গঙ্গারামপুর, 27 ডিসেম্বর: অবশেষে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের চেষ্টায় দুবাইয়ে আটকে থাকা শ্রমিকরা ঘরে ফিরলেন বুধবার রাতের ট্রেনে । দেশের মাটিতে পা রেখেই সাংসদ সুকান্ত মজুমদারকে কৃতজ্ঞতা জানালেন গঙ্গারামপুর-সহ রাজ্যের 14 জন শ্রমিক। গত 1 ডিসেম্বরে মালদা জেলার দুই দালালের খপ্পরে পড়ে গঙ্গারামপুর সহ রাজ্যের 14 জন শ্রমিক দুবাইয়ে কাজ করতে গিয়ে আটকে পড়েন ।
আটকে পড়া শ্রমিকেরা দুবাই থেকে ভিডিয়ো বার্তা পাঠান পরিবারের কাছে । স্বাভাবিকভাবেই তাঁদের এই আটকে পড়ার খবর পেয়ে উৎকণ্ঠার মধ্যে পড়ে যায় পরিবারগুলি । এদের মধ্যে বিপ্লব সরকার ও দেবাশীষ সরকার গঙ্গারামপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ।
বহু চেষ্টা করেও তাঁদের ফিরিয়ে আনার কোনও ব্যবস্থা করতে পারেননি তাঁদের পরিবারের সদস্যরা । অবশেষে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের শরণাপন্ন হন তাঁরা ৷ ঘটনার কথা সুকান্ত মজুমদার জানার পরেই, দিল্লিতে গিয়ে বিদেশ মন্ত্রীর সঙ্গে দেখা করে শ্রমিকদের আটকে থাকার কথা জানান । এরপরই তড়িঘড়ি ভারতীয় বিদেশমন্ত্রী দুবাইয়ের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলে 14 জন শ্রমিককে ভারতে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেন।
বুধবার সেই শ্রমিকরা দেশে ফিরে গঙ্গারামপুরে পৌঁছলেন। গঙ্গারামপুরে ফিরতেই বিজেপির পক্ষ থেকে সেই শ্রমিকদের ফুলের মালা পরিয়ে স্বাগত জানানো হয় । এবিষয়ে দুবাই আটকে থাকা গঙ্গারামপুরের বাসিন্দা দেবাশীষ সরকার বলেন, "আমরা প্রচন্ড আতঙ্কের মধ্যে ছিলাম । ওখানে যাওয়ার পর আমাদের কাছ থেকে ভারতের সমস্ত কাগজপত্র কেড়ে নেওয়া হয় । ঠিকমতো খাওয়া-দাওয়া করতে পারতাম না । খুব সমস্যার মধ্যে ছিলাম । সুকান্ত মজুমদারের চেষ্টায় বাড়ি ফিরতে পেরে খুব খুশি আমরা । তাঁকে অনেক ধন্যবাদ ৷"
গঙ্গারামপুর টাউনের বিজেপি সভাপতি বৃন্দাবন ঘোষ বলেন, "রাজ্যে কাজ নেই বলেই পরিযায়ী শ্রমিকের কাজ করতে বিদেশের মাটিতে যেতে হয়। বালুরঘাটের সংসদ তথা রাজ্য সভাপতির প্রচষ্টায় ৷ এই 14 জন আজকে ফিরতে পেরে খুব আনন্দিত। আমরাও খুবই খুশি।"
আরও পড়ুন: