজু সিং বিস্তকে দার্জিলিঙের প্রার্থী ঘোষণা করে BJP। বিদায়ি সাংসদ এস এস আলুওয়ালিয়ার পরিবর্তে তিনি টিকিট পান। পরদিনই বাগডোগরায় পা দিয়ে বিপত্তি করলেন রাজু। বিমানবন্দরের বাইরে তিনি সাংবাদিকদের বলেন, "এবার লোকসভা ভোটে লড়াই রাষ্ট্রবাদ বনাম কুর্সির। দার্জিলিঙের প্রধান দুটি দল আমাদের সমর্থন জানিয়েছে। এর থেকেই প্রমাণিত হয় যে, এখানকার মানুষ ফের BJP-কে জেতাতে চায়। মানুষের ভিড় ও প্রতিক্রিয়া দেখে আমার বিশ্বাস, আমরা সেই লক্ষ্য পূরণ করতে পারব।" এই পর্যন্ত ঠিক ছিল। তারপরই বিপত্তি ঘটান দার্জিলিঙের BJP প্রার্থী। রীতিমতো দৃঢ়প্রত্যয়ের সঙ্গে বাংলায় 50টির বেশি আসন জেতার কথা ঘোষণা করেন।

ভিডিয়োয় শুনুন রাজু সিং বিস্তের বক্তব্য

আর এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সোশাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়েন রাজু সিং বিস্ত। তাঁকে ঘিরে বিস্তর হাসাহাসি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন স্থানীয় BJP নেতারা। তাঁরা বলেন, "রাজনীতিতে নবাগত রাজু বিস্ত। উনি বলতে চেয়েছেন ৫০ শতাংশ আসনে জিতব।" তবে, BJP নেতাদের এই বক্তব্য ধোপে টেকেনি।

Intro:পশ্চিমবঙ্গ থেকে অন্তত ৫০ এর বেশী আসনে জিত চান দার্জিলিঙে বিজেপির প্রার্থী রাজু সিং বিস্ত।
আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২টি আসনের সবকটিতেই লড়ছে তৃণমূল। দফায় দফায় প্রার্থী ঘোষণা করছে বিজেপিও। রাজ্যের মোট লোকসভা আসন ৪২টি হলেও এদিন বিস্ত বলেন বিজেপির সরবভারতীয় সভাপতি চান রাজ্য থেকে ৫০ এর বেশী আসন পেতে। তিনি জয় নিয়ে আশাবাদী। পাহাড়ের দুটি বড় দল বিমলপন্থী মোর্চা এবং জিএনএলএফ বিজেপিকে সমর্থন করছে। তাই এই আসনে বিজেপির জয় নিশ্চিত।
পরে অবশ্য এ নিয়ে ক্ষত মেরামত করেন বিজেপি নেতাদের কেউকেউ। তারা বলেন রাজনীতিতে নবাগত রাজু বিস্ত। তাই ভুলবশত রাজ্যের আসন সংখ্যা ৪২ এর বদলে অন্য কিছু বলেছেন। তবে এ নিয়ে ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ট্রোলড হতে শুরু করেছেন তিনি। Body:।Conclusion:
Last Updated : Mar 25, 2019, 11:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.