ETV Bharat / state

হিলি সীমান্ত থেকে 4 লাখের ইয়াবা সহ আটক মহিলা

author img

By

Published : Nov 2, 2019, 3:56 AM IST

পাসপোর্ট, ভিসা, শাড়ি, মোবাইল ও ইয়াবা সহ হিলি সীমান্ত থেকে আটক এক বাংলাদেশী মহিলা ।

সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে ধৃত মহিলা

হিলি, 2 নভেম্বর : হিলি আন্তর্জাতিক সীমান্ত থেকে 800টি ইয়াবা ট্যাবলেট সহ আটক মহিলা । নাম মোসাম্মৎ ফিরোজা বেগম । বাড়ি বাংলাদেশের দিনাজপুর জেলার হাকিমপুর এলাকায় । উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের মূল্য প্রায় ৪ লাখ টাকা । এর পাশাপাশি ওই মহিলার কাছ থেকে দু'টি দামি শাড়ি, একটি মোবাইল, একটি পাসপোর্ট ও ভিসা উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনীর 180 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা । তাকে গতকাল বিকেলে বালুরঘাট থানার পুলিশের হাতে তুলে দেয় সীমান্তরক্ষী বাহিনী ।

সীমান্তরক্ষী বাহিনীর থেকে জানা গেছে, তাদের 180 ব্যাটিলিয়নের কাছে খবর ছিল এই মাদক পাচারের বিষয়ে । সেই মতোই হিলি আন্তর্জাতিক চেক পোস্টে বিশেষ তল্লাশি চালায় তারা । ওই সময় বাংলাদেশে যাওয়া সন্দেহভাজন এক মহিলাকে আটক করে তল্লাশি চালানো হয় । তার কাছ থেকে উদ্ধার হয় ইয়াবা ।

ইয়াবা । উৎপত্তি থাইল্যান্ডে । বাংলাদেশের বহু যুবক এই ট্যাবলেটের নেশায় পড়ে প্রায় সর্বস্ব খুইয়েছে । ব্যবহার হয় মূলত পার্টি ড্রাগ হিসেবে । পুলিশ জানাচ্ছে, এই ট্যাবলেট সাধারণত তৈরি করা হয় মেথঅ্যাম্ফিটামিন ও ক্যাফেইনের মিশ্রনে । ইদানিং না কি আবার এর সঙ্গে মেশানো হচ্ছে হেরোইন । মূলত এটি ট্যাবলেট হিসেবে ব্যবহার করা হয়। কখনও আবার এটি ব্রাউন সুগার কিংবা হেরোইনের ইনহেল করা হয় ।

yaba
উদ্ধার হওয়া ইয়াবা

প্রসঙ্গত, এই নিয় মাস সাতেকের মধ্যে পরপর হিলি সীমান্ত থেকে বেশ কয়েকবার এই ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে । চলতি বছরের মার্চ মাসে প্রায় 75 লাখ টাকার ইয়াবা উদ্ধার করেছিল সীমান্তরক্ষা বাহিনী । ইয়াবা ট্যাবলেটের নতুন করিডর করে হিলিতে স্মাগলিং করা হচ্ছে বলে মনে করছে অনেকে ।

হিলি, 2 নভেম্বর : হিলি আন্তর্জাতিক সীমান্ত থেকে 800টি ইয়াবা ট্যাবলেট সহ আটক মহিলা । নাম মোসাম্মৎ ফিরোজা বেগম । বাড়ি বাংলাদেশের দিনাজপুর জেলার হাকিমপুর এলাকায় । উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের মূল্য প্রায় ৪ লাখ টাকা । এর পাশাপাশি ওই মহিলার কাছ থেকে দু'টি দামি শাড়ি, একটি মোবাইল, একটি পাসপোর্ট ও ভিসা উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনীর 180 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা । তাকে গতকাল বিকেলে বালুরঘাট থানার পুলিশের হাতে তুলে দেয় সীমান্তরক্ষী বাহিনী ।

সীমান্তরক্ষী বাহিনীর থেকে জানা গেছে, তাদের 180 ব্যাটিলিয়নের কাছে খবর ছিল এই মাদক পাচারের বিষয়ে । সেই মতোই হিলি আন্তর্জাতিক চেক পোস্টে বিশেষ তল্লাশি চালায় তারা । ওই সময় বাংলাদেশে যাওয়া সন্দেহভাজন এক মহিলাকে আটক করে তল্লাশি চালানো হয় । তার কাছ থেকে উদ্ধার হয় ইয়াবা ।

ইয়াবা । উৎপত্তি থাইল্যান্ডে । বাংলাদেশের বহু যুবক এই ট্যাবলেটের নেশায় পড়ে প্রায় সর্বস্ব খুইয়েছে । ব্যবহার হয় মূলত পার্টি ড্রাগ হিসেবে । পুলিশ জানাচ্ছে, এই ট্যাবলেট সাধারণত তৈরি করা হয় মেথঅ্যাম্ফিটামিন ও ক্যাফেইনের মিশ্রনে । ইদানিং না কি আবার এর সঙ্গে মেশানো হচ্ছে হেরোইন । মূলত এটি ট্যাবলেট হিসেবে ব্যবহার করা হয়। কখনও আবার এটি ব্রাউন সুগার কিংবা হেরোইনের ইনহেল করা হয় ।

yaba
উদ্ধার হওয়া ইয়াবা

প্রসঙ্গত, এই নিয় মাস সাতেকের মধ্যে পরপর হিলি সীমান্ত থেকে বেশ কয়েকবার এই ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে । চলতি বছরের মার্চ মাসে প্রায় 75 লাখ টাকার ইয়াবা উদ্ধার করেছিল সীমান্তরক্ষা বাহিনী । ইয়াবা ট্যাবলেটের নতুন করিডর করে হিলিতে স্মাগলিং করা হচ্ছে বলে মনে করছে অনেকে ।

Intro:বৈধ ভাবে বাংলাদেশ যাবার পথে হিলিতে ৪ লাখ টাকার নেশার ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার বাংলাদেশী মহিলা।।

হিলি, ১ নভেম্বর: হিলিতে ফের বড় সাফল্য বিএসএফের। বৈধ ভাবে হিলি আন্তর্জাতিক চেক পোস্ট দিয়ে বাংলাদেশে যাওয়ার পথে ৮০০ টি নিষিদ্ধ নেশার ইয়াবা ট্যাবলেট সহ এক বাংলাদেশী মহিলাকে আটক করল বিএসএফ। ধৃত মহিলার নাম মোসাম্মৎ ফিরোজা বেগম। বাড়ি বাংলাদেশের দিনাজপুর জেলার হাকিমপুর এলাকায়। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের দাম ৪ লাখ টাকা। পাশাপাশি ধৃতের কাছ থেকে দুটি দামি শাড়ি ও একটি মোবাইল এবং পাসপোর্ট ভিসা উদ্ধার করেছে বিএসএফের ১৮০ ব্যাটেলিয়নের জওয়ানরা। শুক্রবার বিকেলে ধৃত ওই মহিলাকে বালুরঘাট থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ ও বিএসএফ।

বিএসএফ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ১৮০ ব্যাটিলিয়ন বিএসএফের গোয়েন্দা দপ্তর গোপন সূত্রে খবর পেয়ে হিলি আন্তর্জাতিক চেক পোস্টে বিশেষ তল্লাশি চালায়। ওই সময় বাংলাদেশে যাওয়া সন্দেহভাজন এক মহিলা'কে আটক করে তল্লাশি চালানো হয়। এরপর মহিলার কাছ থেকে উদ্ধার হয় ৮০০ ইয়াবা ট্যাবলেট। যার বাজার মূল্য ৪ লাখ টাকা। এরপরই বিএসএফের পক্ষ থেকে বাংলাদেশী ওই মহিলাকে আটক করা হয়। আজ ওই মহিলাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ১৮০ ব্যাটিলিয়নের বিএসএফ আধিকারিকদের সাথে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে হিলি থানার পুলিশ।

প্রসঙ্গত, হিলিতে মাস সাতেকের ভেতর পরপর হিলি সীমান্ত থেকে বেশ কয়েকবার যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট উদ্ধার। চলতি বছরের মার্চ মাসে প্রায় ৭৫ লাখ টাকার ইয়াব ট্যাবলেট উদ্ধার করেছিল বিএসএফ। ইয়াবা ট্যাবলেটের নতুন করিডর করে হিলিতে স্মাগলিং করা হচ্ছে বলে মনে করছে অনেকে। কোথা থেকে আসছে ইয়াবা ট্যাবলেট? কারা কারা যুক্ত তা কিন্তু জিঙ্গেসা চিহ্ন হয়ে দাড়িয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএসএফ আধিকারিক জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল বিকেলে হিলি আন্তর্জাতিক চেক পোস্ট থেকে এক মহিলাকে ৪ লাখ টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়েছে। ট্যাবেল গুলি ও ধৃত বাংলাদেশী মহিলাকে হিলি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি পুরো ঘটনা এনসিবিকেও জানানো হয়েছে। পুরো বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে।Body:HiliConclusion:Hili
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.