ETV Bharat / state

অনৈতিকভাবে হেরোদের সরকারি পদে বসাচ্ছেন মমতা :অশোক

উত্তরবঙ্গে একাধিক নেতাদের রদবদল নিয়ে সরব হলেন শিলিগুড়ির মেয়র তথা বিধায়ক অশোক ভট্টাচার্য । তাঁর স্পষ্ট উক্তি , "SJDA -র চেয়ারম্যান পদে আমরা বিজয় চন্দ্র বর্মনকে কোনওভাবে বসতে দেব না ।" সেক্ষেত্রে প্রয়োজনে আইনের দ্বারস্ত হওয়ার পাশাপাশি SJDA অফিস ঘেরাও করার হুঁশিয়ারিও দেন তিনি।

অশোক ভট্টাচার্য
author img

By

Published : May 26, 2019, 9:49 PM IST

শিলিগুড়ি, 26 মে : লোকসভা ভোটে ভরাডুবি । সেখানে শূন্য পেয়েছে তৃণমূল । তারপরই উত্তরের সংগঠন ঢেলে সাজানোর কথা বলেছিলেন সুপ্রিমো । সৌরভ চক্রবর্তী, গৌতম দেবের মতো প্রভাবশালী নেতাদের মাথার উপর থেকে মমতাময়ী হাত সরে যাওয়ার আভাসও মিলতে শুরু করেছে । আর এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য ।

কিন্তু কেন ? একটু খোলসা করা যাক । গতকাল কালীঘাটে বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, SJDA ( শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভলপমেন্ট অথরিটি )-র চেয়ারম্যান পদ থেকে বিধায়ক সৌরভ চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হবে । সেই দায়িত্ব পাবেন বিজয়চন্দ্র বর্মণ । যিনি জলপাইগুড়িতে লড়াই করে হেরে যান । আবার, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের দায়িত্ব থেকে অব্য়াহতি দেওয়া হয় গৌতম দেবকে । সেই দায়িত্ব দেওয়া হয়েছে দার্জিলিংয়ের পরাজিত প্রার্থী অমর সিং রাইকে । মিহির গোস্বামীর পরিবর্তে SBSTC-এর দায়িত্ব দেওয়া হয় অপূর্ব সরকারকে। যার মোদ্দা কথা, লোকসভায় দলের 'মুখ পুড়িয়েছেন' যারা তাঁদের পুরস্কৃত করেন মমতা । আর এখানেই আপত্তি অশোকের ।

অশোক ভট্টাচার্যের অভিযোগ, 'হেরো প্রার্থীদের' অনৈতিকভাবে পুনর্বাসন দিচ্ছেন মমতা । তাঁর কথায় , "SJDA থেকে শুরু করে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান- নির্বাচিত প্রতিনিধি থাকেন । সেখানে অন্যায়ভাবে নির্বাচিতদের সরিয়ে দলের পরাজিত প্রার্থীদের দায়িত্ব দেওয়া হল ।" তাঁর হুঁশিয়ারি, "SJDA -র চেয়ারম্যান পদে আমরা বিজয়চন্দ্র বর্মণকে বসতে দেব না ।" প্রয়োজনে আইনি পদক্ষেপ, SJDA অফিস ঘেরাও করার হুঙ্কারও দেন তিনি। GTA সহ ১৬টি উন্নয়ন বোর্ডকে ভেঙে দিয়ে তিন মাসের মধ্যে নির্বাচনেরও দাবি জানান তিনি।

শুধু পদ-পরিবর্তন নয় । লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি প্রসঙ্গেও মুখ খোলেন অশোক । বলেন, "পাহাড় থেকে ডুয়ার্স সর্বত্র মানুষ প্রতারিত । সে জন্যই তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তাঁরা ।"

শিলিগুড়ি, 26 মে : লোকসভা ভোটে ভরাডুবি । সেখানে শূন্য পেয়েছে তৃণমূল । তারপরই উত্তরের সংগঠন ঢেলে সাজানোর কথা বলেছিলেন সুপ্রিমো । সৌরভ চক্রবর্তী, গৌতম দেবের মতো প্রভাবশালী নেতাদের মাথার উপর থেকে মমতাময়ী হাত সরে যাওয়ার আভাসও মিলতে শুরু করেছে । আর এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য ।

কিন্তু কেন ? একটু খোলসা করা যাক । গতকাল কালীঘাটে বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, SJDA ( শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভলপমেন্ট অথরিটি )-র চেয়ারম্যান পদ থেকে বিধায়ক সৌরভ চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হবে । সেই দায়িত্ব পাবেন বিজয়চন্দ্র বর্মণ । যিনি জলপাইগুড়িতে লড়াই করে হেরে যান । আবার, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের দায়িত্ব থেকে অব্য়াহতি দেওয়া হয় গৌতম দেবকে । সেই দায়িত্ব দেওয়া হয়েছে দার্জিলিংয়ের পরাজিত প্রার্থী অমর সিং রাইকে । মিহির গোস্বামীর পরিবর্তে SBSTC-এর দায়িত্ব দেওয়া হয় অপূর্ব সরকারকে। যার মোদ্দা কথা, লোকসভায় দলের 'মুখ পুড়িয়েছেন' যারা তাঁদের পুরস্কৃত করেন মমতা । আর এখানেই আপত্তি অশোকের ।

অশোক ভট্টাচার্যের অভিযোগ, 'হেরো প্রার্থীদের' অনৈতিকভাবে পুনর্বাসন দিচ্ছেন মমতা । তাঁর কথায় , "SJDA থেকে শুরু করে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান- নির্বাচিত প্রতিনিধি থাকেন । সেখানে অন্যায়ভাবে নির্বাচিতদের সরিয়ে দলের পরাজিত প্রার্থীদের দায়িত্ব দেওয়া হল ।" তাঁর হুঁশিয়ারি, "SJDA -র চেয়ারম্যান পদে আমরা বিজয়চন্দ্র বর্মণকে বসতে দেব না ।" প্রয়োজনে আইনি পদক্ষেপ, SJDA অফিস ঘেরাও করার হুঙ্কারও দেন তিনি। GTA সহ ১৬টি উন্নয়ন বোর্ডকে ভেঙে দিয়ে তিন মাসের মধ্যে নির্বাচনেরও দাবি জানান তিনি।

শুধু পদ-পরিবর্তন নয় । লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি প্রসঙ্গেও মুখ খোলেন অশোক । বলেন, "পাহাড় থেকে ডুয়ার্স সর্বত্র মানুষ প্রতারিত । সে জন্যই তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তাঁরা ।"

Intro:অনৈতিকভাবে হেরোদের সরকারী পদে বসাচ্ছেন মুখ্যমন্ত্রী, সরব অশোক!


শিলিগুড়ি, ২৬ মেঃ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর জেলাস্তরের নেতা সহ মন্ত্রীদের ডানা ছাটতে ময়দানে নেমেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, লোকসভা নির্বাচনী বিজেপির কাছে পরাস্ত হওয়া প্রার্থীদের সরকারী পদে বসাতে উদ্যোগী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই অভিযাগ তুলে এসেজেডিএর নয়া চেয়ারম্যান তথা জলপাইগুড়ি লোকসভা আসনে বিজেপির কাছে পরাস্ত বিজয় চন্দ্র বর্মনকে দপ্তরে বসতে না দেওয়ার হুঁশিয়ারি দিলেন শিলিগুড়ির মেয়র বিধায়ক অশোক ভট্টাচার্য। সেক্ষেত্রে প্রয়োজনে আইনের দ্বারস্ত হওয়ার পাশাপাশি এসজেডিএ ঘেরাও করার হুশিয়ারীও দিয়েছেন তিনি।

আজ দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনে এক সাংবাদিক বৈঠকে অশোক ভট্টাচার্য বলেন, তৃণমূল কংগ্রেসের হেরো নেতাদের পুণর্বাসন দিচ্ছেন মুখ্যমন্ত্রী। দলীয় কার্যালয়ে বসে অনৈতিক, অগণতান্ত্রিকভাবে সরকারি পদে হেরোদের বসিয়ে দিচ্ছেন তিনি। এসজেডিএ থেকে শুরু করে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান যেকোনও পদে নির্বাচিত প্রতিনিধি হয়ে থাকেন। সেখানে অন্যায় ভাবে নির্বাচিতদের সরিয়ে দলের হেরে যাওয়া নেতাদের দায়িত্ব দিচ্ছেন। আমরা এটা কোনওভাবে মেনে নেবনা।
এসজেডিএর চেয়ারম্যান ছিলেন বিধায়ক সৌরভ চক্রবর্তী। উত্তরে খারাপ ফলাফল ও আলিপুরদুয়ারে ধরাসায়ীর জন্য কোপের মুখে পড়তে হয়েছে তাকে। এসজেডিএ তার কাছ থেকে নিয়ে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে হেরে যাওয়া প্রার্থী বিজয় চন্দ্র বর্মনকে তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। একইভাবে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের দায়িত্ব গৌতম দেবের থেকে কেড়ে নিয়ে দেওয়া হয়েছে দার্জিলিংয়ের পরাজিত প্রার্থী অমর সিং রাইকে। এসবিএসটির দায়িত্ব থেকে মিহির গোস্বামীকে সরিয়ে দেওয়া হয়েছে দায়িত্ব দেওয়া হয়েছে অপূর্ব সরকারকে।

অন্যদিকে লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি প্রসঙ্গে বলতে গিয়ে তিনি আরও বলেন, পাহাড় থেকে ডুয়ার্স সর্বত্র মানুষ প্রতারিত হয়েই তৃণমূল কংগ্রেসের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যে কারনে উত্তররের আটটি আসনের একটি ধরে রাখতে পারেনি শাসকদল। উত্তরবঙ্গে তৃণমূলের ভারডুবি ও পাহাড়ের পরিস্থিতি নিয়ে এমটাই দাবি করলেন শিলিগুড়ি বাম মেয়র অশোক ভট্টাচার্য। সেই সঙ্গে জিটিএ সহ ১৬ টি উন্নয়ন বোর্ডকে ভেঙে দিয়ে তিনমাসের মধ্যে নির্বাচনেরও দাবি জানান তিনি।
Body:.Conclusion:.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.