দার্জিলিং, 16 ডিসেম্বর : মোর্চার বিনয়পন্থীদের পর এবার পাহাড়ে 14 টি বোর্ডের সদস্যরা NRC ও নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 এর বিরুদ্ধে পথে নামে । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে গতকাল দার্জিলিঙে একটি প্রতিবাদ মিছিল করা হয় ৷ দার্জিলিং স্টেশন থেকে শুরু হয় মিছিল ৷
লেপচা উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান L S তামসঙ বলেন " পাহাড়ে NRC চাই না ৷" জানান NRC ও নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 বিরোধী আন্দোলনে তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন ৷
তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পর দার্জিলিঙে 14 টি সম্প্রদায়ের জন্য 14 টি উন্নয়ন বোর্ড তৈরি হয় ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বোর্ডগুলি তৈরি হয়েছিল ৷ আজ কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে NRC ও CAA বিরোধী প্রতিবাদ মিছিল হবে ৷ এই মিছিলে পাহাড়ের 14 বোর্ডের সদস্যরাও পা মেলাবেন বলে জানান তামসঙ ৷