ETV Bharat / state

আগে স্মার্ট হোন, কর্মীদের বললেন দমকলের DG - DG fire service

কর্মীদের পোশাক বিধি সঠিকভাবে মানা না হওয়ায় উষ্মা প্রকাশ করলেন দমকলের DG জগমোহন । বলেন, "প্রত্যেককে স্মার্ট লাগতে হবে । কেউ কেউ সঠিক পোশাক পরেননি । তাঁদের বলেছি স্মার্ট থাকুন ।"

দমকলের DG জগমোহন
author img

By

Published : Aug 27, 2019, 11:01 PM IST

Updated : Aug 27, 2019, 11:30 PM IST

শিলিগুড়ি, 27 অগাস্ট : শিলিগুড়িতে দমকলের দপ্তরে গার্ড অফ অনার নেওয়ার সময় কর্মীদের পোশাক বিধি সঠিকভাবে মানা না হওয়ায় উষ্মা প্রকাশ করলেন দমকলের DG জগমোহন । গার্ড অফ অনার নেওয়ার সময় তিনি লক্ষ্য করেন কারও জামার পকেটের সামনে নেম ট্যাগ নেই, কেউ আবার সঠিক জুতো এবং বেল্ট পরেননি । তা নিয়ে কর্মীদের কাছে জবাবদিহি চান তিনি ।

দু'দিনের সফরে শিলিগুড়িতে এসে আজ দ্বিতীয় দিনে দমকলের দপ্তরে যান জগমোহন । তার আগে একটি স্কুলে ছাত্রছাত্রীদের সঙ্গে মিলিত হয়ে আগুন নেভানোর নানা কলাকৌশল নিয়ে সচেতনতা মূলক প্রচার করেন তিনি । এরপর দুপুরে স্টেশন ফিডার রোডে দমকলের দপ্তরে তিনি এলে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয় । তার মাঝেই পদস্থ কর্তা ও কর্মীদের পোশাক ঠিক না থাকায় এগিয়ে গিয়ে তাঁদের কাছে জানতে চান সঠিক জুতো, বেল্ট ইত্যাদি কেন পরেননি ৷

দমকলের DG জগমোহনের বক্তব্য


পরে সাংবাদিকদের তিনি বলেন, "সকলকে কাজ করতে হবে । কিন্তু তার আগে প্রত্যেককে স্মার্ট লাগতে হবে । কেউ কেউ সঠিক পোশাক পরেননি । তাঁদের বলেছি স্মার্ট থাকুন ।"

শিলিগুড়ি, 27 অগাস্ট : শিলিগুড়িতে দমকলের দপ্তরে গার্ড অফ অনার নেওয়ার সময় কর্মীদের পোশাক বিধি সঠিকভাবে মানা না হওয়ায় উষ্মা প্রকাশ করলেন দমকলের DG জগমোহন । গার্ড অফ অনার নেওয়ার সময় তিনি লক্ষ্য করেন কারও জামার পকেটের সামনে নেম ট্যাগ নেই, কেউ আবার সঠিক জুতো এবং বেল্ট পরেননি । তা নিয়ে কর্মীদের কাছে জবাবদিহি চান তিনি ।

দু'দিনের সফরে শিলিগুড়িতে এসে আজ দ্বিতীয় দিনে দমকলের দপ্তরে যান জগমোহন । তার আগে একটি স্কুলে ছাত্রছাত্রীদের সঙ্গে মিলিত হয়ে আগুন নেভানোর নানা কলাকৌশল নিয়ে সচেতনতা মূলক প্রচার করেন তিনি । এরপর দুপুরে স্টেশন ফিডার রোডে দমকলের দপ্তরে তিনি এলে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয় । তার মাঝেই পদস্থ কর্তা ও কর্মীদের পোশাক ঠিক না থাকায় এগিয়ে গিয়ে তাঁদের কাছে জানতে চান সঠিক জুতো, বেল্ট ইত্যাদি কেন পরেননি ৷

দমকলের DG জগমোহনের বক্তব্য


পরে সাংবাদিকদের তিনি বলেন, "সকলকে কাজ করতে হবে । কিন্তু তার আগে প্রত্যেককে স্মার্ট লাগতে হবে । কেউ কেউ সঠিক পোশাক পরেননি । তাঁদের বলেছি স্মার্ট থাকুন ।"

Intro:শিলিগুড়িতে দমকলের দপ্তরে গার্ড অফ অনার নেওয়ার সময় কর্মীদের পোশাক বিধি সঠিকভাবে মানা না হওয়ায় উষ্মা প্রকাশ করলেন দমকলের ডিজি জগমোহন। গার্ড অফ অনার নেওয়ার সময় তিনি লক্ষ্য করেন কারো জামার পকেটের সামনে নেম ট্যাগ নেই, কেউ আবার সঠিক জুতো এবং বেল্ট পড়েন নি। তা নিয়ে কর্মীদের কাছে জবাবদিহি চান তিনি।


Body:দুদিনের সফরে শিলিগুড়িতে এসে আজ দ্বিতীয় দিনে দমকলের দপ্তরে যান দমকলের ডিজি জগমোহন। তার আগে একটি স্কুলে ছাত্রছাত্রীদের সঙ্গে মিলিত হয়ে আগুন নেভানোর নানা কলাকৌশল নিয়ে সচেতনতা মূলক প্রচার করেন তিনি। এরপর দুপুরে স্টেশন ফিডার রোডে দমকলের দপ্তরে তিনি এলে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। তার মাঝেই পদস্থ কর্তা ও কর্মীদের পোশাক ঠিক না থাকায় এগিয়ে গিয়ে তাদের কাছে জানতে চান সঠিক জুতো, বেল্ট ইত্যাদি কেন পড়েন নি?
পরে সাংবাদিক দের তিনি বলেন সকলকে কাজ করতে হবে। কিন্তু তার আগে প্রত্যেককে স্মার্ট থাকতে হবে। কেউ কেউ সঠিক পোশাক পড়েন নি। তাদের বলেছি স্মার্ট থাকুন।


Conclusion:
Last Updated : Aug 27, 2019, 11:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.