হিলি, 2 নভেম্বর : হিলি আন্তর্জাতিক সীমান্ত থেকে 800টি ইয়াবা ট্যাবলেট সহ আটক মহিলা । নাম মোসাম্মৎ ফিরোজা বেগম । বাড়ি বাংলাদেশের দিনাজপুর জেলার হাকিমপুর এলাকায় । উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের মূল্য প্রায় ৪ লাখ টাকা । এর পাশাপাশি ওই মহিলার কাছ থেকে দু'টি দামি শাড়ি, একটি মোবাইল, একটি পাসপোর্ট ও ভিসা উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনীর 180 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা । তাকে গতকাল বিকেলে বালুরঘাট থানার পুলিশের হাতে তুলে দেয় সীমান্তরক্ষী বাহিনী ।
সীমান্তরক্ষী বাহিনীর থেকে জানা গেছে, তাদের 180 ব্যাটিলিয়নের কাছে খবর ছিল এই মাদক পাচারের বিষয়ে । সেই মতোই হিলি আন্তর্জাতিক চেক পোস্টে বিশেষ তল্লাশি চালায় তারা । ওই সময় বাংলাদেশে যাওয়া সন্দেহভাজন এক মহিলাকে আটক করে তল্লাশি চালানো হয় । তার কাছ থেকে উদ্ধার হয় ইয়াবা ।
ইয়াবা । উৎপত্তি থাইল্যান্ডে । বাংলাদেশের বহু যুবক এই ট্যাবলেটের নেশায় পড়ে প্রায় সর্বস্ব খুইয়েছে । ব্যবহার হয় মূলত পার্টি ড্রাগ হিসেবে । পুলিশ জানাচ্ছে, এই ট্যাবলেট সাধারণত তৈরি করা হয় মেথঅ্যাম্ফিটামিন ও ক্যাফেইনের মিশ্রনে । ইদানিং না কি আবার এর সঙ্গে মেশানো হচ্ছে হেরোইন । মূলত এটি ট্যাবলেট হিসেবে ব্যবহার করা হয়। কখনও আবার এটি ব্রাউন সুগার কিংবা হেরোইনের ইনহেল করা হয় ।
প্রসঙ্গত, এই নিয় মাস সাতেকের মধ্যে পরপর হিলি সীমান্ত থেকে বেশ কয়েকবার এই ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে । চলতি বছরের মার্চ মাসে প্রায় 75 লাখ টাকার ইয়াবা উদ্ধার করেছিল সীমান্তরক্ষা বাহিনী । ইয়াবা ট্যাবলেটের নতুন করিডর করে হিলিতে স্মাগলিং করা হচ্ছে বলে মনে করছে অনেকে ।