ETV Bharat / state

মাস্ক না পরায় গ্রেপ্তার 57, কড়াকড়ি দার্জিলিংয়ের বাজারে - Lockdown

বৃহস্পতিবার থেকে চকবাজার থেকে শুরু করে দার্জিলিংয়ের সবজি বাজারে ঢোকার পথ বন্ধ করে দেওয়া হয়েছে । একটিমাত্র প্রবেশ ও একটি বাইরে বেরোনোর পথ খোলা রেখে চারদিক বন্ধ করে দেওয়া হয়েছে । ওই গেট দিয়ে যাঁরা সবজি বাজারে ঢুকছেন তাঁদের কেউ মাস্ক পরা না থাকলেই গ্রেপ্তার করছে পুলিশ ।

Darjeeling
দার্জিলিং
author img

By

Published : Apr 17, 2020, 5:42 PM IST

দার্জিলিং, 17 এপ্রিল : এবার মাস্ক না পরায় আজ দুপুর পর্যন্ত দার্জিলিঙে মোট 57 জনকে আটক করা হয়েছে । পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সবজি বাজারে একসঙ্গে অনেকের প্রবেশ নিয়ন্ত্রণ করতে রাস্তায় নামে পুলিশ । এই কাজে পুলিশের সঙ্গে থেকে তাদের সাহায্য করার পাশাপাশি পরিস্থিতি খতিয়ে দেখেন মোর্চা নেতা বিনয় তামাং ।

বৃহস্পতিবার থেকে চকবাজার থেকে শুরু করে দার্জিলিংয়ের সবজি বাজারে ঢোকার পথ বন্ধ করে দেওয়া হয়েছে । একটিমাত্র প্রবেশ ও একটি বাইরে বেরোনোর পথ খোলা রেখে চারদিক বন্ধ করে দেওয়া হয়েছে । ওই গেট দিয়ে যাঁরা সবজি বাজারে ঢুকছেন তাঁদের কেউ মাস্ক পরা না থাকলেই গ্রেপ্তার করছে পুলিশ । একইসঙ্গে থার্মাল স্ক্যানার দিয়ে স্ক্রিনিং করা হচ্ছে ।

দার্জিলিংয়ের ডেপুটি পুলিশ সুপার (টাউন) রাহুল পাণ্ডে বলেন, কয়েকদিন ধরে দেখা যাচ্ছিল অনেকেই সবজি কেনার নাম করে ঘর থেকে বেরোচ্ছেন । তাঁদের অনেকেই মাস্ক পরেননি । জিজ্ঞাসা করতেই অজুহাত দেখিয়েছেন । এছাড়া সবজি বাজারে গিয়ে অনেকেই সামাজিক দূরত্ব মানছিলেন না বলে অভিযোগ। তাই সবজি বাজারে পুলিশি কড়াকড়ি করা হয়েছে । মাস্ক পরে সামাজিক দূরত্ব মেনে যাঁরা বাজারে আসছেন , তাঁদের পুলিশ আটকাচ্ছে না । কিন্তু যাঁরাই নিয়ম ভাঙছেন তাঁদের বাড়িতে ফিরিয়ে দেওয়া হচ্ছে অথবা ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে গ্রেপ্তার করা হচ্ছে ।

এদিকে দার্জিলিংয়ের ফুটপাথ থেকে শুরু করে পথের ধারে কোনও অসহায় মানুষকে মাস্ক ছাড়া দেখতে পেলে মাস্ক কিনে দিচ্ছেন পুলিশকর্মীরাই । এভাবেই লকডাউনে পথেঘাটে, বাজারে মানুষের ভিড় কমাতে উদ্যোগী জেলা পুলিশ ।

দার্জিলিং, 17 এপ্রিল : এবার মাস্ক না পরায় আজ দুপুর পর্যন্ত দার্জিলিঙে মোট 57 জনকে আটক করা হয়েছে । পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সবজি বাজারে একসঙ্গে অনেকের প্রবেশ নিয়ন্ত্রণ করতে রাস্তায় নামে পুলিশ । এই কাজে পুলিশের সঙ্গে থেকে তাদের সাহায্য করার পাশাপাশি পরিস্থিতি খতিয়ে দেখেন মোর্চা নেতা বিনয় তামাং ।

বৃহস্পতিবার থেকে চকবাজার থেকে শুরু করে দার্জিলিংয়ের সবজি বাজারে ঢোকার পথ বন্ধ করে দেওয়া হয়েছে । একটিমাত্র প্রবেশ ও একটি বাইরে বেরোনোর পথ খোলা রেখে চারদিক বন্ধ করে দেওয়া হয়েছে । ওই গেট দিয়ে যাঁরা সবজি বাজারে ঢুকছেন তাঁদের কেউ মাস্ক পরা না থাকলেই গ্রেপ্তার করছে পুলিশ । একইসঙ্গে থার্মাল স্ক্যানার দিয়ে স্ক্রিনিং করা হচ্ছে ।

দার্জিলিংয়ের ডেপুটি পুলিশ সুপার (টাউন) রাহুল পাণ্ডে বলেন, কয়েকদিন ধরে দেখা যাচ্ছিল অনেকেই সবজি কেনার নাম করে ঘর থেকে বেরোচ্ছেন । তাঁদের অনেকেই মাস্ক পরেননি । জিজ্ঞাসা করতেই অজুহাত দেখিয়েছেন । এছাড়া সবজি বাজারে গিয়ে অনেকেই সামাজিক দূরত্ব মানছিলেন না বলে অভিযোগ। তাই সবজি বাজারে পুলিশি কড়াকড়ি করা হয়েছে । মাস্ক পরে সামাজিক দূরত্ব মেনে যাঁরা বাজারে আসছেন , তাঁদের পুলিশ আটকাচ্ছে না । কিন্তু যাঁরাই নিয়ম ভাঙছেন তাঁদের বাড়িতে ফিরিয়ে দেওয়া হচ্ছে অথবা ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে গ্রেপ্তার করা হচ্ছে ।

এদিকে দার্জিলিংয়ের ফুটপাথ থেকে শুরু করে পথের ধারে কোনও অসহায় মানুষকে মাস্ক ছাড়া দেখতে পেলে মাস্ক কিনে দিচ্ছেন পুলিশকর্মীরাই । এভাবেই লকডাউনে পথেঘাটে, বাজারে মানুষের ভিড় কমাতে উদ্যোগী জেলা পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.