ETV Bharat / state

মদের দোকান বন্ধের দাবিতে মহিলাদের বিক্ষোভ বুনিয়াদপুরে - মদের দোকান বন্ধের দাবিতে মহিলাদের বিক্ষোভ - মিছিল বুনিয়াদপুরে

আজ দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে তৃণমূল পরিচালিত অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মদের দোকানের সামনে বিক্ষোভ দেখান প্রায় কয়েকশো মহিলা ।

women agitated to close liquor shops in south dinajpur
মদের দোকান বন্ধের দাবিতে মহিলাদের বিক্ষোভ - মিছিল বুনিয়াদপুরে
author img

By

Published : May 8, 2020, 4:50 PM IST

বংশীহারী, 8 মে : লকডাউনে পর্যাপ্ত রেশনের ব্যবস্থা না করে কেন মদের দোকান খোলা হয়েছে ৷ এই দাবিতে সরব হলেন মহিলারা । আজ বুনিয়াদপুরে তৃণমূল পরিচালিত অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মদের দোকানের সামনে বিক্ষোভ দেখান প্রায় কয়েকশো মহিলা ।

মহিলারা বলেন, লকডাউনের জেরে আর্থিক সমস্যায় পড়তে হয়েছে তাঁদের । এর মাঝে মদের দোকান খোলায় সমস্যা আরও বেড়ে গেছে ৷ সেকারণে মদের দোকান বন্ধের দাবিতে আজ বুনিয়াদপুর পৌরসভার সরাইঘাট থেকে মিছিল বের হয় ৷ রশিদপুর এলাকার একটি মদের দোকানের সামনে গিয়ে মিছিল শেষ হয় ।


অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি শিখা সরকার বলেন, "এই মদের দোকানগুলো খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ৷ খুলেও দিয়েছে । তার বিরুদ্ধে আমাদের আজকের এই আন্দোলন । আমরা চাইছি সরকার অবিলম্বে এই মদের দোকানগুলো বন্ধ করুক ৷ না হলে আমরা আগামী দিনে মদের দোকানগুলোতে ভাঙচুর চালাব । "

এবিষয়ে এই সংগঠনের এক সদস্যা তিলতা পাহান বলেন, "দোকান খোলায় আমার স্বামী প্রতিদিন মদ খেয়ে বাড়িতে আসছে ৷ বাড়িতে এসে মারধর থেকে শুরু করে গন্ডগোল পর্যন্ত হয় । কোরোনা সংক্রমণের জেরে আমরা মহিলারা বাড়ি থেকে বের হতে পারছি না ৷ কিন্তু বাড়ির পুরুষরা কাজকর্ম না করে বাড়ি থেকে টাকা নিয়ে গিয়ে মদ কিনে খাচ্ছে । একদিকে সংসার চলছে না অন্যদিকে প্রতিদিন স্বামীর গন্ডগোল । সেজন্য আমরা আজ পথে নামতে বাধ্য হয়েছি ৷ মদের দোকানের সামনে এসে বিক্ষোভ দেখাচ্ছি । সরকার থেকে যেন খুব তাড়াতাড়ি এই মদের দোকানগুলো আবার বন্ধ করে দেওয়া হয় । "

বংশীহারী, 8 মে : লকডাউনে পর্যাপ্ত রেশনের ব্যবস্থা না করে কেন মদের দোকান খোলা হয়েছে ৷ এই দাবিতে সরব হলেন মহিলারা । আজ বুনিয়াদপুরে তৃণমূল পরিচালিত অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মদের দোকানের সামনে বিক্ষোভ দেখান প্রায় কয়েকশো মহিলা ।

মহিলারা বলেন, লকডাউনের জেরে আর্থিক সমস্যায় পড়তে হয়েছে তাঁদের । এর মাঝে মদের দোকান খোলায় সমস্যা আরও বেড়ে গেছে ৷ সেকারণে মদের দোকান বন্ধের দাবিতে আজ বুনিয়াদপুর পৌরসভার সরাইঘাট থেকে মিছিল বের হয় ৷ রশিদপুর এলাকার একটি মদের দোকানের সামনে গিয়ে মিছিল শেষ হয় ।


অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি শিখা সরকার বলেন, "এই মদের দোকানগুলো খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ৷ খুলেও দিয়েছে । তার বিরুদ্ধে আমাদের আজকের এই আন্দোলন । আমরা চাইছি সরকার অবিলম্বে এই মদের দোকানগুলো বন্ধ করুক ৷ না হলে আমরা আগামী দিনে মদের দোকানগুলোতে ভাঙচুর চালাব । "

এবিষয়ে এই সংগঠনের এক সদস্যা তিলতা পাহান বলেন, "দোকান খোলায় আমার স্বামী প্রতিদিন মদ খেয়ে বাড়িতে আসছে ৷ বাড়িতে এসে মারধর থেকে শুরু করে গন্ডগোল পর্যন্ত হয় । কোরোনা সংক্রমণের জেরে আমরা মহিলারা বাড়ি থেকে বের হতে পারছি না ৷ কিন্তু বাড়ির পুরুষরা কাজকর্ম না করে বাড়ি থেকে টাকা নিয়ে গিয়ে মদ কিনে খাচ্ছে । একদিকে সংসার চলছে না অন্যদিকে প্রতিদিন স্বামীর গন্ডগোল । সেজন্য আমরা আজ পথে নামতে বাধ্য হয়েছি ৷ মদের দোকানের সামনে এসে বিক্ষোভ দেখাচ্ছি । সরকার থেকে যেন খুব তাড়াতাড়ি এই মদের দোকানগুলো আবার বন্ধ করে দেওয়া হয় । "

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.