দার্জিলিং, 26 ফেব্রুয়ারি : হ্যাপি ভ্যালি চা বাগানের পর এবার বন্ধ হয়ে গেল দার্জিলিংয়ের সিংতাম চা বাগান ৷ দার্জিলিং শহর থেকে অন্তত 12 কিলোমিটার দূরে এই চা বাগান ৷ শ্রমিক সংখ্যা 850 ৷ দার্জিলিঙের দপ্তরের সহকারী শ্রম কমিশনারকে দেওয়া একটি চিঠির প্রতিলিপি চা বাগানে সাঁটিয়ে দিয়ে মালিক পক্ষ কাজ বন্ধের নির্দেশ দিয়ে বাগান ছেড়ে চলে যায় ৷
বেশ কয়েকদিন ধরেই ওই বাগানে অচলাবস্থা চললেও সোমবার বিকেলে তা প্রকট হয় ৷ গতকাল সকালে দেখা যায়, ওই চা বাগানে কোনও শ্রমিক কাজে যাননি ৷ শ্রমিক সংগঠনগুলির তরফে বাগান খোলার দাবি জানানো হয়েছে ৷ PF, বকেয়া-সহ বিভিন্ন দাবিদাওয়া নিয়ে চা বাগানের শ্রমিকরা কিছুদিন ধরেই সরব হয়েছেন ৷
পরপর এই ধরনের ঘটনার জন্য বাগানের মালিক পক্ষকেই দায়ি করছে বিভিন্ন শ্রমিক সংগঠন ৷ তবে, চা বাগান মালিক পক্ষের তরফে জানানো হয়েছে, শ্রমিক সংগঠনগুলিকে এই নিয়ে আরও দায়বদ্ধ হওয়া দরকার ৷