বাগডোগরা, 25মার্চ : "আমাদের সর্বভারতীয় সভাপতি অমিত শাহর বিশ্বাস, এবার বাংলায় 50টির বেশি আসন পাবে BJP।" আজ বাগডোগরা বিমানবন্দর থেকে বেরিয়ে একথা বলেন দার্জিলিঙের BJP প্রার্থী রাজু সিং বিস্ত। তাঁর এই মন্তব্যের ভিডিয়ো ভাইরাল হওয়ার পর হাসির রোল উঠেছে। রাজনৈতিক নেতাদের টিপ্পনি, রাজ্যের লোকসভা আসন সংখ্যাই যিনি জানেন না, তিনি আবার দার্জিলিঙে জেতার স্বপ্ন দেখছেন !
দীর্ঘ টালাবাহানার পর গতকাল রাজু সিং বিস্তকে দার্জিলিঙের প্রার্থী ঘোষণা করে BJP। বিদায়ি সাংসদ এস এস আলুওয়ালিয়ার পরিবর্তে তিনি টিকিট পান। পরদিনই বাগডোগরায় পা দিয়ে বিপত্তি করলেন রাজু। বিমানবন্দরের বাইরে তিনি সাংবাদিকদের বলেন, "এবার লোকসভা ভোটে লড়াই রাষ্ট্রবাদ বনাম কুর্সির। দার্জিলিঙের প্রধান দুটি দল আমাদের সমর্থন জানিয়েছে। এর থেকেই প্রমাণিত হয় যে, এখানকার মানুষ ফের BJP-কে জেতাতে চায়। মানুষের ভিড় ও প্রতিক্রিয়া দেখে আমার বিশ্বাস, আমরা সেই লক্ষ্য পূরণ করতে পারব।" এই পর্যন্ত ঠিক ছিল। তারপরই বিপত্তি ঘটান দার্জিলিঙের BJP প্রার্থী। রীতিমতো দৃঢ়প্রত্যয়ের সঙ্গে বাংলায় 50টির বেশি আসন জেতার কথা ঘোষণা করেন।
আর এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সোশাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়েন রাজু সিং বিস্ত। তাঁকে ঘিরে বিস্তর হাসাহাসি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন স্থানীয় BJP নেতারা। তাঁরা বলেন, "রাজনীতিতে নবাগত রাজু বিস্ত। উনি বলতে চেয়েছেন ৫০ শতাংশ আসনে জিতব।" তবে, BJP নেতাদের এই বক্তব্য ধোপে টেকেনি।