শিলিগুড়ি, 16 ফেব্রুয়ারি: রাজ্য বাজেটে 3 শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে । তারপরেই ক্ষোভ কমছে না সরকারি কর্মীদের একটা অংশের । আন্দোলনও শুরু করেছেন ৷ এবার দাবিমতো ডিএ না-মেটার ক্ষোভে রাজ্যের শাসকদল পরিচালিত শিক্ষক সংগঠন থেকে পদত্যাগ করলেন একাধিক শিক্ষক-শিক্ষিকারা । শুধুমাত্র একটি স্কুল থেকেই পদত্যাগ করেছেন 14 জন শিক্ষক-শিক্ষিকা (14 teachers from same School resigned from WBTSTA) । ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিকমহলে ।
বৃহস্পতিবার সকালে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ তৃণমূল সেকেন্ডারি টিচার্স অ্যাসোসিয়েশন (West Bengal Trinamool Teachers Association) থেকে পদত্যাগ করে একটি গণস্বাক্ষর সম্বলিত পদত্যাগ পত্র জমা করেছেন বিক্ষুব্ধরা । জানা গিয়েছে, শিলিগুড়ি দেশবন্ধু হিন্দি হাইস্কুলে পড়ুয়ার সংখ্যা 2500 । বর্তমানে 28 জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন । তার মধ্যে 14 জন শিক্ষক-শিক্ষিকা শিক্ষক সংগঠন থেকে পদত্যাগ করেছেন । শিক্ষকদের ওই পদক্ষেপের পরেই অস্বস্তিতে শাসক শিবির । পদত্যাগের পাশাপাশি ডিএ নিয়ে নিজের নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে সেই বিষয়ে পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেন ওই শিক্ষক-শিক্ষিকারা। যদিও দলীয় নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই শিক্ষক-শিক্ষিকারা এখনও সংগঠনের সঙ্গেই রয়েছেন ।
রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি নিয়ে আন্দোলন অব্যাহত । রাজ্য সরকারের বাজেটে 3 শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণার পরও আন্দোলনে অনড় সরকারি কর্মচারী সংগঠনের কর্মীরা । উলটে দু'দিনের সম্পূর্ণ কর্ম বিরতির ডাক দিয়েছেন তারা । এর আগেও শিলিগুড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকারা তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনে থাকা স্বত্ত্বেও কর্মবিরতি পালন করেছিলেন । বারবার দলে থেকে ডিএ'র দাবিতে কর্মীদের এই কাজে অস্বস্তিতে শাসকদল ।
দেশবন্ধু হিন্দি হাইস্কুলের শিক্ষকদের পদত্যাগপত্রে দাবি, ডিএ বৃদ্ধি তাঁদের বহুদিনের দাবি ও অধিকার । পাশাপাশি আর্নড লিভ নিয়েও একাধিকবার রাজ্যের দৃষ্টি আকর্ষণ করেও কোনও লাভ হয়নি । শিক্ষকদের দাবিতে সংগঠনের ভূমিকা হতাশাজনক এবং নেতিবাচক । যে কারণে তাঁরা পদত্যাগ করতে বাধ্য হলেন ।
আরও পড়ুন: ললিপপ চাই না, 3 শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণায় খুশি নন বিক্ষোভকারীরা
পদত্যাগ করা শিক্ষক সুমিত কুমার দাস বলেন, "গোটা রাজ্যের সরকারি কর্মচারীরা ডিএ বৃদ্ধির দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন । টানা আন্দোলন চলছে । কিন্তু সরকার সেসব চিন্তা করছে না । সেই কারণে আমরা পদত্যাগ করতে বাধ্য হলাম ।" দার্জিলিং জেলা তৃণমূল শিক্ষক সংগঠনের কার্যকরী কমিটির সদস্য তথা দেশবন্ধু হিন্দি হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক সাকেত শ্রীবাস্তব বলেন, "আমি এখনও শুনিনি কেউ পদত্যাগ করেছে। সবাই দলের সঙ্গেই রয়েছেন । দাবি রয়েছে, কিন্তু আমরা আশাবাদী সেই দাবি পূরণ হবে ।"