শিলিগুড়ি, 27 অগাস্ট : শিলিগুড়িতে দমকলের দপ্তরে গার্ড অফ অনার নেওয়ার সময় কর্মীদের পোশাক বিধি সঠিকভাবে মানা না হওয়ায় উষ্মা প্রকাশ করলেন দমকলের DG জগমোহন । গার্ড অফ অনার নেওয়ার সময় তিনি লক্ষ্য করেন কারও জামার পকেটের সামনে নেম ট্যাগ নেই, কেউ আবার সঠিক জুতো এবং বেল্ট পরেননি । তা নিয়ে কর্মীদের কাছে জবাবদিহি চান তিনি ।
দু'দিনের সফরে শিলিগুড়িতে এসে আজ দ্বিতীয় দিনে দমকলের দপ্তরে যান জগমোহন । তার আগে একটি স্কুলে ছাত্রছাত্রীদের সঙ্গে মিলিত হয়ে আগুন নেভানোর নানা কলাকৌশল নিয়ে সচেতনতা মূলক প্রচার করেন তিনি । এরপর দুপুরে স্টেশন ফিডার রোডে দমকলের দপ্তরে তিনি এলে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয় । তার মাঝেই পদস্থ কর্তা ও কর্মীদের পোশাক ঠিক না থাকায় এগিয়ে গিয়ে তাঁদের কাছে জানতে চান সঠিক জুতো, বেল্ট ইত্যাদি কেন পরেননি ৷
পরে সাংবাদিকদের তিনি বলেন, "সকলকে কাজ করতে হবে । কিন্তু তার আগে প্রত্যেককে স্মার্ট লাগতে হবে । কেউ কেউ সঠিক পোশাক পরেননি । তাঁদের বলেছি স্মার্ট থাকুন ।"