ETV Bharat / state

শিলিগুড়িতে কোরোনায় মৃত আরও 2 - Siliguri covid 19

এই নিয়ে শিলিগুড়িতে কোরোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 32 ৷ অপরদিকে, এদিন নতুন করে আরও 25 জনের শরীরে কোরোনা সংক্রমণের হদিস মিলেছে ৷

2 more corona patient dead in Siliguri
শিলিগুড়িতে কোরোনায় মৃত আরও 2, আক্রান্ত 25
author img

By

Published : Jul 6, 2020, 11:32 AM IST

শিলিগুড়ি, 6 জুলাই : শিলিগুড়িতে আরও 2 কোরোনায় আক্রান্তের মৃত্যু ৷ এনিয়ে শহরে কোরোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 32 জন ৷ এদিকে এখানে নতুন করে আরও 25 জনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মিলেছে ৷

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রের খবর, আজ সকালে কাওয়াখালি কোরোনা হাসপাতালে কোরোনায় আক্রান্ত হয়ে 72 বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে ৷ গতরাতে কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির ৷ স্বাস্থ্যবিধি মেনে মৃতদেহ দু'টির সাহুডাঙি শ্মশানঘাটে শেষকৃত্য সম্পন্ন করা হয় প্রশাসনের তরফে ৷

অপরদিকে, শিলিগুড়িতে নতুন করে আরও 25 জনের শরীরে কোরোনা সংক্রমণের হদিস মিলেছে ৷ এর মধ্যে 21 জন শিলিগুড়ি পৌরনিগমের বাসিন্দা ৷ 9 নম্বর ওয়ার্ডের একটি নার্সিংহোমের পাঁচজন নার্স, একজন টেকনিশিয়ান কোরোনায় আক্রান্ত৷ ওই নার্সিংহোমের এক নার্সের চার বছরের শিশুসহ মোট দশজন সংক্রমিত৷ বাকি তিনজন একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে ৷ বাকি 3 জনের বাড়ি মাটিগাড়ায় ৷ ডাবগ্রাম 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের একজনের শরীরে কোরোনা সংক্রমণের হদিস মিলেছে ৷

শিলিগুড়ি, 6 জুলাই : শিলিগুড়িতে আরও 2 কোরোনায় আক্রান্তের মৃত্যু ৷ এনিয়ে শহরে কোরোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 32 জন ৷ এদিকে এখানে নতুন করে আরও 25 জনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মিলেছে ৷

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রের খবর, আজ সকালে কাওয়াখালি কোরোনা হাসপাতালে কোরোনায় আক্রান্ত হয়ে 72 বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে ৷ গতরাতে কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির ৷ স্বাস্থ্যবিধি মেনে মৃতদেহ দু'টির সাহুডাঙি শ্মশানঘাটে শেষকৃত্য সম্পন্ন করা হয় প্রশাসনের তরফে ৷

অপরদিকে, শিলিগুড়িতে নতুন করে আরও 25 জনের শরীরে কোরোনা সংক্রমণের হদিস মিলেছে ৷ এর মধ্যে 21 জন শিলিগুড়ি পৌরনিগমের বাসিন্দা ৷ 9 নম্বর ওয়ার্ডের একটি নার্সিংহোমের পাঁচজন নার্স, একজন টেকনিশিয়ান কোরোনায় আক্রান্ত৷ ওই নার্সিংহোমের এক নার্সের চার বছরের শিশুসহ মোট দশজন সংক্রমিত৷ বাকি তিনজন একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে ৷ বাকি 3 জনের বাড়ি মাটিগাড়ায় ৷ ডাবগ্রাম 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের একজনের শরীরে কোরোনা সংক্রমণের হদিস মিলেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.