ETV Bharat / state

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে 14টি বোর্ড সদস্যের মিছিল পাহাড়ে

NRC ও নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 এর বিরুদ্ধে পথে নামল পাহাড়ে 14 টি বোর্ডের সদস্যরা ৷ আজ কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে NRC ও CAA বিরোধী প্রতিবাদ মিছিলে পাহাড়ের 14 বোর্ডের সদস্যরাও পা মেলাবেন ৷

14 board members of Darjeeling on protest of NRC and CAA
NRC ও CAA-এর প্রতিবাদে পথে নামল 14 বোর্ডের সদস্যরা
author img

By

Published : Dec 16, 2019, 7:51 AM IST

দার্জিলিং, 16 ডিসেম্বর : মোর্চার বিনয়পন্থীদের পর এবার পাহাড়ে 14 টি বোর্ডের সদস্যরা NRC ও নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 এর বিরুদ্ধে পথে নামে । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে গতকাল দার্জিলিঙে একটি প্রতিবাদ মিছিল করা হয় ৷ দার্জিলিং স্টেশন থেকে শুরু হয় মিছিল ৷

লেপচা উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান L S তামসঙ বলেন " পাহাড়ে NRC চাই না ৷" জানান NRC ও নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 বিরোধী আন্দোলনে তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন ৷

তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পর দার্জিলিঙে 14 টি সম্প্রদায়ের জন্য 14 টি উন্নয়ন বোর্ড তৈরি হয় ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বোর্ডগুলি তৈরি হয়েছিল ৷ আজ কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে NRC ও CAA বিরোধী প্রতিবাদ মিছিল হবে ৷ এই মিছিলে পাহাড়ের 14 বোর্ডের সদস্যরাও পা মেলাবেন বলে জানান তামসঙ ৷

দার্জিলিং, 16 ডিসেম্বর : মোর্চার বিনয়পন্থীদের পর এবার পাহাড়ে 14 টি বোর্ডের সদস্যরা NRC ও নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 এর বিরুদ্ধে পথে নামে । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে গতকাল দার্জিলিঙে একটি প্রতিবাদ মিছিল করা হয় ৷ দার্জিলিং স্টেশন থেকে শুরু হয় মিছিল ৷

লেপচা উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান L S তামসঙ বলেন " পাহাড়ে NRC চাই না ৷" জানান NRC ও নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 বিরোধী আন্দোলনে তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন ৷

তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পর দার্জিলিঙে 14 টি সম্প্রদায়ের জন্য 14 টি উন্নয়ন বোর্ড তৈরি হয় ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বোর্ডগুলি তৈরি হয়েছিল ৷ আজ কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে NRC ও CAA বিরোধী প্রতিবাদ মিছিল হবে ৷ এই মিছিলে পাহাড়ের 14 বোর্ডের সদস্যরাও পা মেলাবেন বলে জানান তামসঙ ৷

Intro:বিনয়পন্থীদের পর এবার এনআরসি, সিএএ-এর প্রতিবাদে পাহাড়ে আন্দোলনে 14 টি বোর্ডের সদস্যরা


দার্জিলিং, 15 ডিসেম্বর :মোর্চার বিনয়পন্থীদের পর এবার পাহাড়ের 14 টি বোর্ডের সদস্য ও ওই সম্প্রদায়ের লোকেরা এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী অ্যাক্ট বা সিএএ-এর বিরুদ্ধে আন্দোলনে নামল । বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানিয়ে এনআরসি ও সিএএ-এর বিরুদ্ধে দার্জিলিংয়ে রবিবার প্রতিবাদ মিছিল করা হয় । হাতে প্ল্যাকার্ড ব্যানার নিয়ে পাহাড়ে শান্তির দাবী করে দার্জিলিং রেলস্টেশন থেকে মিছিল শুরু হয়ে ম্যাল তথা চৌরাস্তায় গিয়ে শেষ হয় হয় ।Body:লেপচা ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান এলএস তামসঙ বলেন, বাংলায় নো এনআরসি, নো সিএএ-এর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যে পক্ষ নিয়েছেন তার পক্ষেই রয়েছেন তাঁরা । এনআরসি, সিএএ-এর বিরোধ করলেও শন্তির পক্ষে পাহাড়ের সব সম্প্রদায়ের সংহতি রক্ষা মিছিল করা হয় এদিন । এদিকে বিনয়পন্থীদের আন্দোলন আন্দোলন কর্মসূচি চলছে । Conclusion:তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতায় আসার পর দার্জিলিং পাহাড়ে 14 টি সমপ্রদায়কে 14টি উন্নয়ন বোর্ড গড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । এরপর থেকেই ওই বোর্ডগুলি তৃণমূল কংগ্রেস তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞ । কলকাতায় গিয়ে মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী অ্যাক্টের প্রতিবাদে প্রতিবাদ কর্মসূচিতেও পাহাড় থেকে তাঁদের সদস্যরা হাজির থাকবে বলে তামসঙ এদিন জানিয়েছেন ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.