শিলিগুড়ি, 26 মে : লোকসভা ভোটে ভরাডুবি । সেখানে শূন্য পেয়েছে তৃণমূল । তারপরই উত্তরের সংগঠন ঢেলে সাজানোর কথা বলেছিলেন সুপ্রিমো । সৌরভ চক্রবর্তী, গৌতম দেবের মতো প্রভাবশালী নেতাদের মাথার উপর থেকে মমতাময়ী হাত সরে যাওয়ার আভাসও মিলতে শুরু করেছে । আর এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য ।
কিন্তু কেন ? একটু খোলসা করা যাক । গতকাল কালীঘাটে বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, SJDA ( শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভলপমেন্ট অথরিটি )-র চেয়ারম্যান পদ থেকে বিধায়ক সৌরভ চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হবে । সেই দায়িত্ব পাবেন বিজয়চন্দ্র বর্মণ । যিনি জলপাইগুড়িতে লড়াই করে হেরে যান । আবার, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের দায়িত্ব থেকে অব্য়াহতি দেওয়া হয় গৌতম দেবকে । সেই দায়িত্ব দেওয়া হয়েছে দার্জিলিংয়ের পরাজিত প্রার্থী অমর সিং রাইকে । মিহির গোস্বামীর পরিবর্তে SBSTC-এর দায়িত্ব দেওয়া হয় অপূর্ব সরকারকে। যার মোদ্দা কথা, লোকসভায় দলের 'মুখ পুড়িয়েছেন' যারা তাঁদের পুরস্কৃত করেন মমতা । আর এখানেই আপত্তি অশোকের ।
অশোক ভট্টাচার্যের অভিযোগ, 'হেরো প্রার্থীদের' অনৈতিকভাবে পুনর্বাসন দিচ্ছেন মমতা । তাঁর কথায় , "SJDA থেকে শুরু করে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান- নির্বাচিত প্রতিনিধি থাকেন । সেখানে অন্যায়ভাবে নির্বাচিতদের সরিয়ে দলের পরাজিত প্রার্থীদের দায়িত্ব দেওয়া হল ।" তাঁর হুঁশিয়ারি, "SJDA -র চেয়ারম্যান পদে আমরা বিজয়চন্দ্র বর্মণকে বসতে দেব না ।" প্রয়োজনে আইনি পদক্ষেপ, SJDA অফিস ঘেরাও করার হুঙ্কারও দেন তিনি। GTA সহ ১৬টি উন্নয়ন বোর্ডকে ভেঙে দিয়ে তিন মাসের মধ্যে নির্বাচনেরও দাবি জানান তিনি।
শুধু পদ-পরিবর্তন নয় । লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি প্রসঙ্গেও মুখ খোলেন অশোক । বলেন, "পাহাড় থেকে ডুয়ার্স সর্বত্র মানুষ প্রতারিত । সে জন্যই তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তাঁরা ।"