শিলিগুড়ি, 4 মে : স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তালিকায় ফের রেড জ়োনে চলে এসেছে । তাই শিলিগুড়ি থেকে অন্যত্র যেতে কাউকে পাস দিচ্ছে না জেলা প্রশাসন । এই পরিস্থিতির মাঝে পাসের খোঁজে কখনও থানা, কখনও মহকুমাশাসকের দপ্তর ঘুরে জেরবার অনেকে । ফলে ক্ষুব্ধ হয়ে আজ লকডাউন ভেঙে বিক্ষোভ দেখালেন তাঁরা ।
আটকে যাওয়া শ্রমিক ও অন্য পেশার মানুষের বক্তব্য, নানা কাজে শিলিগুড়ি এসে আটকে গিয়েছে তারা । ঘরে ফিরতে চাইলেও পাস না মেলায় তা সম্ভব হচ্ছে না । অভিযোগ, পাসের জন্য থানায় গেলে বলা হচ্ছে মহকুমাশাসকের দপ্তরে যেতে । আর দপ্তরে গেলে ফের থানায় যেতে বলা হচ্ছে । তাই বাধ্য হয়ে সবাই মিলে আজ মহকুমাশাসকের দপ্তরের বাইরে বিক্ষোভ দেখায় ।
খবর পেয়ে এলাকায় যায় পুলিশ । তাদের নিজেদের কথা জানায় তারা । প্রশাসনের এক কর্তা জানান, এই পরিস্থিতিতে কারা যেতে চাইছে বা কারা আসতে চাইছে তা নিয়ে নানা তথ্য লিপিবদ্ধ করতে সময় লাগছে । সবাইকে একটু ধৈর্য্য ধরতে হবে । এই নিয়ে নির্দেশ এলেই পাস দিয়ে দেওয়া হবে ।