ETV Bharat / state

15,500 ফুট উচ্চতায় দুঃসাহসিক অভিযান, বায়ুসেনা কর্মীদের উদ্ধার করল বাহিনী - Helicopter crew stuck at 15,500 ft amidst inclement weather

গতকাল সাড়ে 15 হাজার ফুট উচ্চতায় যৌথ অভিযান চালায় বায়ুসেনা, স্থলবাহিনী এবং ITBP । শেষমেশ ওই দুর্গম পার্বত্য এলাকা থেকে বায়ুসেনার চার কপ্টার কর্মীকে উদ্ধার করা হয় ।

ছবি
ছবি
author img

By

Published : May 9, 2020, 10:25 PM IST

দার্জিলিং, 9 মে : দুঃসাহসিক অভিযান চালিয়ে উত্তর সিকিমের দুর্গম তুষারাবৃত এলাকায় আটকে পড়া বায়ুসেনার কপ্টার কর্মীদের উদ্ধার করল সেনাবাহিনী । গতকাল বায়ুসেনা, স্থলবাহিনী এবং ITBP-র যৌথ প্রচেষ্টায় সাড়ে 15 হাজার ফুট উচ্চতার ওই প্রতিকূল এলাকা থেকে বায়ুসেনার চার কপ্টার কর্মীকে উদ্ধার করা হয়েছে ।

সেনা সূত্রে খবর, প্রতিকূল আবহাওয়ার জন্য বায়ুসেনার একটি হেলিকপ্টার জরুরিভিত্তিতে ওই এলাকায় অবতরণ করতে হয় । কিন্তু এরপরই বরফাবৃত ওই পাহাড়ি চূড়ায় আটকে পড়ে কপ্টার কর্মীরা । বৃহস্পতিবার এই খবর পাওয়ার পরই তাঁদের উদ্ধারের পরিকল্পনা করে সেনাবাহিনী । কিন্তু এই উদ্ধার অভিযান ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ । তাই পার্বত্য যুদ্ধে সিদ্ধহস্ত ইন্দো তিবেতান বর্ডার পুলিশ (ITBP)-র সঙ্গে সমন্বয় রেখে ভারতীয় বায়ু সেনা ও স্থল সেনা অভিযানের পরিকল্পনা করে । সেইমতো গতকাল ওই পার্বত্য এলাকায় নামে বায়ুসেনার হেলিকপ্টার।

প্রথমে এক চিকিৎসক সহ ITBP জওয়ানদের একটি দল ট্রেকিং করে ওই দুঃসাহসিক অভিযানে শামিল হয় । ওই দলটি মূলত চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য পৌঁছায় । পরে হেলিকপ্টারও সফলভাবে অকুস্থলে অবতরণ করে । শেষমেশ আটকে পড়া বায়ুসেনার কপ্টার কর্মীদের সফলভাবে উদ্ধার করা সম্ভব হয় ।

দার্জিলিং, 9 মে : দুঃসাহসিক অভিযান চালিয়ে উত্তর সিকিমের দুর্গম তুষারাবৃত এলাকায় আটকে পড়া বায়ুসেনার কপ্টার কর্মীদের উদ্ধার করল সেনাবাহিনী । গতকাল বায়ুসেনা, স্থলবাহিনী এবং ITBP-র যৌথ প্রচেষ্টায় সাড়ে 15 হাজার ফুট উচ্চতার ওই প্রতিকূল এলাকা থেকে বায়ুসেনার চার কপ্টার কর্মীকে উদ্ধার করা হয়েছে ।

সেনা সূত্রে খবর, প্রতিকূল আবহাওয়ার জন্য বায়ুসেনার একটি হেলিকপ্টার জরুরিভিত্তিতে ওই এলাকায় অবতরণ করতে হয় । কিন্তু এরপরই বরফাবৃত ওই পাহাড়ি চূড়ায় আটকে পড়ে কপ্টার কর্মীরা । বৃহস্পতিবার এই খবর পাওয়ার পরই তাঁদের উদ্ধারের পরিকল্পনা করে সেনাবাহিনী । কিন্তু এই উদ্ধার অভিযান ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ । তাই পার্বত্য যুদ্ধে সিদ্ধহস্ত ইন্দো তিবেতান বর্ডার পুলিশ (ITBP)-র সঙ্গে সমন্বয় রেখে ভারতীয় বায়ু সেনা ও স্থল সেনা অভিযানের পরিকল্পনা করে । সেইমতো গতকাল ওই পার্বত্য এলাকায় নামে বায়ুসেনার হেলিকপ্টার।

প্রথমে এক চিকিৎসক সহ ITBP জওয়ানদের একটি দল ট্রেকিং করে ওই দুঃসাহসিক অভিযানে শামিল হয় । ওই দলটি মূলত চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য পৌঁছায় । পরে হেলিকপ্টারও সফলভাবে অকুস্থলে অবতরণ করে । শেষমেশ আটকে পড়া বায়ুসেনার কপ্টার কর্মীদের সফলভাবে উদ্ধার করা সম্ভব হয় ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.