শিলিগুড়ি, ২ জুন : কোরোনা মোকাবিলার বিষয়ে ও পরিযায়ী শ্রমিকদের নিয়ে জেলাস্তরে তৈরি করা হয়েছে টাস্কফোর্স । আজ এই টাস্কফোর্সের বৈঠক হয় । বৈঠকে যোগ দিয়ে এসেছিলেন শিলিগুড়ির পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য ।
আজ শিলিগুড়িতে স্টেট গেস্ট হাউসে ওই বৈঠকে যোগ দেন তিনি । বৈঠক শেষে তিনি জানান, কোরোনা মোকাবিলা বা রোগীরা কে কোথায় আছেন ও পরিযায়ী শ্রমিকরা কোথা থেকে আসছেন বা কারা কোথায় থাকবেন সেসব তথ্য সংগ্রহের বিষয়ে জোর হওয়া উচিত ।
তিনি আরও বলেন, ওয়ার্ড ভিত্তিক কোয়ারানটিন সেন্টার গড়ার প্রস্তাব দেওয়া হয়েছে । এর পাশাপাশি প্রতি ওয়ার্ডে নোডাল অফিসার নিয়োগের প্রস্তাব দিয়েছি । তা হলে কাজে আরও গতি আসবে ।